ETV Bharat / state

"রাজ্যের অধিকাংশ উপাচার্য তৃণমূলের গৃহভৃত্য ", কটাক্ষ সায়ন্তনের - Hooghly news

"সমালোচনা যাঁরা করছেন তাঁরা কারা ? পশ্চিমবঙ্গের অধিকাংশ উপাচার্য তৃণমূল কংগ্রেসের গৃহভৃত্যের কাজ করেন । জামা-কাপড় ধুয়ে দেন তৃণমূল নেতাদের ।" NEP ইশুতে কেন্দ্রের সমালোচনাকারী শিক্ষামহলকে এভাবেই আক্রমণ করলেন সায়ন্তন বসু ।

সায়ন্তন বসু
সায়ন্তন বসু
author img

By

Published : Aug 29, 2020, 4:31 PM IST

Updated : Aug 30, 2020, 8:16 AM IST

শেওড়াফুলি, 29 অগাস্ট : জাতীয় শিক্ষা নীতিতে যে পরিবর্তন এনেছে কেন্দ্র তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে সমালোচনা । সরব হয়েছে রাজ্যের শিক্ষামহলের একাংশও । সেই প্রসঙ্গে BJP নেতা সায়ন্তন বসু বলেন, "সমালোচনা যাঁরা করছেন তাঁরা কারা ? পশ্চিমবঙ্গের অধিকাংশ উপাচার্য তৃণমূল কংগ্রেসের গৃহভৃত্যের কাজ করেন । জামা-কাপড় ধুয়ে দেন তৃণমূল নেতাদের । সেই জন্যই তাঁরা উপাচার্য হয়েছেন ।"

হুগলির শেওড়াফুলিতে আজ বিক্ষোভ কর্মসূচি ছিল BJP-র । সেই বিক্ষোভের নেতৃত্ব দেন সায়ন্তন বসু । সন্ধের মধ্যে BJP নেতা ও কর্মীদের না ছাড়লে থানার সামনে আবার আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন সায়ন্তনবাবু ।

রাজ্যের উপাচার্যদের একাংশকে তৃণমূলের গৃহভৃত্য বললেন সায়ন্তন বসু

আরও পড়ুন : টার্গেট 220-230 আসন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই একুশে লড়বে BJP : বিজয়বর্গীয়

JEE ও NEET নিয়ে সুপ্রিম কোর্ট তার রায় জানিয়েছে । পরীক্ষা নেওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে । এরপর এই ধরনের আন্দোলন করা ঠিক নয় বলেই মনে করছে রাজ্য BJP । সায়ন্তন বসু বলেন, "রাজ্য সরকারের উচিত এই পরীক্ষা যাতে ভালোভাবে হয় তার ব্যবস্থা করা । সেটা তারা করছে না । এমনটা ঠিক নয়। তৃণমূল ছাত্র পরিষদের যে কার্যক্রম ছিল তাতে দেখা গেছে প্রচুর লোকজন রাস্তায় বসে থেকে সেই কার্যক্রম দেখছে । এতে কোরোনার সংক্রমণ বাড়লে তার দায়িত্ব কে নেবে ?"

Sayantan Basu
শেওড়াফুলিতে BJP-র বিক্ষোভ কর্মসূচিতে সায়ন্তন বসু

আরও পড়ুন : মুখ্যমন্ত্রী পড়ুয়াদের কথা ভাবেন না, তাই NEET-JEE-র বিরোধীতা করছেন : কৈলাস

তিনি আরও বলেন, "তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা তো কোরোনা ছড়িয়েছে জায়গায় জায়গায় । তাদের মন্ত্রীদের কোরোনা হয়েছে । তাদের একজন বিধায়ক দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে । ছাত্র-ছাত্রীদের যাতে কোরোনা না হয় তার জন্য রাজ্য সরকারের সচেষ্ট ভূমিকা নেওয়া উচিত । কারণ পরীক্ষাটা রাজ্যে হবে ।"

পাশাপাশি মহরম নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটিকে কার্যকর করা রাজ্য সরকারের দায়িত্ব বলেও মনে করেন তিনি । বলেন, যদি রাজ্য সরকার তা না করে তবে আদালত অবমাননার দায়ে পড়তে হতে পারে ।

শেওড়াফুলি, 29 অগাস্ট : জাতীয় শিক্ষা নীতিতে যে পরিবর্তন এনেছে কেন্দ্র তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে সমালোচনা । সরব হয়েছে রাজ্যের শিক্ষামহলের একাংশও । সেই প্রসঙ্গে BJP নেতা সায়ন্তন বসু বলেন, "সমালোচনা যাঁরা করছেন তাঁরা কারা ? পশ্চিমবঙ্গের অধিকাংশ উপাচার্য তৃণমূল কংগ্রেসের গৃহভৃত্যের কাজ করেন । জামা-কাপড় ধুয়ে দেন তৃণমূল নেতাদের । সেই জন্যই তাঁরা উপাচার্য হয়েছেন ।"

হুগলির শেওড়াফুলিতে আজ বিক্ষোভ কর্মসূচি ছিল BJP-র । সেই বিক্ষোভের নেতৃত্ব দেন সায়ন্তন বসু । সন্ধের মধ্যে BJP নেতা ও কর্মীদের না ছাড়লে থানার সামনে আবার আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন সায়ন্তনবাবু ।

রাজ্যের উপাচার্যদের একাংশকে তৃণমূলের গৃহভৃত্য বললেন সায়ন্তন বসু

আরও পড়ুন : টার্গেট 220-230 আসন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই একুশে লড়বে BJP : বিজয়বর্গীয়

JEE ও NEET নিয়ে সুপ্রিম কোর্ট তার রায় জানিয়েছে । পরীক্ষা নেওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে । এরপর এই ধরনের আন্দোলন করা ঠিক নয় বলেই মনে করছে রাজ্য BJP । সায়ন্তন বসু বলেন, "রাজ্য সরকারের উচিত এই পরীক্ষা যাতে ভালোভাবে হয় তার ব্যবস্থা করা । সেটা তারা করছে না । এমনটা ঠিক নয়। তৃণমূল ছাত্র পরিষদের যে কার্যক্রম ছিল তাতে দেখা গেছে প্রচুর লোকজন রাস্তায় বসে থেকে সেই কার্যক্রম দেখছে । এতে কোরোনার সংক্রমণ বাড়লে তার দায়িত্ব কে নেবে ?"

Sayantan Basu
শেওড়াফুলিতে BJP-র বিক্ষোভ কর্মসূচিতে সায়ন্তন বসু

আরও পড়ুন : মুখ্যমন্ত্রী পড়ুয়াদের কথা ভাবেন না, তাই NEET-JEE-র বিরোধীতা করছেন : কৈলাস

তিনি আরও বলেন, "তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা তো কোরোনা ছড়িয়েছে জায়গায় জায়গায় । তাদের মন্ত্রীদের কোরোনা হয়েছে । তাদের একজন বিধায়ক দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে । ছাত্র-ছাত্রীদের যাতে কোরোনা না হয় তার জন্য রাজ্য সরকারের সচেষ্ট ভূমিকা নেওয়া উচিত । কারণ পরীক্ষাটা রাজ্যে হবে ।"

পাশাপাশি মহরম নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটিকে কার্যকর করা রাজ্য সরকারের দায়িত্ব বলেও মনে করেন তিনি । বলেন, যদি রাজ্য সরকার তা না করে তবে আদালত অবমাননার দায়ে পড়তে হতে পারে ।

Last Updated : Aug 30, 2020, 8:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.