আরামবাগ, 8 এপ্রিল : বুধবার গভীর রাতে হঠাৎ আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ের স্ট্রং রুমে হাজির হন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ৷ এই নিয়ে ওই এলাকায় উত্তেজনা তৈরি হয় ৷ তৃণমূল কংগ্রেসের প্রার্থী এত রাতে কেন এসেছেন, সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা ৷
সুজাতা মণ্ডলের বক্তব্য, তিনি স্ট্রং রুম ঠিক আছে কি না, সেটি দেখতে এসেছিলেন । তিনি যে হুগলির ওই বিধানসভা কেন্দ্র থেকেই জিতছেন, সেই কথাও বুধবার রাতে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন সুজাতা মণ্ডল ৷
এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে চলে যান আরামবাগের বিজেপি প্রার্থী মধুসুদন বাগও । তিনি অবশ্য বলেন, ‘‘ইভিএম ও ভিভিপ্যাট ঠিক আছে ৷ পাহারায় থাকা আধাসামরিক বাহিনীর উপর আমাদের আস্থা আছে ।’’
এই ঘটনায় এক বিজেপি কর্মী শেখ জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে আরামবাগ থানার পুলিশ । তাকে আজ আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে ।
আরও পড়ুন : সুজাতার উপর হামলার পুলিশি রিপোর্ট নিয়ে প্রশ্ন কমিশনের
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোট ছিল আরামবাগে৷ সেদিন ওই বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি জায়গায় গোলমাল হয়৷ আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডলও ৷