চুঁচুড়া, 5 এপ্রিল : তপন মজুমদার দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দল ছেড়ে যায়নি ৷ সে যদি কিছু ভুল করে থাকে তাহলে তাঁকে ক্ষমা করে দেবেন ৷ চুঁচুড়ায় ভোট প্রচারে গিয়ে এই মন্তব্য়ই করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ চুঁচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন তপন মজুমদার ৷ তাঁর সমর্থনে আজ দেবানন্দপুর মাঠে সভা করেন মমতা ৷
আরও পড়ুন-ফি বৃদ্ধির প্রতিবাদে স্কুলের গেটে বিক্ষোভ অভিভাবকদের
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তপন দাশগুপ্ত এবং তপন মজুমদারকে জেতান। তপনকে কেউ যদি ভুল বুঝে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি ৷ আর ভুল করবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস । আমি ওদের কাউন্সেলিং করেছি। আমার কর্মীদের আমি ভালোবাসি ডেকে দুটো থাপ্পর দিই। ওঁরা এমন কিছু করবে না । যাতে আপনাদের কোনও ক্ষতি হয় ৷" পাশাপাশি তিনি বলেন, "আমাদের দলের কয়েকটা মীরজাফর ছিল কয়েক কোটি টাকা খেয়ে পালিয়েছে দল থেকে।"
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, " 2016 সাল থেকে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিচ্ছি ৷ বিধানসভা থেকে পাশ করেছি ডানলপ, জেশপ করাখানা খুলে দেওয়া হোক ৷ কোনও কিছু খোলার ব্যবস্থা করেনি কেন্দ্রীয় সরকার ৷ কারখানার যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে আর কারখানার মালিক বিজেপি হয়ে গেছেন ৷ তাই বিজেপি ওঁর বিরুদ্ধে কিছু করে না ৷ " অনুমতি দিলে জেসপ কারখানা রাজ্য় সরকার খুলতে চায় বলে জানিয়েছেন তিনি ৷