পাণ্ডুয়া, 2 এপ্রিল : তৃণমূলের রোড শো-তে নেই তৃণমূল প্রার্থী ও ব্লক সভাপতি। এমনই চিত্র পাণ্ডুয়ায় ৷
তৃণমূলের দলীয় প্রার্থীর সমর্থনে আজ পান্ডুয়ায় প্রচারে আসেন তৃণমূল সাংসদ অভিনেত্রী নূসরত জাহান। কোহিনূর রাইসমিল মাঠে অস্থায়ী হেলিপ্যাডে বিকেল সাড়ে তিনটে নাগাদ নামেন বসিরহাটের সাংসদ। তিনি পাণ্ডুয়ার তৃণমূল প্রার্থী রত্না দে নাগের সমর্থনে রোড শো করেন। কিন্তু সেখানে প্রার্থীই অনুপস্থিত ! শুধু তাই নয় অনুপস্থিত ছিলেন ব্লক সভাপতি অসিত চ্যাটার্জিও। আর তাতেই প্রশ্ন উঠেছে কেন টলি অভিনেতার রোড শো তে ছিলেন না প্রার্থী ৷ যদিও দলীয় সূত্রে খবর, তিনি আরও অন্য জায়গায় প্রচার করছেন। সেকারণে আসতে পারেননি ৷
গত বিধানসভা নির্বাচনে ফুটবলার রহিম নবিকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু তৃণমূলের ভরা জোয়ারেও গোষ্ঠী দ্বন্দ্বের জন্যই সিপিআইএম এর আমজাদ হোসেনের কাছে পরাজিত হন নবি। এমনই মত রাজনৈতিক মহলের ৷ পান্ডুয়ার ঘরের ছেলে হলেও তাঁকে আর প্রার্থী না করে এবার টিকিট দেওয়া হয় রত্না দে নাগকে।
এদিকে লোকসভা ভোটের পর সেই ভাবে দলের কর্মসূচিতে দেখা যায়নি হুগলির প্রাক্তন সাংসদকে। তাঁর শারীরিক অসুস্থতার জন্য আর ভোটে দাঁড়াতে চান না বলেও তৃণমূলের অন্দরে খবর ছিল। তবুও তাঁকেই বিধানসভায় টিকিট দেয় দল। শুক্রবার তারই সমর্থনে মহামিছিলের আয়োজন করে তৃণমূল। অংশ নেন নূসরত জাহান। তবে এলাকাবাসীরা জানিয়েছেন সেই রোড শোয়ে তেমন ভিড় চোখে পড়েনি।
আরও পড়ুন- মোদির কথায় কেন আরেকটা আসনে লড়ব, প্রশ্ন তুললেন মমতা
যদিও এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ৷ বিজেপি প্রার্থী পার্থ শর্মা এই সুযোগে বলেন, "পান্ডুয়ায় তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। তাই ভিড় নেই মিছিলে।" রত্না নাগ না থাকার প্রসঙ্গে কটাক্ষের সুরে বলেন,"আমি শুনেছি উনি অসুস্থ। উনি হাঁটতে পারেন না। অনেক দূরে থাকেন,ওনার বিশ্রামের প্রয়োজন তাই বিশ্রাম নিচ্ছেন।"
এবিষয়ে তৃণমূলের পান্ডুয়া ব্লক সহ-সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, "তৃণমূল প্রার্থী অন্য জায়গায় ভোট প্রচারে থাকার কারণে তিনি রোড শো-এ আসতে পারেননি। প্রার্থী না থাকলেও কোনও সমস্যা হয় না। কারণ তৃণমূল একটা পরিবারের মতো।" পাণ্ডুয়ায় বিজেপি থার্ড পজিশনে থাকবে বলে মনে করেন।
এবিষয়ে নূসরত জাহান বলেন,"বাংলার মানুষ দিদিকে কতটা ভালবাসেন তা 2 মে প্রমাণ হয়ে যাবে৷ "