তারকেশ্বর, 24 এপ্রিল : লকডাউনের মধ্যেই শুরু হয়েছে 100 দিনের কাজ । দ্বিতীয় দফার লকডাউন চালু হওয়ার পর গত 20 তারিখ থেকে বেশ কয়েকটি পরিষেবাকে লকডাউনের আওতার বাইরে রেখেছে কেন্দ্র । তার মধ্যে রয়েছে 100 দিনের কাজ । তবে লকডাউন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই করতে হবে কাজ । সে কারণেই অভিনব পদ্ধতি অবলম্বন করে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০০ দিনের কাজ চালু করলো তারকেশ্বরের আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েত ।
8 থেকে 10 ফুট দূরত্ব ছাড়া ছাড়া এক একটি করে বাঁশের খুঁটি বসানো হয়েছে । খুঁটির মাথায় লাগলো হয়েছে লোহার গোল রিং । এবার একের পর এক জন ঝুড়ি করে মাটি এনে সেই খুঁটির উপর রাখছে, অপর আর এক জন দূরত্ব বজায় রেখে সেই ঝুড়ি নিয়ে গিয়ে ওপর খুঁটি তে রাখছে । এই ভাবেই পর্যায়ক্রমে চলছে পুকুরে মাটি কাটার কাজ ।
আস্তারা দত্তপুর পঞ্চায়েত প্রধান আনন্দ মোহন ঘোষ বলেন, " সরকারি নির্দেশিকা পাবার পর লকডাউন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই পদ্ধতি অবলম্বন করে আমরা 100 দিনের কাজ চালু করেছি গরিব মানুষ গুলোর কথা চিন্তা করে।
ব্লক আধিকারিক এবং পঞ্চায়েত প্রতিনিধি দের সঙ্গে আলোচনা করে কাজের এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।তবে লকডাউন সমস্ত কাজ বন্ধ থাকায় অসুবিধায় পড়েছিলেন দিন আনা দিন খাওয়া মানুষ গুলি পুনরায় সরকারি প্রকল্পে 100 দিনের কাজ চালু হওয়ায় আর্থিক সংকট ঘুচবে বলে আশা করছেন এলাকার সাধারণ মানুষ। "