ETV Bharat / state

দেখে ভালো মনে হত অমিতকে, যা ঘটল দুঃখজনক ; বলছেন প্রতিবেশীরা - man committed suicide after killing wife

একসময় উত্তরপাড়ার শম্ভু দাশগুপ্ত সরনীর নরেন অ্যাপার্টমেন্টে থাকত অমিত আগরওয়াল । বেঙ্গালুরুতে যাওয়ার পরও এখানে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে আসত । আজ খুনের ঘটনায় স্তম্ভিত তার প্রতিবেশীরা ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 23, 2020, 7:35 PM IST

উত্তরপাড়া, 23 জুন : একসময় উত্তরপাড়া দ্বারিক জঙ্গল রোডের একটি অ্যাপার্টমেন্টে থাকত অমিত আগরওয়াল । পরে চাকরিসূত্রে বেঙ্গালুরু চলে যায় । তবে উত্তরপাড়ার বাড়িতে যাতায়াত ছিল তার । প্রতিবেশীদের কথায়, মাঝে মাঝেই স্ত্রীকে নিয়ে বাবা মায়ের সঙ্গে দেখা করতে আসত সে । আচার-আচরণও ভালো ছিল । তবে এরকম কিছু ঘটে যাবে কেউ ভাবতে পারছেন না ।

উত্তরপাড়ার শম্ভু দাশগুপ্ত সরনীর নরেন অ্যাপার্টমেন্টের A ব্লকের চার তলার 12 ও 13 নম্বর ফ্ল্যাট । 2006 সালে বি কে সিংয়ের কাছ থেকে এই ফ্ল্যাট কেনা হয় । তারপর থেকে এখানেই থাকত অমিতের পরিবার । গতবছর সরস্বতী পুজোর পর ডানলপ রথতলায় চলে যায় অমিত । আর উত্তরপাড়ায় থাকত না । এখানে বাবা-মা আর অমিতের দাদা প্রদীপ থাকত । স্ত্রী শিল্পীকে নিয়ে বেঙ্গালুরু থেকে মাঝেসাঝেই আসত অমিত । কিন্তু এভাবে নিজের স্ত্রী ও শাশুড়িকে খুন করে আত্মঘাতী হওয়ার ঘটনায় অবাক প্রতিবেশীরা । এবিষয়ে প্রতিবেশী সুমন সরকার বলেন, "ওরা এখানে থাকে না । তবে মাঝে-সাঝে স্ত্রীকে নিয়ে বাবা মায়ের সঙ্গে দেখা করতে আসত অমিত । কিন্তু যা হল, খুবই খারাপ । দুঃখজনক ঘটনা ।"

ভিডিয়ো শুনুন অমিতের প্রতিবেশীর বক্তব্য

এই সংক্রান্ত আরও পড়ুন : বিমানবন্দর চত্বরে ঘণ্টাখানেক কাটিয়েছিল অমিত, সেখানেই কি রহস্য ?

আর এক প্রতিবেশী বুবাই ভট্টাচার্য বলেন, "ভালোভাবেই জানতাম অমিতকে । বেশ কয়েকবার কথা হয়েছিল । কেমন আছিস ? কী চলছে? জিজ্ঞাসা করতাম । আচার-আচরণ ভালোই ছিল ওর । অমিতের স্ত্রীর ব্যবহারও ভালো ছিল । কিন্তু কেন এরকম হল, বলতে পারব না । কার মনে কী পাপ আছে, কী করে বলব বলুন? তবে, প্রতিবেশী হিসেবে চাই, ঘটনার তদন্ত হোক ।"

বেঙ্গালুরুতে স্ত্রীকে খুনের পর গতকাল সন্ধ্যায় শ্বশুরবাড়ির ফ্লাটে আসে অমিত । কথাবার্তা চলাকালীনই পিস্তল বের করে খুন করেন শাশুড়িকে । পরে নিজে আত্মাঘাতী হন । কিন্তু কেন এই খুন । তার তদন্তে নেমেছে পুলিশ । অমিতের ন'বছরের ছেলে ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

উত্তরপাড়া, 23 জুন : একসময় উত্তরপাড়া দ্বারিক জঙ্গল রোডের একটি অ্যাপার্টমেন্টে থাকত অমিত আগরওয়াল । পরে চাকরিসূত্রে বেঙ্গালুরু চলে যায় । তবে উত্তরপাড়ার বাড়িতে যাতায়াত ছিল তার । প্রতিবেশীদের কথায়, মাঝে মাঝেই স্ত্রীকে নিয়ে বাবা মায়ের সঙ্গে দেখা করতে আসত সে । আচার-আচরণও ভালো ছিল । তবে এরকম কিছু ঘটে যাবে কেউ ভাবতে পারছেন না ।

উত্তরপাড়ার শম্ভু দাশগুপ্ত সরনীর নরেন অ্যাপার্টমেন্টের A ব্লকের চার তলার 12 ও 13 নম্বর ফ্ল্যাট । 2006 সালে বি কে সিংয়ের কাছ থেকে এই ফ্ল্যাট কেনা হয় । তারপর থেকে এখানেই থাকত অমিতের পরিবার । গতবছর সরস্বতী পুজোর পর ডানলপ রথতলায় চলে যায় অমিত । আর উত্তরপাড়ায় থাকত না । এখানে বাবা-মা আর অমিতের দাদা প্রদীপ থাকত । স্ত্রী শিল্পীকে নিয়ে বেঙ্গালুরু থেকে মাঝেসাঝেই আসত অমিত । কিন্তু এভাবে নিজের স্ত্রী ও শাশুড়িকে খুন করে আত্মঘাতী হওয়ার ঘটনায় অবাক প্রতিবেশীরা । এবিষয়ে প্রতিবেশী সুমন সরকার বলেন, "ওরা এখানে থাকে না । তবে মাঝে-সাঝে স্ত্রীকে নিয়ে বাবা মায়ের সঙ্গে দেখা করতে আসত অমিত । কিন্তু যা হল, খুবই খারাপ । দুঃখজনক ঘটনা ।"

ভিডিয়ো শুনুন অমিতের প্রতিবেশীর বক্তব্য

এই সংক্রান্ত আরও পড়ুন : বিমানবন্দর চত্বরে ঘণ্টাখানেক কাটিয়েছিল অমিত, সেখানেই কি রহস্য ?

আর এক প্রতিবেশী বুবাই ভট্টাচার্য বলেন, "ভালোভাবেই জানতাম অমিতকে । বেশ কয়েকবার কথা হয়েছিল । কেমন আছিস ? কী চলছে? জিজ্ঞাসা করতাম । আচার-আচরণ ভালোই ছিল ওর । অমিতের স্ত্রীর ব্যবহারও ভালো ছিল । কিন্তু কেন এরকম হল, বলতে পারব না । কার মনে কী পাপ আছে, কী করে বলব বলুন? তবে, প্রতিবেশী হিসেবে চাই, ঘটনার তদন্ত হোক ।"

বেঙ্গালুরুতে স্ত্রীকে খুনের পর গতকাল সন্ধ্যায় শ্বশুরবাড়ির ফ্লাটে আসে অমিত । কথাবার্তা চলাকালীনই পিস্তল বের করে খুন করেন শাশুড়িকে । পরে নিজে আত্মাঘাতী হন । কিন্তু কেন এই খুন । তার তদন্তে নেমেছে পুলিশ । অমিতের ন'বছরের ছেলে ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.