ETV Bharat / state

শিলাবৃষ্টিতে ক্ষতির মুখে হুগলির বোরো চাষিরা - চুঁচুড়া

আজ ভোররাতে পোলবার আকনা অঞ্চলের কয়েক বিঘা জমির ফসল শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে ৷

শিলাবৃষ্টির ফলে ক্ষতি
শিলাবৃষ্টির ফলে ক্ষতি
author img

By

Published : Apr 17, 2020, 10:38 PM IST

চুঁচুড়া, 17 এপ্রিল : লকডাউনে এমনিতেই ফসলের দাম পাচ্ছেন না চাষিরা ৷ তার উপর শিলাবৃষ্টিতে কয়েক হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে ৷ আজ ভোররাতে পোলবার আকনা অঞ্চলের কয়েক বিঘা জমি শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায় ৷ ননীপুর, নবালগ্রাম, বেনেপার, সুলতানগাছা-সহ প্রায় চারটে গ্রামের কয়েক বিঘা জমির ধান নষ্ট হয়ে গিয়েছে । সেই সঙ্গে সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে । আর কয়েকদিনের মধ্যেই ধান কেটে ঘরে তোলার কথা চাষিদের । তার আগেই আধঘণ্টার ঝড় ও শিলাবৃষ্টিতে তছনছ করে দিয়েছে সমস্ত ফসল । শুধু পোলবায় নয়, চুঁচুড়া, মগরা ও ধনিয়াখালি ব্লকের কয়েকটি জায়গায় ক্ষতি হয়েছে শিলাবৃষ্টির কারণে ।

শিলার আঘাতে ধানের শিষ সাদা হয়ে গিয়েছে
শিলার আঘাতে ধানের শিষ সাদা হয়ে গিয়েছে

লকডাউনের জন্য চাষিরা ফসলের দাম পাচ্ছে না । বাইরে থেকে পাইকার আসা বন্ধ হওয়ায় সবজির উপযুক্ত দাম নেই । তার উপর ধান চাষে ক্ষতি । চাষি উত্তম ঘোষ বলেন, "সোনা বন্ধক রেখে প্রায় 15 বিঘা মতো চাষ করেছিলাম । শিলাবৃষ্টিতে সব শেষ হয়ে গেছে । শিলের আঘাতে সমস্ত ধান নষ্ট হয়ে গেছে । এলাকায় প্রায় 2 হাজার বিঘা জমির ধান চাষ হয়েছে । পরিস্থিতি এমন হয়েছে যে আত্মহত্যার পথ ছাড়া কোনও উপায় নেই ।"

শিলাবৃষ্টিতে মারা গিয়েছে অনেক পাখি
শিলাবৃষ্টিতে মারা গিয়েছে অনেক পাখি

অপর এক চাষি সন্তু ঘোষ বলেন, "শিলাবৃষ্টিতে ব্যাপক ধানের ক্ষতি হয়েছে । ধানের শীষ সাদা হয়ে গেছে । ধার-দেনা করে চাষ করেছিলাম । চাষে ক্ষতি হওয়ায় চরম সমস্যার মধ্যে পড়েছি ৷ আগামী বর্ষায় কীভাবে চাষ করব তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছি । কেউ যদি সাহায্যে এগিয়ে আসে তাহলে উপকৃত হব ।" আকনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মলেন্দু ঘোষ বলেন, "ছয়টি মৌজার সমস্ত বোরো ধান পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে । সেই সঙ্গে আম, কলা ও সবজি শিলের আঘাতে নষ্ট হয়েছে । এমনকী, অনেক পাখিও মারা গিয়েছে । আমরা কৃষি দপ্তরে জানিয়েছি । কৃষকদের পাশে দাঁড়াক সরকার ।"

চুঁচুড়া, 17 এপ্রিল : লকডাউনে এমনিতেই ফসলের দাম পাচ্ছেন না চাষিরা ৷ তার উপর শিলাবৃষ্টিতে কয়েক হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে ৷ আজ ভোররাতে পোলবার আকনা অঞ্চলের কয়েক বিঘা জমি শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায় ৷ ননীপুর, নবালগ্রাম, বেনেপার, সুলতানগাছা-সহ প্রায় চারটে গ্রামের কয়েক বিঘা জমির ধান নষ্ট হয়ে গিয়েছে । সেই সঙ্গে সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে । আর কয়েকদিনের মধ্যেই ধান কেটে ঘরে তোলার কথা চাষিদের । তার আগেই আধঘণ্টার ঝড় ও শিলাবৃষ্টিতে তছনছ করে দিয়েছে সমস্ত ফসল । শুধু পোলবায় নয়, চুঁচুড়া, মগরা ও ধনিয়াখালি ব্লকের কয়েকটি জায়গায় ক্ষতি হয়েছে শিলাবৃষ্টির কারণে ।

শিলার আঘাতে ধানের শিষ সাদা হয়ে গিয়েছে
শিলার আঘাতে ধানের শিষ সাদা হয়ে গিয়েছে

লকডাউনের জন্য চাষিরা ফসলের দাম পাচ্ছে না । বাইরে থেকে পাইকার আসা বন্ধ হওয়ায় সবজির উপযুক্ত দাম নেই । তার উপর ধান চাষে ক্ষতি । চাষি উত্তম ঘোষ বলেন, "সোনা বন্ধক রেখে প্রায় 15 বিঘা মতো চাষ করেছিলাম । শিলাবৃষ্টিতে সব শেষ হয়ে গেছে । শিলের আঘাতে সমস্ত ধান নষ্ট হয়ে গেছে । এলাকায় প্রায় 2 হাজার বিঘা জমির ধান চাষ হয়েছে । পরিস্থিতি এমন হয়েছে যে আত্মহত্যার পথ ছাড়া কোনও উপায় নেই ।"

শিলাবৃষ্টিতে মারা গিয়েছে অনেক পাখি
শিলাবৃষ্টিতে মারা গিয়েছে অনেক পাখি

অপর এক চাষি সন্তু ঘোষ বলেন, "শিলাবৃষ্টিতে ব্যাপক ধানের ক্ষতি হয়েছে । ধানের শীষ সাদা হয়ে গেছে । ধার-দেনা করে চাষ করেছিলাম । চাষে ক্ষতি হওয়ায় চরম সমস্যার মধ্যে পড়েছি ৷ আগামী বর্ষায় কীভাবে চাষ করব তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছি । কেউ যদি সাহায্যে এগিয়ে আসে তাহলে উপকৃত হব ।" আকনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মলেন্দু ঘোষ বলেন, "ছয়টি মৌজার সমস্ত বোরো ধান পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে । সেই সঙ্গে আম, কলা ও সবজি শিলের আঘাতে নষ্ট হয়েছে । এমনকী, অনেক পাখিও মারা গিয়েছে । আমরা কৃষি দপ্তরে জানিয়েছি । কৃষকদের পাশে দাঁড়াক সরকার ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.