ETV Bharat / state

মাধ্যমিকের উত্তরপত্র ট্রেনেই ফেলে এলেন পরীক্ষক ! - local train

ডাউন তারকেশ্বর লোকালের ট্রেনের বাঙ্কে উত্তরপত্রগুলি রেখেছিলেন তিনি। শেওড়াফুলিতে ট্রেন দাঁড়ালে উত্তরপত্রের বান্ডিল না নিয়েই ট্রেন থেকে নেমে যান। আজ দুপুরে শেওড়াফুলি GRP থানায় মিসিং ডায়েরি করেন।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 13, 2019, 10:06 PM IST

শেওড়াফুলি (হুগলি), ১৩ মার্চ : মাধ্যমিক পরীক্ষার জীবনবিজ্ঞানের উত্তরপত্র ট্রেনে ফেলে রেখে চলে এলেন এক পরীক্ষক। ডাউন তারকেশ্বর লোকালের বাঙ্কে তিনি উত্তরপত্র রেখে চলে আসেন।

গতকাল তারকেশ্বর থেকে মাধ্যমিক পরীক্ষার জীবনবিজ্ঞানের উত্তরপত্রের বান্ডিল নিয়ে চুঁচুড়া যাচ্ছিলেন পরীক্ষক আশিসকুমার মণ্ডল। তিনি চুঁচুড়ায় প্রধান পরীক্ষকের কাছে জমা দিতে যাচ্ছিলেন ওই উত্তরপত্রের বান্ডিল। ডাউন তারকেশ্বর লোকালের ট্রেনের বাঙ্কে উত্তরপত্রগুলি রেখেছিলেন তিনি। শেওড়াফুলিতে ট্রেন দাঁড়ালে উত্তরপত্রের বান্ডিল না নিয়েই ট্রেন থেকে নেমে যান। এরপর শেওড়াফুলি থেকে চুঁচুড়া যাওয়ার জন্য ট্রেন ধরেন। কিন্তু মাঝপথে বৈদ্যবাটি পৌঁছে তাঁর উত্তরপত্রের কথা মনে পড়ে। তড়িঘড়ি ট্রেন থেকে নেমে হাওড়া যাওয়ার ট্রেন ধরেন। কিন্তু অনেক খোঁজ করেও উত্তরপত্রের বান্ডিলটি খুঁজে পাননি। শেষমেশ আজ দুপুরে শেওড়াফুলি GRP থানায় মিসিং ডায়েরি করেন।

GRP সূত্রে খবর, বান্ডিলটির মধ্যে মোট কতগুলি উত্তরপত্র ছিল তা এখনও জানা যায়নি। খোঁজ চলছে। তবে হারিয়ে যাওয়া উত্তরপত্রগুলি না পাওয়া গেলে সমস্যায় পড়তে পারেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা।

শেওড়াফুলি (হুগলি), ১৩ মার্চ : মাধ্যমিক পরীক্ষার জীবনবিজ্ঞানের উত্তরপত্র ট্রেনে ফেলে রেখে চলে এলেন এক পরীক্ষক। ডাউন তারকেশ্বর লোকালের বাঙ্কে তিনি উত্তরপত্র রেখে চলে আসেন।

গতকাল তারকেশ্বর থেকে মাধ্যমিক পরীক্ষার জীবনবিজ্ঞানের উত্তরপত্রের বান্ডিল নিয়ে চুঁচুড়া যাচ্ছিলেন পরীক্ষক আশিসকুমার মণ্ডল। তিনি চুঁচুড়ায় প্রধান পরীক্ষকের কাছে জমা দিতে যাচ্ছিলেন ওই উত্তরপত্রের বান্ডিল। ডাউন তারকেশ্বর লোকালের ট্রেনের বাঙ্কে উত্তরপত্রগুলি রেখেছিলেন তিনি। শেওড়াফুলিতে ট্রেন দাঁড়ালে উত্তরপত্রের বান্ডিল না নিয়েই ট্রেন থেকে নেমে যান। এরপর শেওড়াফুলি থেকে চুঁচুড়া যাওয়ার জন্য ট্রেন ধরেন। কিন্তু মাঝপথে বৈদ্যবাটি পৌঁছে তাঁর উত্তরপত্রের কথা মনে পড়ে। তড়িঘড়ি ট্রেন থেকে নেমে হাওড়া যাওয়ার ট্রেন ধরেন। কিন্তু অনেক খোঁজ করেও উত্তরপত্রের বান্ডিলটি খুঁজে পাননি। শেষমেশ আজ দুপুরে শেওড়াফুলি GRP থানায় মিসিং ডায়েরি করেন।

GRP সূত্রে খবর, বান্ডিলটির মধ্যে মোট কতগুলি উত্তরপত্র ছিল তা এখনও জানা যায়নি। খোঁজ চলছে। তবে হারিয়ে যাওয়া উত্তরপত্রগুলি না পাওয়া গেলে সমস্যায় পড়তে পারেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা।

Intro:মাধ্যমিকের উত্তর পত্র হারানো অভিযোগ শেওড়াফুলি GRP তে।পরীক্ষার্থীদের খাতা ভুল করে ট্রেনেই ফেলে এলেন পরীক্ষক।খাতা হারানোর ডায়েরি হলেও বিপদে পড়তে পরীক্ষার্থীরা।
Body:শেওড়াফুলি GRP সূত্রে খবর ডাউন তারকেশ্বর লোকালের বাঙ্কে উত্তর পত্রের বান্ডিল রেখেছিলেন পরীক্ষক।কিন্তু সেই খাতার বান্ডিল ভুল করে রেখে শেওড়াফুলিতে নেমে যান তিনি।পরে চুঁচুড়া যাওয়ার ট্রেন ধরেন। বৈদ্যবাটিতে গিয়ে মনে পরে উত্তরপত্র রয়েগেছে ট্রেনেই।পরের ট্রেনে হাওড়া পর্যন্ত গিয়েও উত্তরপত্র না পেয়ে শেওড়াফুলি জিআরপি থানায় ২.০৫ মিনিটে মিসিং ডায়েরি করেন পরীক্ষক।জানা গেছে তারকেশ্বরের একটি স্কুলের শিক্ষক আশিষ কুমার মন্ডল জীবন বিজ্ঞান বিষয়ের উত্তর পত্র নিয়ে চুঁচুড়ায় প্রধান পরীক্ষকের কাছে জমা দিতে যাচ্ছিলেন।তবে এখনো পর্যন্ত কত গুলি উত্তর পত্র ছিল তা জানা যাচ্ছে না।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.