ETV Bharat / state

Bhadreshwar Girl In International Circuit : জাতীয় স্তরে স্বর্ণপদক জিতে গন্তব্য রাশিয়া, পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা ভদ্রেশ্বরের জাহ্নবী - Jahnvi To Participate International Competition In Russia Next Year

আন্তর্জাতিক স্তরে ক্যারাটে প্রতিযোগীতায় দেশের প্রতিনিধিত্ব করতে জাহ্নবী আগামী বছর পাড়ি দিতে চলেছেন রাশিয়া (Jahnvi To Participate International Competition In Russia Next Year) ৷ প্রথমবার জাতীয় স্তরের খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তিনি।

Bhadreshwar Girl In International Circuit
জাতীয় স্তরে স্বর্ণপদক জিতে গন্তব্য রাশিয়া, পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা ভদ্রেশ্বরের মেয়ের কীর্তি
author img

By

Published : Dec 2, 2021, 6:31 PM IST

ভদ্রেশ্বর, 2 ডিসেম্বর : আত্মরক্ষার প্রশ্নে প্রত্যেক মেয়েরই উচিৎ ক্যারাটে শেখা ৷ ক্যারাটে না শিখলেও স্বাবলম্বী হতে ক্যারাটে বেসিক কিছু জিনিস অন্তত জেনে রাখা উচিৎ ৷ বাচিক শিল্পী জাহ্নবী এই ভাবনায় ভাবিত হয়েই নাম লিখিয়েছেন ক্যারাটে প্রশিক্ষণে ৷ আর এই ভাবনাই বদলে দেয় জাহ্নবীর জীবনের অভিমুখ ৷ প্রথমে রাজ্যস্তর পরে জাতীয় স্তরে একের পর এক পদক জিতে ইয়েলো বেল্ট জাহ্নবীর এবার বিদেশে পাড়ি দেওয়ার পালা ৷

আন্তর্জাতিক স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে জাহ্নবী আগামী বছর পাড়ি দিতে চলেছেন রাশিয়া (Jahnvi To Participate International Competition In Russia Next Year) ৷ গ্যাংটকে প্রথমবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তিনি। তবে কেবল জাহ্নবীই নন, বাংলা থেকে পারমিতা দত্ত রায় ও প্রিয়াঙ্কা মুর্মুরাও যোগ দিচ্ছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৷

পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা ভদ্রেশ্বরের মেয়ের কীর্তি

বৈবাহিক সূত্রে বোলপুরে বাচিক শিল্পী হিসাবে কাজ শুরু করেছিলেন। এরপর এক অনুষ্ঠানে প্রশিক্ষক কৌশভ সান্যালের সঙ্গে আলাপ হয় জাহ্নবীর। তিনদিনের একটি প্রশিক্ষণ শিবির থেকে জাহ্নবীর ক্যারাটে যাত্রা শুরু। বাকিটা ইতিহাস ৷

জাহ্নবীর জীবন ছিল আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই। স্বামী ও মেয়ে নিয়ে বেশ সংসার করছিলেন। কিন্তু বিবাহ-বিচ্ছেদ বদলে দিয়েছিল সবকিছু। মেয়েকে নিয়ে একাকী সমাজে লড়াই করে বেঁচে থাকার ভাবনা শুরু হয় জাহ্নবীর। আর ক্যারাটেই শেষ অবধি পথ চেনাল তাঁকে ৷ ভদ্রেশ্বরের সাধারণ মেয়ের অসাধারণ কীর্তি অনুপ্রাণিত করতেই পারে পরবর্তী প্রজন্মকে ৷

ভদ্রেশ্বর, 2 ডিসেম্বর : আত্মরক্ষার প্রশ্নে প্রত্যেক মেয়েরই উচিৎ ক্যারাটে শেখা ৷ ক্যারাটে না শিখলেও স্বাবলম্বী হতে ক্যারাটে বেসিক কিছু জিনিস অন্তত জেনে রাখা উচিৎ ৷ বাচিক শিল্পী জাহ্নবী এই ভাবনায় ভাবিত হয়েই নাম লিখিয়েছেন ক্যারাটে প্রশিক্ষণে ৷ আর এই ভাবনাই বদলে দেয় জাহ্নবীর জীবনের অভিমুখ ৷ প্রথমে রাজ্যস্তর পরে জাতীয় স্তরে একের পর এক পদক জিতে ইয়েলো বেল্ট জাহ্নবীর এবার বিদেশে পাড়ি দেওয়ার পালা ৷

আন্তর্জাতিক স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে জাহ্নবী আগামী বছর পাড়ি দিতে চলেছেন রাশিয়া (Jahnvi To Participate International Competition In Russia Next Year) ৷ গ্যাংটকে প্রথমবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তিনি। তবে কেবল জাহ্নবীই নন, বাংলা থেকে পারমিতা দত্ত রায় ও প্রিয়াঙ্কা মুর্মুরাও যোগ দিচ্ছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৷

পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা ভদ্রেশ্বরের মেয়ের কীর্তি

বৈবাহিক সূত্রে বোলপুরে বাচিক শিল্পী হিসাবে কাজ শুরু করেছিলেন। এরপর এক অনুষ্ঠানে প্রশিক্ষক কৌশভ সান্যালের সঙ্গে আলাপ হয় জাহ্নবীর। তিনদিনের একটি প্রশিক্ষণ শিবির থেকে জাহ্নবীর ক্যারাটে যাত্রা শুরু। বাকিটা ইতিহাস ৷

জাহ্নবীর জীবন ছিল আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই। স্বামী ও মেয়ে নিয়ে বেশ সংসার করছিলেন। কিন্তু বিবাহ-বিচ্ছেদ বদলে দিয়েছিল সবকিছু। মেয়েকে নিয়ে একাকী সমাজে লড়াই করে বেঁচে থাকার ভাবনা শুরু হয় জাহ্নবীর। আর ক্যারাটেই শেষ অবধি পথ চেনাল তাঁকে ৷ ভদ্রেশ্বরের সাধারণ মেয়ের অসাধারণ কীর্তি অনুপ্রাণিত করতেই পারে পরবর্তী প্রজন্মকে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.