শেওড়াফুলি, 10 মার্চ : কয়লাঘাটে পূর্ব রেলের সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ফলে রেলের টিকিট সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায় । মঙ্গলবার সকাল থেকে শেওড়াফুলি, শ্রীরামপুর ও ব্যান্ডেল-সহ সব স্টেশনের রিজার্ভেশান কাউন্টারে লিঙ্ক ফেলিওরের বোর্ড ঝুলিয়ে দেওয়া হয় । যার ফলে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন । কেউ চিকিৎসা করাতে চেন্নাই যাবেন, আবার কেউ বেঙ্গালুরু । টিকিট কাটতে না পেরে বিপাকে পড়েন তাঁরা । স্টেশনে এসে টিকিট না পেয়ে ফিরতে বাধ্য হন ।
আরও পড়ুন :রেলের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিট গঠন লালবাজারের
শেওড়াফুলি স্টেশনে রিজার্ভেশান কাউন্টারে টিকিট কাটতে আসা মহম্মদ মানোয়ার বলেন, "জরুরি কাজে ছাপড়া যাবার প্রয়োজন ছিল । কিন্তু টিকিট কাটতে পারলাম না । লিঙ্ক ফেল বলছে । কবে ঠিক হবে জানিনা । কেউ কিছু বলতেও পারছেন না ।"
সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে কয়লাঘাটে রেলের সার্ভার পুড়ে যায় । ফলে টিকিট বুকিং ব্যবস্থা ব্যহত হয়ে পড়ে । যার প্রভাব পড়ে রেল স্টেশনের রিজার্ভেশান কাউন্টারগুলিতে । বহু মানুষ টিকিট না পেয়ে ফিরে যেতে বাধ্য হন ।