চুঁচুড়া, 17 এপ্রিল : লকডাউনে এমনিতেই ফসলের দাম পাচ্ছেন না চাষিরা ৷ তার উপর শিলাবৃষ্টিতে কয়েক হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে ৷ আজ ভোররাতে পোলবার আকনা অঞ্চলের কয়েক বিঘা জমি শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায় ৷ ননীপুর, নবালগ্রাম, বেনেপার, সুলতানগাছা-সহ প্রায় চারটে গ্রামের কয়েক বিঘা জমির ধান নষ্ট হয়ে গিয়েছে । সেই সঙ্গে সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে । আর কয়েকদিনের মধ্যেই ধান কেটে ঘরে তোলার কথা চাষিদের । তার আগেই আধঘণ্টার ঝড় ও শিলাবৃষ্টিতে তছনছ করে দিয়েছে সমস্ত ফসল । শুধু পোলবায় নয়, চুঁচুড়া, মগরা ও ধনিয়াখালি ব্লকের কয়েকটি জায়গায় ক্ষতি হয়েছে শিলাবৃষ্টির কারণে ।
লকডাউনের জন্য চাষিরা ফসলের দাম পাচ্ছে না । বাইরে থেকে পাইকার আসা বন্ধ হওয়ায় সবজির উপযুক্ত দাম নেই । তার উপর ধান চাষে ক্ষতি । চাষি উত্তম ঘোষ বলেন, "সোনা বন্ধক রেখে প্রায় 15 বিঘা মতো চাষ করেছিলাম । শিলাবৃষ্টিতে সব শেষ হয়ে গেছে । শিলের আঘাতে সমস্ত ধান নষ্ট হয়ে গেছে । এলাকায় প্রায় 2 হাজার বিঘা জমির ধান চাষ হয়েছে । পরিস্থিতি এমন হয়েছে যে আত্মহত্যার পথ ছাড়া কোনও উপায় নেই ।"
অপর এক চাষি সন্তু ঘোষ বলেন, "শিলাবৃষ্টিতে ব্যাপক ধানের ক্ষতি হয়েছে । ধানের শীষ সাদা হয়ে গেছে । ধার-দেনা করে চাষ করেছিলাম । চাষে ক্ষতি হওয়ায় চরম সমস্যার মধ্যে পড়েছি ৷ আগামী বর্ষায় কীভাবে চাষ করব তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছি । কেউ যদি সাহায্যে এগিয়ে আসে তাহলে উপকৃত হব ।" আকনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মলেন্দু ঘোষ বলেন, "ছয়টি মৌজার সমস্ত বোরো ধান পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে । সেই সঙ্গে আম, কলা ও সবজি শিলের আঘাতে নষ্ট হয়েছে । এমনকী, অনেক পাখিও মারা গিয়েছে । আমরা কৃষি দপ্তরে জানিয়েছি । কৃষকদের পাশে দাঁড়াক সরকার ।"