ETV Bharat / state

ধনেখালিতে আত্মঘাতী যুবতি, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ - died

গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হল উচ্চমাধ্য়মিকের পরীক্ষার্থী। প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগ।

ধনেখালি থানা
author img

By

Published : Mar 1, 2019, 3:33 PM IST

ধনেখালি, ১ মার্চ : আত্মঘাতী এক যুবতি। মৃতের নাম মাফিজা খাতুন। পরিবারের অভিযোগ, প্রেমিকের প্ররোচনায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে মাফিজা। ঘটনাটি হুগলির ধনেখালির দশঘড়ার দুই নম্বর পঞ্চায়েতের হামিদবাটি এলাকার। এলাকারই একটি স্কুলে পড়ত সে। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল সে।

স্থানীয়রা জানায়, বছর তিনেক ধরে মাফিজার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এলাকারই এক যুবকের। তার নাম রাজ দাস ওরফে সোনু। সে দশঘড়া এলাকায় একটি পেট্রলপাম্পের কর্মী। ভিন্ন ধর্মের প্রেমের ব্যাপারে দু'জনের বাড়িতে কোনও মতভেদ ছিল না। গতকালও পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল মাফিজা। তার সিট পড়েছিল ধনেখালির ইচ্ছাপুর উচ্চ বিদ্যালয়ে। গতকাল সে বাড়ি থেকে সোনুর সঙ্গে বের হয়েছিল। সোনুর বাবা প্রশান্ত দাস মাফিজাকে বাড়ি পৌঁছেও দিয়েছিল। কিন্তু কী কারণে মাফিজা আত্মহত্যা করল তাঁরা কেউ বুঝতে পারছেন না।

মাফিজার বাবা শেখ রবিয়েল আলম। তাঁর অভিযোগ, গতকাল রাজ মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মেয়ে রাতে বাড়ি ফিরে আসে। আজ ভোরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। মেয়ের এই আত্মহত্যার পিছনে রাজের প্ররোচনা ছিল। রাজের বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ ধনেখালি থানায় দায়ের করেছেন তিনি। পুলিশ রাজকে আটক করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধনেখালি থানার পুলিশ।

undefined

ধনেখালি, ১ মার্চ : আত্মঘাতী এক যুবতি। মৃতের নাম মাফিজা খাতুন। পরিবারের অভিযোগ, প্রেমিকের প্ররোচনায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে মাফিজা। ঘটনাটি হুগলির ধনেখালির দশঘড়ার দুই নম্বর পঞ্চায়েতের হামিদবাটি এলাকার। এলাকারই একটি স্কুলে পড়ত সে। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল সে।

স্থানীয়রা জানায়, বছর তিনেক ধরে মাফিজার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এলাকারই এক যুবকের। তার নাম রাজ দাস ওরফে সোনু। সে দশঘড়া এলাকায় একটি পেট্রলপাম্পের কর্মী। ভিন্ন ধর্মের প্রেমের ব্যাপারে দু'জনের বাড়িতে কোনও মতভেদ ছিল না। গতকালও পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল মাফিজা। তার সিট পড়েছিল ধনেখালির ইচ্ছাপুর উচ্চ বিদ্যালয়ে। গতকাল সে বাড়ি থেকে সোনুর সঙ্গে বের হয়েছিল। সোনুর বাবা প্রশান্ত দাস মাফিজাকে বাড়ি পৌঁছেও দিয়েছিল। কিন্তু কী কারণে মাফিজা আত্মহত্যা করল তাঁরা কেউ বুঝতে পারছেন না।

মাফিজার বাবা শেখ রবিয়েল আলম। তাঁর অভিযোগ, গতকাল রাজ মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মেয়ে রাতে বাড়ি ফিরে আসে। আজ ভোরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। মেয়ের এই আত্মহত্যার পিছনে রাজের প্ররোচনা ছিল। রাজের বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ ধনেখালি থানায় দায়ের করেছেন তিনি। পুলিশ রাজকে আটক করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধনেখালি থানার পুলিশ।

undefined
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.