ETV Bharat / state

জানা গেল মানিকতলায় গণপিটুনিতে নিহতের পরিচয় - hoogly

মানিকতলায় গণপিটুনিতে মৃত ব্যক্তির নাম রতন কর্মকার(60) । তাঁর বাড়ি হুগলির আদিসপ্তগ্রামের রায়পাড়ায় ।

রতন কর্মকার
author img

By

Published : Jun 6, 2019, 6:29 PM IST

Updated : Jun 6, 2019, 7:03 PM IST

আদিসপ্তগ্রাম (হুগলি), 6 জুন : মানিকতলার ক্লাবে গণপিটুনিতে মৃত ব্যক্তির নাম রতন কর্মকার(60) । বাড়ি হুগলির আদিসপ্তগ্রামের রায়পাড়ায় । এলাকায় সে 'চোরা রতন' নামে পরিচিত ছিল । এ দিকে, বুধবার মানিকতলায় গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার করা হল একজনকে ।

গতকাল ভোট চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল রতন । পরে মানিকতলার একটি ক্লাব থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ । জানা যায়, শিববাড়ি মাঠ বাজার থেকে চোর সন্দেহে তাকে ধরেছিল স্থানীয়রা । তখনই ক্লাবে আটকে চলে বেধড়ক মারধর । অভিযোগ, তাতেই মৃত্যু হয় রতনের।

ক্লাব থেকে উদ্ধার হয় উইকেট, ক্রিকেট ব্যাট, বাঁশ । পুলিশ কুকুর দিয়ে শুরু হয় তল্লাশি । এরপরই আজ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হল ।

ভিডিয়োয় শুনুন স্থানীয় বাসিন্দার বক্তব্য

স্থানীয় বাসিন্দাদের দাবি, চুরির দায়ে বছর তিনেক আগে জেলে গিয়েছিল রতন । বাইরে চুরি করলেও এলাকায় কোনও দিন চুরি করেনি সে । পাশাপাশি, পিটিয়ে মারার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা । 20 দিন আগে রতনের স্ত্রী রীতার মৃত্যু হয় । দুই মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে । বড় মেয়ে দিল্লিতে থাকে । ছোটো মেয়ে অনামিকার বিয়ে হয় চুঁচুড়ার কাপাসডাঙায় । অনামিকাই বাবার দেহ শনাক্ত করেন ।

এই সংক্রান্ত খবর : ক্লাবে ঢুকিয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন কলকাতায়

আদিসপ্তগ্রাম (হুগলি), 6 জুন : মানিকতলার ক্লাবে গণপিটুনিতে মৃত ব্যক্তির নাম রতন কর্মকার(60) । বাড়ি হুগলির আদিসপ্তগ্রামের রায়পাড়ায় । এলাকায় সে 'চোরা রতন' নামে পরিচিত ছিল । এ দিকে, বুধবার মানিকতলায় গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার করা হল একজনকে ।

গতকাল ভোট চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল রতন । পরে মানিকতলার একটি ক্লাব থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ । জানা যায়, শিববাড়ি মাঠ বাজার থেকে চোর সন্দেহে তাকে ধরেছিল স্থানীয়রা । তখনই ক্লাবে আটকে চলে বেধড়ক মারধর । অভিযোগ, তাতেই মৃত্যু হয় রতনের।

ক্লাব থেকে উদ্ধার হয় উইকেট, ক্রিকেট ব্যাট, বাঁশ । পুলিশ কুকুর দিয়ে শুরু হয় তল্লাশি । এরপরই আজ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হল ।

ভিডিয়োয় শুনুন স্থানীয় বাসিন্দার বক্তব্য

স্থানীয় বাসিন্দাদের দাবি, চুরির দায়ে বছর তিনেক আগে জেলে গিয়েছিল রতন । বাইরে চুরি করলেও এলাকায় কোনও দিন চুরি করেনি সে । পাশাপাশি, পিটিয়ে মারার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা । 20 দিন আগে রতনের স্ত্রী রীতার মৃত্যু হয় । দুই মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে । বড় মেয়ে দিল্লিতে থাকে । ছোটো মেয়ে অনামিকার বিয়ে হয় চুঁচুড়ার কাপাসডাঙায় । অনামিকাই বাবার দেহ শনাক্ত করেন ।

এই সংক্রান্ত খবর : ক্লাবে ঢুকিয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন কলকাতায়

উলুবেরিয়া, ৬ জুন: উলুবেড়িয়ায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো বিরোধীরা উলুবেড়িয়া- বিজেপি পরিচালিত উলুবেড়িয়া ২ নং ব্লকের খলিশানী গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপ প্রথান দূর্নীতিতে জড়িত এই অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো বিরোধীরা। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি পূর্বতন তৃণমুল পরিচালিত পঞ্চায়েত প্রধানের দূর্নীতি ধরা পড়তেই তাদের বিরুদ্ধে মিথ্যা আভিযোগে করছে বিরোধীরা। সূত্রের খবর গত পঞ্চায়েত নির্বাচনে খলিশানী গ্রাম পঞ্চায়েতের ১৪টি আসনের মধ্যে বিজেপি ৮টি আসন পেয়ে তৃণমূলের হাত থেকে পঞ্চায়েতটি ছিনিয়ে নেয়। পঞ্চায়েত সূত্রে খবর গত মঙ্গলবার পঞ্চায়েতের সাধারন সভা চলাকালীন বিরোধী দলনেত্রী প্রাক্তন পঞ্চায়েত প্রধান বর্ণালী দেড়ে প্রধান মানসী দোলুই ও উপ প্রধান মিন্টু দেড়ের তাদের দূর্নীতির বিরুদ্ধে সরব হয়। প্রধান এবং উপ প্রধান নিয়ম বর্হিভূতভাবে তাদের নিজের এলাকায় কাজ করা ছাড়াও কোনরকম ওয়ার্ক অর্ডার ছাড়াও ঠিকাদারদের কাজ দেওয়ার প্রতিবাদে বিরোধীরা প্রধান ও উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে পরে বিরোধীরা পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেয়। এদিকে মঙ্গলবারের পর বৃহস্পতিবার সকালেও বিরোধীরা প্রধান উপপ্রধানের পদত্যাগের বিরুদ্ধে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনা সর্ম্পকে খলিশানী গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী বর্ণালী দেড়ে অভিযোগ করেন তৃণমুল পরিচালিত পঞ্চায়েতের র্বোড থাকাকালীন নিয়ম মেনে সবকিছু কাজ হলেও নতুন বোর্ড সেইসব নিয়ম না মেনে নিয়ম বর্হিভূতভাবে মোটা অর্থের বিনিময়ে নিজেদের পচ্ছন্দমত ঠিকাদারদের দিয়ে কাজ করাচ্ছে। তার অভিযোগ মঙ্গলবার সাধারন সভায় পঞ্চায়েতের এই দূর্নীতির বিরুদ্ধে আমরা সরব হওয়ার পরেই প্রধান ও উপপ্রধান পঞ্চায়েত অফিসে আসা বন্ধ করে দিয়েছে। যদিও পঞ্চায়েত প্রধান মানসী দোলুই এই অভিযোগ আগে তৃণমুল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগ উঠেছিল। নতুন বোর্ড ক্ষমতায় আসার পর এইসব নিয়ে তদন্ত শুরু করায় বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে। তিনি জানান আমরা সরকারি নিয়ম মেনে সমস্ত কাজ করায় বিরোধীদের অসুবিধা হওয়ায় তারা মিথ্যা নাটক করে পঞ্চায়েতে অশান্তি পাকানোর সৃষ্টি করছে। তিনি জানান ইতিমধ্যে এই বিষয়ে প্রশাসনকে লিখিত আভিযোগ জানানো হয়েছে।
Last Updated : Jun 6, 2019, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.