ব্যান্ডেল , 8 এপ্রিল : কোরোনা আক্রান্ত-মৃত্যু সংখ্যা ক্রমেই বাড়ছে । লকডাউন তুলে নিলে সেই সংখ্যা আরও বাড়বে । তাই ব্যান্ডেলের এক কোলাজ শিল্পী তাঁর ছবির মাধ্যমে লকডাউন বাড়ানোর আর্জি জানিয়েছেন সরকারের কাছে ।
ব্যান্ডেলের কোলাজ শিল্পী তপন সাহা ৷ রঙিন কাগজের কোলাজ করে তিনি বিভিন্ন মূর্তি গড়ে তোলেন ৷ তাঁর পেশার ট্যাগলাইন হল রঙ ছাড়া রঙিন ছবি ৷ তিনি এবার তাঁর এই শিল্পী সত্তাকে কাজে লাগিয়েই পৃথিবীর সুস্থতা কামনা করলেন ৷ তাঁর মতে , মানুষের সুস্থতার জন্য লকডাউন বাড়ানো প্রয়োজন ৷ সেই বার্তা তিনি তাঁর শিল্পের ছোঁয়ায় ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন ৷ খবরের কাগজের টুকরো ও রঙবেরঙের কাগজ দিয়ে একাধিক হাতের কোলাজ করে গাছের আকার দেওয়া হয়েছে ৷ এর মাধ্যমে হাতে হাত রেখে একসঙ্গে লড়াই করে লকডাউন পালনের আহ্বান জানিয়েছেন । ছবিতে কোরোনা ভাইরাসকে চোখের আকার দেওয়া হয়েছে । তার পাশে রয়েছে সবুজ পাতা ৷ পুরো ছবিটির মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন , হাতে হাত মিলিয়ে আমরা যদি কোরোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউন পালন করি তাহলে আগামীকালের পৃথিবী সবুজ হয়ে উঠবে ৷ সেখানে আর কোনও অন্ধকার থাকবে না ৷ তাই এই পরিস্থিতিতে একমাত্র লক্ষ্য ভারতে এই লকডাউন জারি থাকুক ৷ তবেই সুস্থ ও সুন্দর হয়ে উঠবে এই পৃথিবী ৷ এই বার্তাই তিনি তাঁর ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন ।
শিল্পী তপন সাহা বলেন , "আমরা প্রত্যেকেই এই মারণ ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে চাই । তাই হাতে হাত রেখে লড়াই করছি এতদিন । শুধুমাত্র ঘরে থেকেই প্রতিনিয়ত লড়াই করছি । আর বেঁচে থাকার স্বার্থেই এই লড়াই চালিয়ে যেতে হবে আমাদের । অ্যামেরিকা , ইট্যালি ও চিনকে দেখে যদি এই মুহূর্তে শিখতে না পারি । তাহলে আগামী দিনে আমাদের যে কাজকর্ম , যার জন্য আমাদের বেঁচে থাকা এবং নতুন সমাজকে অন্য স্তরে নিয়ে যাওয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়া সেই সবকিছু থেকে হেরে যেতে হবে আমাদের । প্রশাসনের কাছে আমার আন্তরিক অনুরোধ এতদিন ধরে যে কষ্টটা আমরা ঘরে বসে করছি , এই কষ্টটা বৃথা হয়ে যাবে যদি মাঝে একটি ঘণ্টাও লকডাউন তুলে দেওয়া হয় । প্রশাসনের কাছে আমার করজোড়ে অনুরোধ লকডাউন তুলবেন না । এই মারণ ভাইরাসের থেকে জয়ী হতে চাই আমরা । এই মারণ ভাইরাসের থেকে মুক্ত হয়ে নতুন পৃথিবী উপহার দিতে চাই নতুন প্রজন্মকে ।"
এর আগেও তপনবাবু 21 দিনের লকডাউনকে সমর্থন জানিয়ে মানুষের কাছে বার্তা দিয়েছিলেন । এবার সরকারের কাছে আবেদন , এই মহামারী থেকে মুক্ত হতে লকডাউন বহাল রাখা হোক । তিনিও জানেন , মানুষের কঠিন সমস্যা ৷ কিন্তু তা সত্ত্বেও হাতে হাতে রেখে এই লড়াই করে যেতে হবে আমাদের ।