ETV Bharat / state

যশের প্রভাবে ক্ষয়ক্ষতির মোকাবিলায় হুগলিতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

author img

By

Published : May 26, 2021, 11:47 AM IST

ঘূর্ণিঝড় যশের প্রভাবে হওয়া ক্ষয়ক্ষতির মোকাবিলায় হুগলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ সেই সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলকেও প্রস্তুত রাখা হয়েছে ৷

Central force deployed at H00ghly to deal with the damage caused by cyclone yaas
যশের প্রভাবে ক্ষয়ক্ষতির মোকাবিলায় হুগলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

হুগলি, 26 মে : ঘূর্ণিঝড় যশের প্রভাবে ক্ষয়ক্ষতির মোকাবিলায় হুগলিতে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে ৷ সেই সঙ্গে রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ বিশেষ করে আরামবাগ খানাকুল ও পরশুরা সহ বেশ কিছু এলাকায় বিশেষভাবে নজরদারি চলছে । কেন্দ্রীয় বাহিনীর 70 জনের একটি দলকে সেখানকার নেতাজি মহাবিদ্যালয়ে প্রস্তুত রাখা হয়েছে ৷ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটনার খবর এলে তাঁদের দ্রুত সেখানে পাঠানো হবে ৷

সেই সঙ্গে পরশুরায় জেলা প্রশাসনের তরফে রাজ্যের বিপর্যয় মোকাবিলার একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে ৷ তাছাড়া প্রতিটি ব্লকে বিপর্যয় মোকালবিলার জন্য 12 জনের একটি করে দল রয়েছে ৷ ব্লক ও পঞ্চায়েত অনুযায়ী কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে ৷ গত কয়েকদিন ধরেই বিভিন্ন ব্লকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল দেওয়া হয়েছে বাসিন্দাদের । যাতে টালি ও টিনের চাল উড়ে গেলে, মাথা গোঁজার জন্য বিকল্প ব্যবস্থা করা যায় ৷

আরও পড়ুন : ভেসে গিয়েছে বহু গ্রাম, নিরাপদে সরানো হয়েছে 15 লক্ষ মানুষকে : মমতা

সেই সঙ্গে রাজ্য বিদ্যুৎ দফতরের কয়েক হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছে ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে, তা দ্রুত ঠিক করার জন্য ৷ জেলা প্রশাসনের সূত্রে খবর, হুগলির সদর মহকুমায় বিপর্যয় মোকাবিলার জন্য কর্মীদের মোতায়েন করা হয়েছে ৷ যে কোনও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাঁরা তৈরি হলে জানানো হয়েছে ৷

হুগলি, 26 মে : ঘূর্ণিঝড় যশের প্রভাবে ক্ষয়ক্ষতির মোকাবিলায় হুগলিতে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে ৷ সেই সঙ্গে রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ বিশেষ করে আরামবাগ খানাকুল ও পরশুরা সহ বেশ কিছু এলাকায় বিশেষভাবে নজরদারি চলছে । কেন্দ্রীয় বাহিনীর 70 জনের একটি দলকে সেখানকার নেতাজি মহাবিদ্যালয়ে প্রস্তুত রাখা হয়েছে ৷ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটনার খবর এলে তাঁদের দ্রুত সেখানে পাঠানো হবে ৷

সেই সঙ্গে পরশুরায় জেলা প্রশাসনের তরফে রাজ্যের বিপর্যয় মোকাবিলার একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে ৷ তাছাড়া প্রতিটি ব্লকে বিপর্যয় মোকালবিলার জন্য 12 জনের একটি করে দল রয়েছে ৷ ব্লক ও পঞ্চায়েত অনুযায়ী কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে ৷ গত কয়েকদিন ধরেই বিভিন্ন ব্লকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল দেওয়া হয়েছে বাসিন্দাদের । যাতে টালি ও টিনের চাল উড়ে গেলে, মাথা গোঁজার জন্য বিকল্প ব্যবস্থা করা যায় ৷

আরও পড়ুন : ভেসে গিয়েছে বহু গ্রাম, নিরাপদে সরানো হয়েছে 15 লক্ষ মানুষকে : মমতা

সেই সঙ্গে রাজ্য বিদ্যুৎ দফতরের কয়েক হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছে ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে, তা দ্রুত ঠিক করার জন্য ৷ জেলা প্রশাসনের সূত্রে খবর, হুগলির সদর মহকুমায় বিপর্যয় মোকাবিলার জন্য কর্মীদের মোতায়েন করা হয়েছে ৷ যে কোনও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাঁরা তৈরি হলে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.