ETV Bharat / state

Locket Chatterjee: শাসক তৃণমূলের হয়েই কাজ করছে পুলিশ, কটাক্ষ লকেটের

বৃহস্পতিবার হুগলির ভদ্রেশ্বরে দলের এক কর্মসূচিতে যোগ দেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee) ৷ সেখানে তিনি একাধিক ইস্যুতে তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে ৷ পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন ৷

Locket Chatterjee Alleges Police working for ruling party Trinamool Congress
Locket Chatterjee: শাসক তৃণমূলের হয়েই কাজ করছে পুলিশ, কটাক্ষ লকেটের
author img

By

Published : Oct 13, 2022, 8:27 PM IST

ভদ্রেশ্বর (হুগলি), 13 অক্টোবর : পশ্চিমবঙ্গের পুলিশ শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) হয়ে কাজ করছে ৷ বৃহস্পতিবার এই অভিযোগ করলেন হুগলির সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্য়ায় (BJP MP Locket Chatterjee) ৷ ওই জেলায় এক পুলিশ কর্মীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে গিয়ে সংবর্ধনা নেওয়ার অভিযোগ উঠেছে ৷ সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেন লকেট ৷

তিনি বলেন, ‘‘তৃণমূলের বিজয়া সম্মিলনীতে গিয়ে সংবর্ধনা নিয়ে বুঝিয়ে দিয়েছেন পুলিশ শাসক দলেরই লোক । সাধারণ মানুষের না হয়ে কিছু হলে তৃণমূলের হয়েই তাঁরা কাজ করবেন । বিজেপি ডাকলে আসবে ? আসবে না ।’’

এদিন হুগলির ভদ্রেশ্বর দলের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপির (BJP) এই নেত্রী ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷ পাশাপাশি অন্যান্য ইস্যুতেও তোপ দাগেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ দুর্গা প্রতিমার হাতে তৃণমূলের পতাকা দিয়ে দেওয়া নিয়ে বিতর্ক হয়েছিল ৷ এই নিয়ে বুধবার হুগলিরে গুড়াপে মিছিল করে বিজেপি ৷ বৃহস্পতিবার সেখানে পালটা সভা করছে তৃণমূল ৷ এই নিয়ে লকেট বলেন, ‘‘ওদের লজ্জা থাকলে কান ধরে ক্ষমা চাওয়া উচিত ।’’

শাসক তৃণমূলের হয়েই কাজ করছে পুলিশ, কটাক্ষ লকেটের

এদিকে বাংলায় আইনের শাসন নেই বলে ফের সরব হয়েছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ এর আগে বাংলার রাজ্যপাল হিসেবে তিনি এই কথাগুলি বলতেন ৷ কিন্তু এখন তিনি দেশের উপ-রাষ্ট্রপতি ৷ স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে হইচই পড়েছে ৷ এই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘জগদীপ ধনকরের অনুপস্থিতি অনুভব করি । উনি রাজ্যপাল হিসাবে যেভাবে রাজ্য সরকারের ভুল, শাসক দলের সন্ত্রাস নিয়ে সরব হতেন, নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে যেভাবে তিনি আওয়াজ তুলতেন এবং সেই বিষয় নিয়ে রাজ্যে যেভাবে লড়াই চলত ৷ আজকে উনি দিল্লি চলে গেল ওনার মন পড়ে আছে বাংলায়, যেভাবে বাংলায় সন্ত্রাস হচ্ছে চারিদিকে গন্ডগোল হচ্ছে, সেটা তাঁর নজর এড়ায়নি । আগামিদিনে দিল্লির দরবারে বাংলা নিয়ে বলবেন আশা করব ।’’

সরকারি বিজয়া সম্মিলনী নিয়ে তৃণমূলের অন্দরের টানাপোড়েন নিয়েও কটাক্ষ করেছেন তিনি ৷ মুখ খুলেছেন তৃণমূলের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের (Tapas Chatterjee) ‘অভিমান’ নিয়ে ৷ লকেটের কথায়, ‘‘এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । টাকা পয়সা পাইনি ৷ কেউ কম পেয়েছে, কেউ বেশি পেয়েছে ৷ একজন বিজেপিতে এসেছিল আবার পায়ে ধরে চলে গেছে । যারা এতদিন ছিল, তারা পিছনে চলে গেছে । সামনে পিছনে খেলা চলছে । এই জন্য দুঃখ ।’’

আরও পড়ুন : খাদ্য বিষয়ক সংসদীয় কমিটির মাথায় সুদীপের বদলে লকেট, সমালোচনা তৃণমূলের

ভদ্রেশ্বর (হুগলি), 13 অক্টোবর : পশ্চিমবঙ্গের পুলিশ শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) হয়ে কাজ করছে ৷ বৃহস্পতিবার এই অভিযোগ করলেন হুগলির সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্য়ায় (BJP MP Locket Chatterjee) ৷ ওই জেলায় এক পুলিশ কর্মীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে গিয়ে সংবর্ধনা নেওয়ার অভিযোগ উঠেছে ৷ সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেন লকেট ৷

তিনি বলেন, ‘‘তৃণমূলের বিজয়া সম্মিলনীতে গিয়ে সংবর্ধনা নিয়ে বুঝিয়ে দিয়েছেন পুলিশ শাসক দলেরই লোক । সাধারণ মানুষের না হয়ে কিছু হলে তৃণমূলের হয়েই তাঁরা কাজ করবেন । বিজেপি ডাকলে আসবে ? আসবে না ।’’

এদিন হুগলির ভদ্রেশ্বর দলের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপির (BJP) এই নেত্রী ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷ পাশাপাশি অন্যান্য ইস্যুতেও তোপ দাগেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ দুর্গা প্রতিমার হাতে তৃণমূলের পতাকা দিয়ে দেওয়া নিয়ে বিতর্ক হয়েছিল ৷ এই নিয়ে বুধবার হুগলিরে গুড়াপে মিছিল করে বিজেপি ৷ বৃহস্পতিবার সেখানে পালটা সভা করছে তৃণমূল ৷ এই নিয়ে লকেট বলেন, ‘‘ওদের লজ্জা থাকলে কান ধরে ক্ষমা চাওয়া উচিত ।’’

শাসক তৃণমূলের হয়েই কাজ করছে পুলিশ, কটাক্ষ লকেটের

এদিকে বাংলায় আইনের শাসন নেই বলে ফের সরব হয়েছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ এর আগে বাংলার রাজ্যপাল হিসেবে তিনি এই কথাগুলি বলতেন ৷ কিন্তু এখন তিনি দেশের উপ-রাষ্ট্রপতি ৷ স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে হইচই পড়েছে ৷ এই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘জগদীপ ধনকরের অনুপস্থিতি অনুভব করি । উনি রাজ্যপাল হিসাবে যেভাবে রাজ্য সরকারের ভুল, শাসক দলের সন্ত্রাস নিয়ে সরব হতেন, নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে যেভাবে তিনি আওয়াজ তুলতেন এবং সেই বিষয় নিয়ে রাজ্যে যেভাবে লড়াই চলত ৷ আজকে উনি দিল্লি চলে গেল ওনার মন পড়ে আছে বাংলায়, যেভাবে বাংলায় সন্ত্রাস হচ্ছে চারিদিকে গন্ডগোল হচ্ছে, সেটা তাঁর নজর এড়ায়নি । আগামিদিনে দিল্লির দরবারে বাংলা নিয়ে বলবেন আশা করব ।’’

সরকারি বিজয়া সম্মিলনী নিয়ে তৃণমূলের অন্দরের টানাপোড়েন নিয়েও কটাক্ষ করেছেন তিনি ৷ মুখ খুলেছেন তৃণমূলের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের (Tapas Chatterjee) ‘অভিমান’ নিয়ে ৷ লকেটের কথায়, ‘‘এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । টাকা পয়সা পাইনি ৷ কেউ কম পেয়েছে, কেউ বেশি পেয়েছে ৷ একজন বিজেপিতে এসেছিল আবার পায়ে ধরে চলে গেছে । যারা এতদিন ছিল, তারা পিছনে চলে গেছে । সামনে পিছনে খেলা চলছে । এই জন্য দুঃখ ।’’

আরও পড়ুন : খাদ্য বিষয়ক সংসদীয় কমিটির মাথায় সুদীপের বদলে লকেট, সমালোচনা তৃণমূলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.