হুগলি, 23 এপ্রিল : কাউন্সিলর শংসাপত্রের জন্য টাকা চাওয়ার অভিযোগে বিক্ষোভ বিজেপির । কাটমানি ও তোলাবাজির বিরুদ্ধে শনিবার হুগলির পাঙ্খাটুলি মোড়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমসর্থকরা । চুঁচুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে উঠেছে অভিযোগ (Chunchura councillor accused of asking for Cut Money) ৷
অভিযোগ, কয়েকদিন আগে দুয়ারে সরকার কর্মসূচির অজুহাতে চুঁচুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে এক বাসিন্দার কাছ থেকে 2 হাজার টাকা চাওয়ার অভিযোগ ওঠে কাউন্সিলরের বিরুদ্ধে । চুঁচুড়া জলাঘাট মহেশতলা লেনের বাসিন্দা শুভজিৎ দে ওয়ারিশন সার্টিফিকেটের জন্য আবেদন জানান । সার্টিফিকেট নিয়ে শুভজিতের সঙ্গে টালবাহানা চলে । সেই অডিয়ো রেকর্ড করেন শুভজিৎ । সেটাই ভাইরাল হয় । যদিও সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
শুভজিতের অভিযোগ, কাউন্সিলার জানান, পরের মাসে দুয়ারে সরকারের ক্যাম্প হবে ৷ তার জন্য টাকা দাবি করেন তিনি । শুভজিৎ ওই টাকা দিতে অস্বীকার করলে তাঁর কাছ থেকে পাঁচশো টাকা দাবি করা হয় মিষ্টি খাওয়ার জন্য । সেই টাকাও না দিতে চাইলে শুভজিৎকে বলা হয় তাঁর মায়ের বিধবা ভাতার শংসাপত্র দেওয়া হবে না ৷ তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর সুপর্ণা সেন । তাঁর দাবি, শুভজিৎকে দিয়ে কেউ এই কাজ করিয়েছে ৷ তবে তিনি এবিষয়ে মুখ খুলতে নারাজ ।
অডিয়ো ভাইরাল হওয়ার পরই শোরগোল পরে যায় চুঁচুড়াজুড়ে । এদিন বেলার দিকে চুঁচুড়ার পাঙ্খাটুলিতে বিক্ষোভ দেখায় বিজেপি । দলের হুগলি জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, "আমরা আগেই বলেছি তৃণমূলকে দক্ষিণা না দিলে কোনও কাজই হয় না । আজকে হুগলি চুঁচুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এই কীর্তি প্রকাশ্যে আসছে বলে জানা যাচ্ছে ৷ আসলে সারা পশ্চিমবঙ্গেই চলছে এই কাটমানি সমস্যা ।"
যদিও এনিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, "এটা সম্পূর্ণ রাজনৈতিক । এই ওয়ার্ড থেকে তিনবারের কাউন্সিলর সুপর্ণা । ওঁকে জিজ্ঞাসাবাদ করেছি ৷ কী ঘটেছে আমাকে বলেছেন ৷ আমাদের দলের মধ্যে আলোচনা হবে । ওকে নিয়ে নোংরামি চলছে । আগেও এই ছেলেটা এমন কাজ করেছে । কোনও ভদ্রলোক মোবাইল চালু করে কেন কোনও ভদ্রমহিলার কাছে যাবেন ? বিজেপি নিজেদের মধ্যে কোন্দল করছে । এরা কি বলল তা নিয়ে ভাবি না, মানুষের রায় নিয়ে ভাবি । ওদের দম থাকলে জিতে দেখাক । সুপর্ণা দোষ করলে অবশ্যই বিচার করব আমরা । কেউ যদি ভুল করে, কেউ যদি অন্য পথে চলে তার ব্যবস্থা আমরাই নেব । আমরাই আলোচনা করব ।"
আরও পড়ুন : কাটমানি চাইছেন খোদ ব্লক সভাপতি, বিক্ষোভ তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের