আরামবাগ, 6 এপ্রিল: "আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি ৷ এখানকার আইসি এবং সিআরপিএফ বিজেপির কাছে বিক্রিত দালাল হয়ে গেছে ৷ 263 এবং 263-এ বুথ জবরদখল করে নিয়েছে বিজেপির দুষ্কৃতীরা, মোদি-অমিত শাহের ক্রিমিনালরা ৷" বিস্ফোরক অভিযোগ করলেন সুজাতা খাঁ মণ্ডল ৷
মঙ্গলবার তৃতীয় দফা নির্বাচনে আরামবাগ বিধানসভার আরান্ডিতে তিনি এবং তাঁর নিরাপত্তারক্ষী মার খেয়েছেন বলে অভিযোগ করলেন আরামবাগ বিধানসভার তৃণমূল প্রার্থী সুজাতা ৷ তাঁর অভিযোগ, "এখানকার ভোটাররা আমাকে খবর দিয়েছিলেন যে তাঁরা ভোট দিতে পারছেন না ৷ তাঁরা এখানে 600 ভোটার আছেন ৷ মমতা দিদিকে ভালোবেসে তাঁরা ভোট দিতে চান ৷ এখানে সংখ্যালঘু এবং তফশিলি ভোটার আছেন ৷ আমাকে এখানকার কর্মীরা খবর দিলেন, গ্রামবাসীদের ভয় দেখিয়ে, মহিলাদের কাপড় খুলে নিয়েছে ৷ বলেছে, তোরা যদি তৃণমূলকে ভোট দিস তাহলে তোদের রেপ করে খুন করব ৷ এই খবর পেয়ে আমি যখন একজন মহিলা হিসাবে ছুটে এলাম, আমাকে ওরা এলোপাথাড়ি মারল ৷ আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ৷ আমাকে আধলা ইট দিয়ে মারা হয়েছে ৷ আমি একাকি নারী লড়াই করছি, আর আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করল বিজেপি ৷"
এরপরই তাঁর চ্যালেঞ্জ, "বিজেপি হুঁশিয়ার ৷ তোমাদের রাজ্যে তো বটেই, কেন্দ্র থেকে সাফ করে ছাড়ব ৷ এটা আমি আজ চ্যালেঞ্জ করলাম ৷"
সুজাতা সংশ্লিষ্ট দুই বুথের ভোট বয়কটের দাবিও জানান ৷ বিজেপির বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলে তিনি বলেন, "হাঁসুয়া নিয়ে বিজেপির দুষ্কৃতীরা বলছে, 'একে মেরে দে ৷ তাহলে আরামবাগে আমরা জিতে যাব ৷ আর পশ্চিমবঙ্গের ভোটও হয়ে যাবে ৷' আমার আবারবাগে দীর্ঘদিন ধরে ওরা দুষ্কৃতী ঢুকিয়ে রেখেছিল ৷"
এদিন আরান্ডির বাঁধপাড়া 263 নম্বর বুথে সুজাতা গেলে তাঁকে ঘিরে প্রথমে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা ৷ পরে মারধরও করা হয় বলে অভিযোগ । সুজাতার নিরাপত্তারক্ষী নুর ইসলামেরও মাথা ফেটেছে বলে জানা যায়৷
ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যেও খণ্ডযুদ্ধ বাধে বলে জানা গিয়েছে । জানা গিয়েছে, সুজাতার বিষয়ে রির্পোট তলব করেছে কমিশন ৷
এবিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কমিশনে অভিযোগ জানানো হয়েছে ৷ তৃণমূলের পক্ষ থেকে দলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন নির্বাচন কমিশনকে এদিন দুপুর দেড়টা নাগাদ অভিযোগ জানিয়ে একটি ইমেল করেন ৷