আদিসপ্তগ্রাম (হুগলি), 6 জুন : মানিকতলার ক্লাবে গণপিটুনিতে মৃত ব্যক্তির নাম রতন কর্মকার(60) । বাড়ি হুগলির আদিসপ্তগ্রামের রায়পাড়ায় । এলাকায় সে 'চোরা রতন' নামে পরিচিত ছিল । এ দিকে, বুধবার মানিকতলায় গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার করা হল একজনকে ।
গতকাল ভোট চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল রতন । পরে মানিকতলার একটি ক্লাব থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ । জানা যায়, শিববাড়ি মাঠ বাজার থেকে চোর সন্দেহে তাকে ধরেছিল স্থানীয়রা । তখনই ক্লাবে আটকে চলে বেধড়ক মারধর । অভিযোগ, তাতেই মৃত্যু হয় রতনের।
ক্লাব থেকে উদ্ধার হয় উইকেট, ক্রিকেট ব্যাট, বাঁশ । পুলিশ কুকুর দিয়ে শুরু হয় তল্লাশি । এরপরই আজ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হল ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, চুরির দায়ে বছর তিনেক আগে জেলে গিয়েছিল রতন । বাইরে চুরি করলেও এলাকায় কোনও দিন চুরি করেনি সে । পাশাপাশি, পিটিয়ে মারার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা । 20 দিন আগে রতনের স্ত্রী রীতার মৃত্যু হয় । দুই মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে । বড় মেয়ে দিল্লিতে থাকে । ছোটো মেয়ে অনামিকার বিয়ে হয় চুঁচুড়ার কাপাসডাঙায় । অনামিকাই বাবার দেহ শনাক্ত করেন ।
এই সংক্রান্ত খবর : ক্লাবে ঢুকিয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন কলকাতায়