ETV Bharat / state

ISC-তে তৃতীয় হুগলির প্রগতি ভবিষ্যতে অর্থনীতিবিদ হতে চায় - economist

দেশের জন্য কিছু করতে চায় ISC -তে তৃতীয় স্থানাধিকারী হুগলির প্রগতি শর্মা । বাড়ি রিষড়ার রবীন্দ্র সরণিতে । 99.5 শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে সে ।

মা ও বাবার সঙ্গে প্রগতি
author img

By

Published : May 8, 2019, 2:40 PM IST

রিষড়া, 8 মে : "দেশের জন্য কিছু করতে চাই ।" বলল ISC-তে দেশে সম্ভাব্য তৃতীয় ও রাজ্যে দ্বিতীয় স্থান অধিকারী হুগলির প্রগতি শর্মা । লরেটো হাউজ় স্কুল থেকে 99.5 শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে সে । বাড়ি রিষড়ার রবীন্দ্র সরণিতে । প্রগতির এই সাফল্যে খুশি পরিবারের সকলেই ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল ISC-র ফল প্রকাশিত হয় । 100 শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে যুগ্মভাবে প্রথম হয় কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজের ছাত্র দেবং কুমার আগরওয়াল ও বেঙ্গালুরুর বিভা স্বামীনাথন । প্রগতি ইকনমিক্স, কমার্স ও অ্যাকাউন্টেন্সিতে ১০০ পেয়েছে এবং ইংরেজিতে 98, হিন্দিতে 93 ও অঙ্কে 97 পেয়েছে ।

প্রগতি বলেছে, "ইকনমিক্স আমার পছন্দের বিষয় । ওটা নিয়েই এগোনোর ইচ্ছে আছে । আমি দেশের জন্য কিছু করতে চাই । তাই ভবিষ্যতে অর্থমন্ত্রকে কাজ করার ইচ্ছে আছে । পড়াশোনার পাশাপাশি গান গাইতে ও কবিতা লিখতে ভালো লাগে ।"

রিষড়া, 8 মে : "দেশের জন্য কিছু করতে চাই ।" বলল ISC-তে দেশে সম্ভাব্য তৃতীয় ও রাজ্যে দ্বিতীয় স্থান অধিকারী হুগলির প্রগতি শর্মা । লরেটো হাউজ় স্কুল থেকে 99.5 শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে সে । বাড়ি রিষড়ার রবীন্দ্র সরণিতে । প্রগতির এই সাফল্যে খুশি পরিবারের সকলেই ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল ISC-র ফল প্রকাশিত হয় । 100 শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে যুগ্মভাবে প্রথম হয় কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজের ছাত্র দেবং কুমার আগরওয়াল ও বেঙ্গালুরুর বিভা স্বামীনাথন । প্রগতি ইকনমিক্স, কমার্স ও অ্যাকাউন্টেন্সিতে ১০০ পেয়েছে এবং ইংরেজিতে 98, হিন্দিতে 93 ও অঙ্কে 97 পেয়েছে ।

প্রগতি বলেছে, "ইকনমিক্স আমার পছন্দের বিষয় । ওটা নিয়েই এগোনোর ইচ্ছে আছে । আমি দেশের জন্য কিছু করতে চাই । তাই ভবিষ্যতে অর্থমন্ত্রকে কাজ করার ইচ্ছে আছে । পড়াশোনার পাশাপাশি গান গাইতে ও কবিতা লিখতে ভালো লাগে ।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.