শ্রীরামপুর, 2 অগাস্ট : তিন চারদিন ধরে মায়ের মৃতদেহ আগলে রেখে ছিল মেয়ে । দুর্গন্ধ বেরতেই প্রতিবেশীদের সন্দেহ হয় । পুলিশ প্রশাসনে খবর দেওয়া হয় ৷ উদ্ধার করা হয় মানসিকভাবে অসুস্থ মেয়েকে । ঘটনাটি শ্রীরামপুর চাতরা বাজার রোডে চার মন্দিরের কাছে ।
বাড়ি থেকে উদ্ধার হয় বৃদ্ধার পচাগলা দেহ । মৃতের নাম সুষমা রায় (70) । বৃদ্ধার মেয়ে সোনালী রায়কে বাথরুম থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় । তাঁকে হাসপাতালে পাঠায় পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান তিন চার দিন আগে বৃদ্ধার মৃত্যু হয়েছে । দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে । জানা গেছে দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে মেয়ের । বাড়িতে দুজনেই থাকতেন । বাড়ি থেকে দুর্গন্ধ পাওয়ার পর প্রতিবেশিরা পুলিশকে খবর দেয় ৷ পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢোকে ।
বিদায়ী কাউন্সিলর সন্তোষকুমার সিং বলেন, ‘‘চাতরা বাড়ি থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয় । পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুরে পাঠিয়েছে । প্রাথমিক ধারণা তিন চারদিন আগেই মৃত্যু হয়েছে মহিলার ।’’ তবে কী কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে সেটা এখনও পরিষ্কার নয় ।