পুরশুড়া, 5 এপ্রিল: দুটি পৃথক ঘটনায় তিন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনা পুরশুড়া বিধানসভার হরিনখোলা ও শ্রীরামপুর এলাকা়র । আহত 3 বিজেপি কর্মী আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।
বিজেপি কর্মী কৃষ্ণেন্দু মান্নার অভিযোগ, দলীয় কর্মসূচি সেরে সন্ধ্যায় আরামবাগ থেকে বাড়ি ফেরার পথে হরিণখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মীরা তাঁকে মারধর করেন । ভোটের আগে সন্ত্রাস চালানোর জন্য মারধর করা হয়েছে বলে অভিযোগ ওই বিজেপি কর্মীর । এ বিষয়ে আরামবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে ।
অন্যদিকে, পুরশুড়া বিধানসভা শ্রীরামপুর অঞ্চলে বিজেপি কর্মী বংশী ঘোষের অভিযোগ, রবিবার সন্ধায় শ্রীরামপুর অঞ্চলে বিজেপির দলীয় পতাকা বিভিন্ন এলাকায় লাগাচ্ছিলেন তখনই তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁদেরকে মারধর করে । এ ঘটনায় আহত হন দুই বিজেপি কর্মী । এ বিষয়ে খানাকুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে ।
এ বিষয়ে বিজেপি নেতা সুমন তিওয়ারি বলেন, "ভোটের আগে বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালানোর জন্য আমাদের কর্মীদের মারধর করছে ৷ এর জবাব আমরা 2 মে-র পর দেব ।"
আরও পড়ুন:"কী ভাবেন ? ভগবান না সুপার হিউম্যান ?" মোদিকে তোপ মমতার
যদিও এই মারধরের ঘটনার অভিযোগ অস্বীকার করেছে পুরশুড়া তৃণমূল নেতৃত্ব ৷ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ ৷