ETV Bharat / state

CID পরিচয় দিয়ে চাকরির টোপ, গ্রেপ্তার 2 - CID

হুগলির গোঘাটে ভবানী ভবনে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা । CID পরিচয় দেওয়া দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।

h
ছবি
author img

By

Published : Jan 19, 2020, 5:50 PM IST

গোঘাট (হুগলি), 19 জানুয়ারি : CID পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই যুবক ৷ ভবানী ভবনে ASI পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করে তারা ৷ ঘটনাটি হুগলির গোঘাটের ৷

ধৃতদের নাম শেখ নুরুদ্দিন ওরফে রাহুল এবং শেখ রেজ়াউল ৷ রাহুলের বাড়ি পুরশুড়ার জশার গ্রামে ৷ আর রেজ়াউলের বাড়ি আরামবাগে ।

প্রতারিত যুবকের নাম ত্রিদিব কর্মকার ৷ বাড়ি গোঘাটের রাধাবল্লভপুর গ্রামে । ত্রিদিববাবুর অভিযোগ, গ্রামেরই যুবক শেখ বাদশা খানের মারফত নুরুদ্দিন ও রেজ়াউলের সঙ্গে পরিচয় হয় । তারা দু'জনে নিজেদের CID অফিসার বলে পরিচয় দেয় ৷ তাঁকে প্রতিশ্রুতি দেয়, অফিসারের কোটায় ASI পদে CID-র মুখ্য কার্যলয় ভবানী ভবনে চাকরি পাইয়ে দেবে । তার জন্য কয়েক দফায় ত্রিদিবের কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেয় তারা । এরপরও চাকরি না হওয়ায় ত্রিদিববাবু বুঝতে পারেন বিষয়টি ভুয়ো ও তিনি প্রতারণার শিকার । গোঘাট থানার দ্বারস্থ হন ত্রিদিব এবং তাঁর পরিবার ।

তাঁদের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ । ধৃতদের রবিবার আরামবাগ মুহুকুমা আদালতে তোলা হয় ।

গোঘাট (হুগলি), 19 জানুয়ারি : CID পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই যুবক ৷ ভবানী ভবনে ASI পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করে তারা ৷ ঘটনাটি হুগলির গোঘাটের ৷

ধৃতদের নাম শেখ নুরুদ্দিন ওরফে রাহুল এবং শেখ রেজ়াউল ৷ রাহুলের বাড়ি পুরশুড়ার জশার গ্রামে ৷ আর রেজ়াউলের বাড়ি আরামবাগে ।

প্রতারিত যুবকের নাম ত্রিদিব কর্মকার ৷ বাড়ি গোঘাটের রাধাবল্লভপুর গ্রামে । ত্রিদিববাবুর অভিযোগ, গ্রামেরই যুবক শেখ বাদশা খানের মারফত নুরুদ্দিন ও রেজ়াউলের সঙ্গে পরিচয় হয় । তারা দু'জনে নিজেদের CID অফিসার বলে পরিচয় দেয় ৷ তাঁকে প্রতিশ্রুতি দেয়, অফিসারের কোটায় ASI পদে CID-র মুখ্য কার্যলয় ভবানী ভবনে চাকরি পাইয়ে দেবে । তার জন্য কয়েক দফায় ত্রিদিবের কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেয় তারা । এরপরও চাকরি না হওয়ায় ত্রিদিববাবু বুঝতে পারেন বিষয়টি ভুয়ো ও তিনি প্রতারণার শিকার । গোঘাট থানার দ্বারস্থ হন ত্রিদিব এবং তাঁর পরিবার ।

তাঁদের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ । ধৃতদের রবিবার আরামবাগ মুহুকুমা আদালতে তোলা হয় ।

Intro:nullBody:হুগলীর গোঘাটে ভুয়ো CID পরিচয় দিয়ে ভবানী ভবনে ASI পদে চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ গ্রেপ্তার দুই যুবক।পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সেখ নুরুদ্দিন ওরফে রাহুল, বাড়ি পুরশুড়ার জশার গ্রামে এবং অপর ধৃত যুবকের নাম সেখ রেজাউল,বাড়ি আরামবাগে। প্রতারিত যুবকের নাম ত্রিদিব কর্মকার বাড়ি গোঘাটের রাধাবল্লভপুর গ্রামে।
প্রতারিত যুবক ত্রিদিব কর্মকারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে দুই যুবক কে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ।ধৃত দের রবিবার আরামবাগ মুহুকুমা আদালতে তোলা হয়।

ত্রিদিবের অভিযোগ গ্রামেরই এক যুবক সেখ বাদশা খানের মারফত নুরুদ্দিন ও রেজাউলের সাথে পরিচয় হয়। এরা দুজনেই সি আই ডি অফিসারের পরিচয় দেয়। এর পরে প্রতিশ্রুতি দেয় যে অফিসারের কোটায় এ এস আই পদে সি আই ডি এর হেড অফিস ভবানী ভবনে চাকরি করে দেবেন। তার বিনিময়ে কয়েক দফায় এই দুই প্রতারকরা ত্রিদিবের কাছ থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিন্তু কিছুই না হওয়ায় তারা বুঝতে পারেন বিষয় টি ভুয়ো ও তিনি প্রতারনার শিকার। গোঘাট থানার দ্বারস্থ হন ত্রিদিব এবং তার পরিবার।

wb_hgl_01_goghat_arrest_copi_10007

B_1_ত্রিদিব কর্মকার (প্রতারিত যুবকConclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.