ETV Bharat / state

National Child Protection Commission: শেওড়াফুলিতে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানকে কালো পতাকা - প্রিয়াঙ্ক কানুনগো

শেওড়াফুলিতে শুক্রবার কালো পতাকা দেখানো হল কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগোকে (Black Flag to National Child Protection Commission Chairman) ৷ তৃণমূলের পালটা অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে ৷

ETV Bharat
National Child Protection Commission Chirman
author img

By

Published : Oct 14, 2022, 9:22 PM IST

শেওড়াফুলি, 14 অক্টোবর: হুগলির শেওড়াফুলিতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দলকে বাধা ও কালো পতাকা দেখানো হল ৷ অভিযোগ, তৃণমূল কংগ্রেসের তরফেই বাধা দেওয়া হয়েছে ওই প্রতিনিধি দলকে ৷ বাধার মুখে পড়েন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান (National Child Protection Commission Chairman) প্রিয়াঙ্ক কানুনগো ও বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ তাঁরা শুক্রবার খড়পাড়ায় মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ৷

উল্লেখ্য, নবমীর রাতে ঠাকুর দেখতে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায় শেওড়াফুলির খড়পাড়ার এক নাবালিকা । পরের দিন হাওড়া-তারকেশ্বর রেললাইন থেকে তার মৃতদেহ উদ্ধার করে জিআরপি । থানায় নাবালিকাকে খুনের অভিযোগ দায়ের করে তার পরিবার ৷ এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো ৷ এদিন শ্রীরামপুর এসডিও অফিসেও যান তিনি ৷ কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গেও ৷ ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (black flag to Chairman of National Child Protection Commission at Sheoraphuli) ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে বিএড কলেজ থেকেও কমিশন নিয়েছেন মানিক ! তদন্তে ইডি

অভিযোগ সেখান থেকে ফেরার পথে শেওড়াফুলিতে তাঁদের কালো পতাকা দেখানো হয় ৷ শেওড়াফুলির 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্পা সরকারকে এদিনের বিক্ষোভে দেখা যায় (Sheoraphuli TMC protest) ৷ পরে শ্রীরামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷ এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা টিউবরিওয়াল বলেন, "জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন-সহ আমাকে কালো পতাকা দেখানো হয় । আমি সেখানে একজন আইনজীবী হিসেবে গিয়েছিলাম । কাউন্সিলর নিজে ওই জায়গায় দাঁড়িয়ে আমাদের কালো পতাকা দেখান । কারণ তারা চাইছে না, যে ঘটনা ঘটেছে তার সঠিক তদন্ত হোক ।"

শেওড়াফুলিতে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানকে কালো পতাকা

অন্যদিকে, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুই বলেন, "14 নম্বর ওয়ার্ডের নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল রেল লাইনের ধারে, সেটা খুবই দুঃখজনক ঘটনা । এলাকার মানুষ ও আমরা সেই পরিবারের সঙ্গে রয়েছি । কিন্তু এটা নিয়েও রাজনীতি করা হচ্ছে । মৃত্যুকে কেন্দ্র করে বিজেপি বহু ঘটনা ঘটাচ্ছে । তারা বারবার এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে । সাধারণ মানুষ প্রতিবাদ জানান । মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বিজেপি ৷ অপরাধীকে পুলিশ গ্রেফতার করেছে, সে সাজা পাক এটাই আমরা চাই । কিন্তু আমরা কোনও রাজনীতি করতে চাই না ।"

শেওড়াফুলি, 14 অক্টোবর: হুগলির শেওড়াফুলিতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দলকে বাধা ও কালো পতাকা দেখানো হল ৷ অভিযোগ, তৃণমূল কংগ্রেসের তরফেই বাধা দেওয়া হয়েছে ওই প্রতিনিধি দলকে ৷ বাধার মুখে পড়েন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান (National Child Protection Commission Chairman) প্রিয়াঙ্ক কানুনগো ও বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ তাঁরা শুক্রবার খড়পাড়ায় মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ৷

উল্লেখ্য, নবমীর রাতে ঠাকুর দেখতে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায় শেওড়াফুলির খড়পাড়ার এক নাবালিকা । পরের দিন হাওড়া-তারকেশ্বর রেললাইন থেকে তার মৃতদেহ উদ্ধার করে জিআরপি । থানায় নাবালিকাকে খুনের অভিযোগ দায়ের করে তার পরিবার ৷ এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো ৷ এদিন শ্রীরামপুর এসডিও অফিসেও যান তিনি ৷ কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গেও ৷ ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (black flag to Chairman of National Child Protection Commission at Sheoraphuli) ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে বিএড কলেজ থেকেও কমিশন নিয়েছেন মানিক ! তদন্তে ইডি

অভিযোগ সেখান থেকে ফেরার পথে শেওড়াফুলিতে তাঁদের কালো পতাকা দেখানো হয় ৷ শেওড়াফুলির 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্পা সরকারকে এদিনের বিক্ষোভে দেখা যায় (Sheoraphuli TMC protest) ৷ পরে শ্রীরামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷ এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা টিউবরিওয়াল বলেন, "জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন-সহ আমাকে কালো পতাকা দেখানো হয় । আমি সেখানে একজন আইনজীবী হিসেবে গিয়েছিলাম । কাউন্সিলর নিজে ওই জায়গায় দাঁড়িয়ে আমাদের কালো পতাকা দেখান । কারণ তারা চাইছে না, যে ঘটনা ঘটেছে তার সঠিক তদন্ত হোক ।"

শেওড়াফুলিতে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানকে কালো পতাকা

অন্যদিকে, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুই বলেন, "14 নম্বর ওয়ার্ডের নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল রেল লাইনের ধারে, সেটা খুবই দুঃখজনক ঘটনা । এলাকার মানুষ ও আমরা সেই পরিবারের সঙ্গে রয়েছি । কিন্তু এটা নিয়েও রাজনীতি করা হচ্ছে । মৃত্যুকে কেন্দ্র করে বিজেপি বহু ঘটনা ঘটাচ্ছে । তারা বারবার এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে । সাধারণ মানুষ প্রতিবাদ জানান । মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বিজেপি ৷ অপরাধীকে পুলিশ গ্রেফতার করেছে, সে সাজা পাক এটাই আমরা চাই । কিন্তু আমরা কোনও রাজনীতি করতে চাই না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.