ETV Bharat / state

হুগলি নদীর জলে প্লাবিত ডায়মন্ডহারবার, ভেঙে পড়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের নির্মীয়মাণ জেটি - ঘূর্ণিঝড় যশ

ডায়মন্ডহারবার মহকুমা শাসকের দফতরের চত্বর কার্যত জলমগ্ন । হুগলি নদীর জলের চাপে ভেঙে পড়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের নির্মীয়মাণ জেটি । জল ঢুকতে শুরু করেছে ডায়মন্ডহারবারের আব্দালপুর গ্রামেও । যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমে পড়েছে ডায়মন্ডহারবার থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন ।

হুগলি নদীর জলে প্লাবিত ডায়মন্ডহারবার
হুগলি নদীর জলে প্লাবিত ডায়মন্ডহারবার
author img

By

Published : May 26, 2021, 1:15 PM IST

ডায়মন্ডহারবার, 26 মে : যশের প্রভাবে হুগলি নদীর জল উপছে ডায়মন্ডহারবার শহরের মধ্যে প্রবেশ করছে ৷ ইতিমধ্যে জাতীয় সড়কের উপর যান চলাচলের দিকে নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন । বন্ধ করে রাখা হয়েছে ডায়মন্ডহারবার ও কলকাতার সংযোগকারী ব্যস্ততম জাতীয় সড়ক । ডায়মন্ডহারবারের বিস্তীর্ণ অঞ্চল কার্যত জলের তলায় ৷ ডায়মন্ডহারবার পৌরসভা 16 নম্বর ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ড জলমগ্ন ।

ডায়মন্ডহারবার মহকুমা শাসকের দফতরের সামনে জলমগ্ন । হুগলি নদীর জলের চাপে ভেঙে পড়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের নির্মীয়মাণ জেটি । জল ঢুকতে শুরু করেছে ডায়মন্ডহারবারের আব্দালপুর গ্রামেও । যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমে পড়েছে ডায়মন্ডহারবার থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন ।

ডায়মন্ডহারবারে আগাম সর্তকতা ছিল ৷ সেইজন্য ডায়মন্ডহারবারের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বিপর্যয় মোকাবিলায় কাজ শুরু করেছে ৷ পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স কর্মীরাও উদ্ধার কাজে হাত লাগিয়েছেন । ডায়মন্ডহারবার শহর কার্যত হুগলি নদীর জলে প্লাবিত ।

হুগলি নদীর জলে প্লাবিত ডায়মন্ডহারবার

আরও পড়ুন : জলের তলায় কপিল মুনির আশ্রম

ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ার পরেই কার্যত ভয়ানক রূপ ধারণ করেছে বেশ কয়েকটি নদী । ইতিমধ্যে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে নদী বাঁধের ফাটল দেখা দিয়েছে ৷ পাশাপাশি সমুদ্রের নোনা জল হু হু করে ডুকছে গ্রামগুলিতে । আতঙ্কিত এলাকাবাসী ৷ অসহায় মানুষদের উদ্ধার করছে প্রশাসন ।

ডায়মন্ডহারবার, 26 মে : যশের প্রভাবে হুগলি নদীর জল উপছে ডায়মন্ডহারবার শহরের মধ্যে প্রবেশ করছে ৷ ইতিমধ্যে জাতীয় সড়কের উপর যান চলাচলের দিকে নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন । বন্ধ করে রাখা হয়েছে ডায়মন্ডহারবার ও কলকাতার সংযোগকারী ব্যস্ততম জাতীয় সড়ক । ডায়মন্ডহারবারের বিস্তীর্ণ অঞ্চল কার্যত জলের তলায় ৷ ডায়মন্ডহারবার পৌরসভা 16 নম্বর ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ড জলমগ্ন ।

ডায়মন্ডহারবার মহকুমা শাসকের দফতরের সামনে জলমগ্ন । হুগলি নদীর জলের চাপে ভেঙে পড়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের নির্মীয়মাণ জেটি । জল ঢুকতে শুরু করেছে ডায়মন্ডহারবারের আব্দালপুর গ্রামেও । যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমে পড়েছে ডায়মন্ডহারবার থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন ।

ডায়মন্ডহারবারে আগাম সর্তকতা ছিল ৷ সেইজন্য ডায়মন্ডহারবারের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বিপর্যয় মোকাবিলায় কাজ শুরু করেছে ৷ পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স কর্মীরাও উদ্ধার কাজে হাত লাগিয়েছেন । ডায়মন্ডহারবার শহর কার্যত হুগলি নদীর জলে প্লাবিত ।

হুগলি নদীর জলে প্লাবিত ডায়মন্ডহারবার

আরও পড়ুন : জলের তলায় কপিল মুনির আশ্রম

ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ার পরেই কার্যত ভয়ানক রূপ ধারণ করেছে বেশ কয়েকটি নদী । ইতিমধ্যে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে নদী বাঁধের ফাটল দেখা দিয়েছে ৷ পাশাপাশি সমুদ্রের নোনা জল হু হু করে ডুকছে গ্রামগুলিতে । আতঙ্কিত এলাকাবাসী ৷ অসহায় মানুষদের উদ্ধার করছে প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.