বাঁশবেড়িয়া, 18 ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরীর অনুমতি দিতে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল বাঁশবেড়িয়ার 2 নম্বর তৃণমূল ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ও কাউন্সিলরের বিরুদ্ধে ৷ এর প্রতিবাদে ব্যানার ছাপিয়ে ও ফেসবুকে লাইভ করে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ বাঁশবেড়িয়া ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সন্দীপ পান্ডের ।
সন্দীপের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির অনুমতি পেতে 15 হাজার টাকা কাটমানি দিতে হয় ওই ওয়ার্ড কমিটির সম্পাদক সঞ্জয় দত্তকে, স্থানীয় তৃণমূল নেতা উৎপল কুমার ও কাউন্সিলর সুমিতা কুমারকে ৷ তিনি জানান যে, সাড়ে তিন লাখের বাড়ি তাঁর নামে বরাদ্দ হওয়ার পরেই 15 হাজার টাকা চান সঞ্জয় দত্ত ও বলেন যে, টাকা না দিলে বাকি কাজ এগোবেই না ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন কাটমানি ফেরতের কথা তখন বলেন ফেরত দেওয়া হবে। কিন্তু প্রতিবাদ করতেই আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়। এখন সেই টাকা চেয়েই পথে নেমেছি ৷ " এলাকার আরও অনেকেই কাটমানির শিকার হয়েছেন এবং সন্দীপকে দেখে তাঁরাও প্রতিবাদের সাহস পাবেন বলে বক্তব্য তাঁর ৷
এই প্রসঙ্গে সঞ্জয় দত্ত বলেন, "এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।এই কথা বলে আমাকে ও কাউন্সিলরকে অপদস্থ করতে চাইছে ঐ যুবক । সন্দীপ মানসিক ভাবে অসুস্থ। কখন কী বলে নিজেই জানেন না ৷"
তৃণমূল কাউন্সিলর সুমিতা কুমার বলেন, "কাটমানি 6-8 মাস আগেই হয়েছিল ৷ এতদিন কি সন্দীপ ঘুমাচ্ছিল ? আর ও পৌর আইন না মেনে বাড়িয়ে ছাদ করছে বাড়িতে । তাই আমি ওর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিতে চেয়ারপার্সনকে লিখিত অভিযোগ দিয়েছি ৷ সঞ্জয়বাবুর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তা প্রমাণ না করতে পারলে আইনি চিঠি ধরানো হবে সন্দীপ পাণ্ডেকে ৷"