ভদ্রেশ্বর (হুগলি), 13 অক্টোবর : পশ্চিমবঙ্গের পুলিশ শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) হয়ে কাজ করছে ৷ বৃহস্পতিবার এই অভিযোগ করলেন হুগলির সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্য়ায় (BJP MP Locket Chatterjee) ৷ ওই জেলায় এক পুলিশ কর্মীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে গিয়ে সংবর্ধনা নেওয়ার অভিযোগ উঠেছে ৷ সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেন লকেট ৷
তিনি বলেন, ‘‘তৃণমূলের বিজয়া সম্মিলনীতে গিয়ে সংবর্ধনা নিয়ে বুঝিয়ে দিয়েছেন পুলিশ শাসক দলেরই লোক । সাধারণ মানুষের না হয়ে কিছু হলে তৃণমূলের হয়েই তাঁরা কাজ করবেন । বিজেপি ডাকলে আসবে ? আসবে না ।’’
এদিন হুগলির ভদ্রেশ্বর দলের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপির (BJP) এই নেত্রী ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷ পাশাপাশি অন্যান্য ইস্যুতেও তোপ দাগেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ দুর্গা প্রতিমার হাতে তৃণমূলের পতাকা দিয়ে দেওয়া নিয়ে বিতর্ক হয়েছিল ৷ এই নিয়ে বুধবার হুগলিরে গুড়াপে মিছিল করে বিজেপি ৷ বৃহস্পতিবার সেখানে পালটা সভা করছে তৃণমূল ৷ এই নিয়ে লকেট বলেন, ‘‘ওদের লজ্জা থাকলে কান ধরে ক্ষমা চাওয়া উচিত ।’’
এদিকে বাংলায় আইনের শাসন নেই বলে ফের সরব হয়েছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ এর আগে বাংলার রাজ্যপাল হিসেবে তিনি এই কথাগুলি বলতেন ৷ কিন্তু এখন তিনি দেশের উপ-রাষ্ট্রপতি ৷ স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে হইচই পড়েছে ৷ এই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘জগদীপ ধনকরের অনুপস্থিতি অনুভব করি । উনি রাজ্যপাল হিসাবে যেভাবে রাজ্য সরকারের ভুল, শাসক দলের সন্ত্রাস নিয়ে সরব হতেন, নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে যেভাবে তিনি আওয়াজ তুলতেন এবং সেই বিষয় নিয়ে রাজ্যে যেভাবে লড়াই চলত ৷ আজকে উনি দিল্লি চলে গেল ওনার মন পড়ে আছে বাংলায়, যেভাবে বাংলায় সন্ত্রাস হচ্ছে চারিদিকে গন্ডগোল হচ্ছে, সেটা তাঁর নজর এড়ায়নি । আগামিদিনে দিল্লির দরবারে বাংলা নিয়ে বলবেন আশা করব ।’’
সরকারি বিজয়া সম্মিলনী নিয়ে তৃণমূলের অন্দরের টানাপোড়েন নিয়েও কটাক্ষ করেছেন তিনি ৷ মুখ খুলেছেন তৃণমূলের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের (Tapas Chatterjee) ‘অভিমান’ নিয়ে ৷ লকেটের কথায়, ‘‘এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । টাকা পয়সা পাইনি ৷ কেউ কম পেয়েছে, কেউ বেশি পেয়েছে ৷ একজন বিজেপিতে এসেছিল আবার পায়ে ধরে চলে গেছে । যারা এতদিন ছিল, তারা পিছনে চলে গেছে । সামনে পিছনে খেলা চলছে । এই জন্য দুঃখ ।’’
আরও পড়ুন : খাদ্য বিষয়ক সংসদীয় কমিটির মাথায় সুদীপের বদলে লকেট, সমালোচনা তৃণমূলের