ETV Bharat / state

কোরোনামুক্ত নার্স, ফিরতেই ফুল দিয়ে সংবর্ধনা প্রতিবেশীদের

ব্যান্ডেলের এক স্বাস্থ্যকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । গতকাল তিনি যখন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তখন ফুল, মিষ্টি, হাততালি দিয়ে তাঁকে উষ্ণ অভর্থনায় ভরিয়ে দিল প্রতিবেশীরা ।

ছবি
ছবি
author img

By

Published : May 15, 2020, 10:26 AM IST


ব্যান্ডেল, 15 মে : কোরোনা জয় করে বাড়ি ফিরলেন নার্স ৷ ফুল, হাততালি দিয়ে সংবর্ধনা দেওয়া হল তাঁকে । উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিলেন প্রতিবেশীরা ।

ঘটনাটি 26 শে এপ্রিলের । রাতে হাসপাতালে রোগীদের চিকিৎসা চলাকালীন ওই নার্স জ্বর অনুভব করেন ।তারপরই চিকিৎসকের পরামর্শে তাঁর নমুনা পরীক্ষা করা হলে কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে । এরপর 30 এপ্রিল তাঁকে রাজারহাট নিউটাউনের একটি COVID হাসপাতালে ভরতি করা হয় । গতকাল তিনি সম্পুর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন । এরপরই তাঁর প্রতিবেশীরা ফুল, মিষ্টি , ও হাততালি দিয়ে অভিবাদন জানায় । COVID-19 আক্রান্তদের সেবা করে সারিয়ে তুলছিলেন ওই নার্স এবং তাঁর সহকর্মীরা । কিন্তু এর মধ্যেই মারণ ভাইরাস ঢুকে পড়ে ওই নার্সের শরীরে । ফলে বাকি সাধারণ জনগণের মতো তিনিও আক্রান্ত হয়েছিলেন কোরোনায় । কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরতেই যেভাবে প্রতিবেশীরা তাঁর পাশে এসে দাঁড়িয়েছে তাতে আপ্লুত তিনি । তবে, একথাও তিনি জানিয়েছেন খুব শীঘ্রই কাজে যোগ দিতে চান তিনি ।

সঞ্চিতা বলেন, " প্রথমে হাসপাতালেই আমার কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । এরপর সেখানে থেকে অন্য হাসপাতালে যাই চিকিৎসা করাতে । 13 দিন পর আমার রিপোর্ট নেগেটিভ আসে । বাড়ি ফিরে এসে আমি 7 দিন হোম কোয়ারানটিনে থাকার পর কাজে যোগ দেব । তবে আমি ভাবতে পারিনি যে আমাকে এভাবে অভ্যর্থনা জানাবেন আমার প্রতিবেশীরা । কোরোনা নিয়ে অযথা আতঙ্কিত হবার কিছু নেই । রাজ্য সরকার যেভাবে COVID হাসপাতালগুলোতে পরিকাঠামো তৈরি করেছে । সেখানে পরিষেবা খুবই ভালো । চিকিৎসকরাও খুবই ভালো ।"


ব্যান্ডেল, 15 মে : কোরোনা জয় করে বাড়ি ফিরলেন নার্স ৷ ফুল, হাততালি দিয়ে সংবর্ধনা দেওয়া হল তাঁকে । উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিলেন প্রতিবেশীরা ।

ঘটনাটি 26 শে এপ্রিলের । রাতে হাসপাতালে রোগীদের চিকিৎসা চলাকালীন ওই নার্স জ্বর অনুভব করেন ।তারপরই চিকিৎসকের পরামর্শে তাঁর নমুনা পরীক্ষা করা হলে কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে । এরপর 30 এপ্রিল তাঁকে রাজারহাট নিউটাউনের একটি COVID হাসপাতালে ভরতি করা হয় । গতকাল তিনি সম্পুর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন । এরপরই তাঁর প্রতিবেশীরা ফুল, মিষ্টি , ও হাততালি দিয়ে অভিবাদন জানায় । COVID-19 আক্রান্তদের সেবা করে সারিয়ে তুলছিলেন ওই নার্স এবং তাঁর সহকর্মীরা । কিন্তু এর মধ্যেই মারণ ভাইরাস ঢুকে পড়ে ওই নার্সের শরীরে । ফলে বাকি সাধারণ জনগণের মতো তিনিও আক্রান্ত হয়েছিলেন কোরোনায় । কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরতেই যেভাবে প্রতিবেশীরা তাঁর পাশে এসে দাঁড়িয়েছে তাতে আপ্লুত তিনি । তবে, একথাও তিনি জানিয়েছেন খুব শীঘ্রই কাজে যোগ দিতে চান তিনি ।

সঞ্চিতা বলেন, " প্রথমে হাসপাতালেই আমার কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । এরপর সেখানে থেকে অন্য হাসপাতালে যাই চিকিৎসা করাতে । 13 দিন পর আমার রিপোর্ট নেগেটিভ আসে । বাড়ি ফিরে এসে আমি 7 দিন হোম কোয়ারানটিনে থাকার পর কাজে যোগ দেব । তবে আমি ভাবতে পারিনি যে আমাকে এভাবে অভ্যর্থনা জানাবেন আমার প্রতিবেশীরা । কোরোনা নিয়ে অযথা আতঙ্কিত হবার কিছু নেই । রাজ্য সরকার যেভাবে COVID হাসপাতালগুলোতে পরিকাঠামো তৈরি করেছে । সেখানে পরিষেবা খুবই ভালো । চিকিৎসকরাও খুবই ভালো ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.