পাণ্ডুয়া, 5 ফেব্রুয়ারি: পঞ্চায়েতে তালা দিয়ে রাস্তা অবরোধ হুগলির খন্যানে। রাস্তা সারাইয়ের দাবিতে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের৷
শুক্রবার দুপুরে পান্ডুয়ার খন্যান চৌমাথায় পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা৷ তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই খন্যান থেকে মাকাণ্ডী পর্যন্ত জিটি রোডের প্রায় 4 কিলোমিটার অংশের বেহাল দশা। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। তাই একপ্রকার বাধ্য হয়েই এদিন পথ অবরোধের সিদ্ধান্ত নেন স্থানীয়রা৷
শুক্রবার ভোট বয়কটের পোস্টার হাতে রাস্তায় নামেন গ্রামবাসী৷ অবরোধ তুলতে ঘটনাস্থলে যায় পাণ্ডুয়া থানার পুলিশ। তাদের সামনেই দ্রুত রাস্তা সারানোর দাবিতে সরব হন অবরোধকারীরা৷ অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়।
আরও পড়ুন: বিজেপির প্রতি বঞ্চনার অভিযোগে হেমতাবাদে পথ অবরোধ
পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী চম্পা হাজরা এই প্রসঙ্গে জানিয়েছেন, রাস্তায় সারানোর দাবির কথা জেলা পরিষদে জানানো হয়েছে। দ্রুত পদক্ষেপ করা হবে৷