ETV Bharat / state

"টাকা নিয়ে সম্পর্ক", ভুয়ো অ্যাকাউন্ট থেকে যুবতির সম্মানহানির চেষ্টা - cyber crime

ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে যুবতির সম্মানহানির চেষ্টার অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে আর এক যুবতির বিরুদ্ধে। অভিযুক্তর বাড়ি হুগলির শেওড়াফুলির পেয়ারাপুরে। যে যুবতির নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপপ্রচার করা হচ্ছে তিনি শ্রীরামপুরের বাসিন্দা। তাঁর অভিযোগ, এক যুবকের নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্ট থেকেই অভিযুক্ত পোস্টগুলো করছে। পোস্টে লেখা থাকছে, তিনি টাকা নিয়ে যৌন সম্পর্ক করেন। শুধু তাঁর নামেই নয়, একাধিক যুবতির নামে এই অপপ্রচার চলছে। গতকাল শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন যুবক (যাঁর নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে)। তবে যে যুবতির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তিনি অস্বীকার করেছেন। শ্রীরামপুর থানার সাইবার ক্রাইম সেল ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

ভুয়ো অ্যাকাউন্ট থেকে যুবতির সম্মানহানির চেষ্টা
author img

By

Published : Mar 2, 2019, 8:57 PM IST

শ্রীরামপুর, ২ মার্চ : ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে যুবতির সম্মানহানির চেষ্টার অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে আর এক যুবতির বিরুদ্ধে। অভিযুক্তর বাড়ি হুগলির শেওড়াফুলির পেয়ারাপুরে। যে যুবতির নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপপ্রচার করা হচ্ছে তিনি শ্রীরামপুরের বাসিন্দা। তাঁর অভিযোগ, এক যুবকের নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্ট থেকেই অভিযুক্ত পোস্টগুলো করছে। পোস্টে লেখা থাকছে, তিনি টাকা নিয়ে যৌন সম্পর্ক করেন। শুধু তাঁর নামেই নয়, একাধিক যুবতির নামে এই অপপ্রচার চলছে। গতকাল শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন যুবক (যাঁর নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে)। তবে যে যুবতির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তিনি অস্বীকার করেছেন। শ্রীরামপুর থানার সাইবার ক্রাইম সেল ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

শ্রীরামপুরের বাসিন্দা উদয়ের (নাম পরিবর্তিত) অভিযোগ, চার বছর আগে তাঁর সঙ্গে ফেসবুকে আলাপ হয় পেয়ারাপুরের রিয়ার (নাম পরিবর্তিত)। উদয়ের অভিযোগ, রিয়া তাঁর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলে। সেই অ্যাকাউন্ট থেকে একজন যুবতির সঙ্গে সম্পর্ক তৈরি করে। ঘটনায় রিয়ার বিরুদ্ধে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন উদয়। তখন দু'জনকেই থানায় ডাকা হয়। সেই থেকে কোনও সম্পর্ক নেই দু'জনের। কিন্তু, তারপরও থামেনি উদয়ের নামের ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে পোস্ট। অভিযোগের প্রেক্ষিতে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ উদয়কে ডেকে জিজ্ঞাসাবাদ করে।

undefined

কয়েকদিন আগের কথা। এবার উদয়ের নামের ভুয়ো অ্যাকাউন্ট থেকে তাঁর বান্ধবী পূজার (নাম পরিবর্তিত) ছবি পোস্ট করা হয়। দেওয়া হয় পূজার ফোন নম্বরও। পোস্টে লেখা হয়, টাকা নিয়ে যৌন সম্পর্ক করে থাকে পূজা। ফলে পূজার কাছে একাধিক ফোন আসতে থাকে। শ্রীরামপুর থানায় অভিযোগ জানান পূজা ও উদয়। তাঁদের অভিযোগ, এই ঘটনার সঙ্গে রিয়া জড়িত। সেই সেই একাধিক ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ফোন নম্বর দেয়। এদিকে রিয়া সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, "উদয়ের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার কোনও ফেসবুক অ্যাকাউন্টও নেই। এর সঙ্গে আমি কোনভাবেই জড়িত নয়।"

পূজা বলেন, "আমি ও আমার পরিবার খুব বিপদে পড়েছি। আমার বন্ধুর ছবি দিয়ে অ্যাকাউন্টগুলো খোলা হচ্ছে। উদয় ও আমাকে বদনাম করতেই এসব করা হচ্ছে। এর আগে রিয়াকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল উদয়। তাই এসব করছে রিয়া।"
উদয় বলে, "চার বছর আগে রিয়ার সঙ্গে ফেসবুকে আলাপ। ওর সঙ্গে দেখাও করেছিলাম। কিন্তু সিঙ্গুরে আমাকে ফাঁসানোর চেষ্টা করার পর থেকে আমি সম্পর্ক রাখিনি। এই ঘটনাগুলো আমি রিয়ার বন্ধুদের কাছেই জানতে পারি। ও এরকমই করে। ফেসবুক খুলে মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। ছেলেদের গলা করে কথা বলে। জানুয়ারি মাসে শেওড়াফুলি ফাঁড়িতে আবার আমাকে ফাঁসানোর চেষ্টা করে। কিন্তু আমি প্রমাণ দেওয়ার পর আমাকে ছেড়ে দেয় পুলিশ।"

undefined

অভিযুক্ত রিয়া অবশ্য বলে, "এই ঘটনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার ফোনের সিম হারিয়ে যাওয়ায় অন্য কেউ সেই সিম ব্যবহার করে এই ঘটনা ঘটাতে পারে। সিঙ্গুরে একটি মেয়ের সঙ্গে ফোন নিয়ে একটি ঝামেলা হয়েছিল। কিন্তু কোনও ছেলের সঙ্গে কোনো ঘটনা ঘটেনি। আমি এখন ফেসবুক বা কোনও সোশাল মিডিয়ার সঙ্গে জড়িত নই। আমার সঙ্গে উদয়ের কোনও সম্পর্ক নেই।"

শ্রীরামপুর, ২ মার্চ : ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে যুবতির সম্মানহানির চেষ্টার অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে আর এক যুবতির বিরুদ্ধে। অভিযুক্তর বাড়ি হুগলির শেওড়াফুলির পেয়ারাপুরে। যে যুবতির নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপপ্রচার করা হচ্ছে তিনি শ্রীরামপুরের বাসিন্দা। তাঁর অভিযোগ, এক যুবকের নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্ট থেকেই অভিযুক্ত পোস্টগুলো করছে। পোস্টে লেখা থাকছে, তিনি টাকা নিয়ে যৌন সম্পর্ক করেন। শুধু তাঁর নামেই নয়, একাধিক যুবতির নামে এই অপপ্রচার চলছে। গতকাল শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন যুবক (যাঁর নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে)। তবে যে যুবতির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তিনি অস্বীকার করেছেন। শ্রীরামপুর থানার সাইবার ক্রাইম সেল ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

শ্রীরামপুরের বাসিন্দা উদয়ের (নাম পরিবর্তিত) অভিযোগ, চার বছর আগে তাঁর সঙ্গে ফেসবুকে আলাপ হয় পেয়ারাপুরের রিয়ার (নাম পরিবর্তিত)। উদয়ের অভিযোগ, রিয়া তাঁর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলে। সেই অ্যাকাউন্ট থেকে একজন যুবতির সঙ্গে সম্পর্ক তৈরি করে। ঘটনায় রিয়ার বিরুদ্ধে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন উদয়। তখন দু'জনকেই থানায় ডাকা হয়। সেই থেকে কোনও সম্পর্ক নেই দু'জনের। কিন্তু, তারপরও থামেনি উদয়ের নামের ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে পোস্ট। অভিযোগের প্রেক্ষিতে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ উদয়কে ডেকে জিজ্ঞাসাবাদ করে।

undefined

কয়েকদিন আগের কথা। এবার উদয়ের নামের ভুয়ো অ্যাকাউন্ট থেকে তাঁর বান্ধবী পূজার (নাম পরিবর্তিত) ছবি পোস্ট করা হয়। দেওয়া হয় পূজার ফোন নম্বরও। পোস্টে লেখা হয়, টাকা নিয়ে যৌন সম্পর্ক করে থাকে পূজা। ফলে পূজার কাছে একাধিক ফোন আসতে থাকে। শ্রীরামপুর থানায় অভিযোগ জানান পূজা ও উদয়। তাঁদের অভিযোগ, এই ঘটনার সঙ্গে রিয়া জড়িত। সেই সেই একাধিক ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ফোন নম্বর দেয়। এদিকে রিয়া সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, "উদয়ের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার কোনও ফেসবুক অ্যাকাউন্টও নেই। এর সঙ্গে আমি কোনভাবেই জড়িত নয়।"

পূজা বলেন, "আমি ও আমার পরিবার খুব বিপদে পড়েছি। আমার বন্ধুর ছবি দিয়ে অ্যাকাউন্টগুলো খোলা হচ্ছে। উদয় ও আমাকে বদনাম করতেই এসব করা হচ্ছে। এর আগে রিয়াকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল উদয়। তাই এসব করছে রিয়া।"
উদয় বলে, "চার বছর আগে রিয়ার সঙ্গে ফেসবুকে আলাপ। ওর সঙ্গে দেখাও করেছিলাম। কিন্তু সিঙ্গুরে আমাকে ফাঁসানোর চেষ্টা করার পর থেকে আমি সম্পর্ক রাখিনি। এই ঘটনাগুলো আমি রিয়ার বন্ধুদের কাছেই জানতে পারি। ও এরকমই করে। ফেসবুক খুলে মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। ছেলেদের গলা করে কথা বলে। জানুয়ারি মাসে শেওড়াফুলি ফাঁড়িতে আবার আমাকে ফাঁসানোর চেষ্টা করে। কিন্তু আমি প্রমাণ দেওয়ার পর আমাকে ছেড়ে দেয় পুলিশ।"

undefined

অভিযুক্ত রিয়া অবশ্য বলে, "এই ঘটনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার ফোনের সিম হারিয়ে যাওয়ায় অন্য কেউ সেই সিম ব্যবহার করে এই ঘটনা ঘটাতে পারে। সিঙ্গুরে একটি মেয়ের সঙ্গে ফোন নিয়ে একটি ঝামেলা হয়েছিল। কিন্তু কোনও ছেলের সঙ্গে কোনো ঘটনা ঘটেনি। আমি এখন ফেসবুক বা কোনও সোশাল মিডিয়ার সঙ্গে জড়িত নই। আমার সঙ্গে উদয়ের কোনও সম্পর্ক নেই।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.