ETV Bharat / state

চন্দননগরে গোষ্ঠী সংঘর্ষ, ব্যাপক বোমাবাজি - লকডাউনের মাঝেই গোষ্ঠী সংঘর্ষ

ব্যাপক বোমাবাজি ভদ্রেশ্বর ও চন্দননগরে । পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ।

Group clash at Chandannagar, police at spot
Group clash at Chandannagar, police at spot
author img

By

Published : May 12, 2020, 2:33 PM IST

Updated : May 12, 2020, 9:48 PM IST

চন্দননগর (হুগলি), 12 মে : ব্যাপক বোমাবাজি ভদ্রেশ্বর ও চন্দননগরে । তিনদিন ধরে লাগাম ছাড়া গোষ্ঠী সংঘর্ষ ছড়াচ্ছে । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । কোরোনা মোকাবিলায় ব্যারিকেট দেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত । দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়ায় । ঘটনাস্থানে চন্দননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ।

তিন ধরে অব্যাহত গোষ্ঠী সংঘর্ষ । রবিবার ভদ্রেশ্বর তেলিনিপাড়ায় ইট-পাটকেল ছোড়া শুরু হয় । গাড়ি-বাড়ি-দোকান ভাঙচুর ও আগুন দেওয়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী । কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়া হয় । গতকাল, সোমবার এলাকা শান্ত করতে চলে রুট মার্চ ও পুলিশ পিকেটিং ।

কিন্তু তাতে সামাল দিতে পারছে না পুলিশ । আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বোমাবাজি । তেলিনিপাড়া ছাড়িয়ে ভদ্রেশ্বর গেট বাজার, চন্দননগরের গোন্দোলপাড়া 26 নম্বর ওয়ার্ড-সহ একাধিক জায়গায় শুরু হয়েছে বোমাবাজি । স্থানীয় মানুষ পুলিশকে ধরে বিক্ষোভ দেখায় । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ।

চন্দননগরে গোষ্ঠী সংঘর্ষ

ঘটনায় আহত বেশ কয়েকজন । তাদেরকে চন্দননগর হাসপাতালে ভরতি করা হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে চন্দননগরের কমিশনার হুমায়ন কবিরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ।

চন্দননগর (হুগলি), 12 মে : ব্যাপক বোমাবাজি ভদ্রেশ্বর ও চন্দননগরে । তিনদিন ধরে লাগাম ছাড়া গোষ্ঠী সংঘর্ষ ছড়াচ্ছে । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । কোরোনা মোকাবিলায় ব্যারিকেট দেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত । দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়ায় । ঘটনাস্থানে চন্দননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ।

তিন ধরে অব্যাহত গোষ্ঠী সংঘর্ষ । রবিবার ভদ্রেশ্বর তেলিনিপাড়ায় ইট-পাটকেল ছোড়া শুরু হয় । গাড়ি-বাড়ি-দোকান ভাঙচুর ও আগুন দেওয়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী । কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়া হয় । গতকাল, সোমবার এলাকা শান্ত করতে চলে রুট মার্চ ও পুলিশ পিকেটিং ।

কিন্তু তাতে সামাল দিতে পারছে না পুলিশ । আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বোমাবাজি । তেলিনিপাড়া ছাড়িয়ে ভদ্রেশ্বর গেট বাজার, চন্দননগরের গোন্দোলপাড়া 26 নম্বর ওয়ার্ড-সহ একাধিক জায়গায় শুরু হয়েছে বোমাবাজি । স্থানীয় মানুষ পুলিশকে ধরে বিক্ষোভ দেখায় । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ।

চন্দননগরে গোষ্ঠী সংঘর্ষ

ঘটনায় আহত বেশ কয়েকজন । তাদেরকে চন্দননগর হাসপাতালে ভরতি করা হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে চন্দননগরের কমিশনার হুমায়ন কবিরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ।

Last Updated : May 12, 2020, 9:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.