হুগলি, 4 এপ্রিল : মগরা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির বাড়ি থেকে দুটো নাইন MM পিস্তল, তিনটি ম্যাগাজ়িন ও 8 রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর, তাঁর বাড়ি থেকে কোটি টাকা নগদ ও সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে।
গতকাল সকালে আয়কর দপ্তরের আটজন আধিকারিক মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপের বাড়িতে অভিযান চালান। রাত পর্যন্ত চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। পরে চুঁচুড়া থানার পুলিশ সেখানে গিয়ে দুটো পিস্তল ও গুলি উদ্ধার করে।
দিলীপবাবুর ছোটো ছেলে জয়প্রকাশ দাসকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর দিলীপবাবুর একটি পিস্তলের লাইসেন্স থাকলেও অন্য পিস্তলের লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির সভাপতি হন দিলীপ দাস। তাঁর স্ত্রী কৃষ্ণা দাস কোদালিয়া-2 গ্রাম পঞ্চায়েতের সদস্য ও প্রাক্তন পঞ্চায়েত প্রধান।