গুড়াপ, 24 সেপ্টেম্বর : সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি গুড়াপ থানার অন্তর্গত মাঝেরপাড়া এলাকার । নির্যাতিতার কাকিমার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গুড়াপ থানার পুলিশ ।
অভিযোগ, গতকাল দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে, দ্বিতীয় পক্ষের স্ত্রীর নয় বছরের নাবালিকাকে ধর্ষণ করে ওই ব্যক্তি । অভিযুক্ত ব্যক্তি চায়ের দোকানে কাজ করে । আর নাবালিকা ক্লাস থ্রিতে পড়ে ।
প্রথম পক্ষের স্ত্রী চলে যাওয়ার পর আবার বিয়ে করেছিল ওই ব্যক্তি । মেয়েকে রেখে দ্বিতীয় পক্ষের স্ত্রীও চলে যায় । গতকাল ওই নাবালিকার একা থাকার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত । দুপুরে নাবালিকা পরিবারের লোককে কিছু না জানিয়ে তার বান্ধবীদের কাছে জানায় বিষয়টি । এরপর বান্ধবীরাই পরিবারের কাছে পুরো বিষয়টি খুলে বলে । থানায় অভিযোগ জানান নাবালিকার কাকিমা । ঘটনাস্থানে গুড়াপ থানার পুলিশ এসে গ্রেপ্তার করে অভিযুক্তকে ।
নির্যাতিতার কাকিমা বলেন, "আমারা আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম । সেই সুযোগে দুপুরে আমার ভাসুর মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে । সেই কথা গ্রামবাসীকে বলে । সকলে আমার ভাসুরকে নিয়ে যায় পঞ্চায়েতে । থানায় অভিযোগ করতে বলা হয় ।"
ঘটনার পর শুরু হয়েছে তৃণমূল-BJP তরজা । তৃণমূলের অভিযোগ, অভিযুক্ত এলাকার সক্রিয় BJP কর্মী । ঘটনার জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে তৃণমূল । অভিযোগ অস্বীকার করে BJP-র দাবি, তাদের দলের কর্মী নয় ওই ব্যক্তি । তবে সে যে দলেরই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দরকার বলে মনে করছেন দলের নেতা-কর্মীরা ।