ETV Bharat / bharat

MNREGA মজুরির জন্য এখনই বাধ্যতামূলক নয় আধার, সুপারিশ সংসদীয় কমিটির - AADHAAR BASED MGNREGS PAYMENTS

মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের মজুরি দেওয়ার জন্য আধার ভিত্তিক পেমেন্ট ব্রিজ সিস্টেম বাধ্যতামূলক না করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

Aadhaar Based MGNREGS Payments
মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম (ইটিভি ভারত)
author img

By PTI

Published : 3 hours ago

নয়াদিল্লি, 18 ডিসেম্বর: একটি সংসদীয় কমিটি গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের (MNREGA) অধীনে মজুরির টাকা দেওয়ার জন্য 'আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেম' (ABPS) বাধ্যতামূলক না করার সুপারিশ করেছে। কমিটি মনে করে, এই ব্যবস্থা বাধ্যতামূলক করা এখনই উচিত হবে না। কমিটি 2008 সাল থেকে মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের (MNREGA) অধীনে দেওয়া মজুরির হার পর্যালোচনা করে এই মতামত জানিয়েছে।

মঙ্গলবার লোকসভায় গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ সংক্রান্ত স্থায়ী কমিটির একটি রিপোর্ট পেশ করা হয়। কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে যে, মজুরির টাকা দেওয়ার জন্য একটি বিকল্প ব্যবস্থা থাকা উচিত, যাতে মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের মূল লক্ষ্য ব্যর্থ না হয়ে যায়।

এই সংসদীয় কমিটি মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি বাড়ানোর সুপারিশ করেছে। কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে, 2008 সাল থেকে MNREGA-এর অধীনে দেওয়া মজুরির হার পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, শ্রমিকদের মজুরি মুদ্রাস্ফীতির নিরিখে অপর্যাপ্ত। এর ফলে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মেলানো যাচ্ছে না। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 'আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেম' (ABPS) বাধ্যতামূলক করা হয়েছে। যদিও সংসদীয় কমিটির মতে, এখনই এই ব্যবস্থা বাধ্যতামূলক করা উচিত হবে না।

সংসদীয় কমিটি মনে করে, মজুরি সংক্রান্ত কারিগরি সমস্যার এখনও সমাধান হয়নি। ফলে এখনও মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের বাইরে রয়েছে লাখ লাখ শ্রমিক। সুতরাং, এখনই আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেম কার্যকর না করে বিকল্প ব্যবস্থায় মজুরি দেওয়া উচিত বলে জানিয়েছে ওই কমিটি ৷ এই প্রকল্পের সম্পর্কে দেশের লক্ষ লক্ষ শ্রমিকের মধ্যে সচেতনতা বৃদ্ধির দিকেও জোর দিয়েছে সংসদীয় কমিটি ৷

নয়াদিল্লি, 18 ডিসেম্বর: একটি সংসদীয় কমিটি গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের (MNREGA) অধীনে মজুরির টাকা দেওয়ার জন্য 'আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেম' (ABPS) বাধ্যতামূলক না করার সুপারিশ করেছে। কমিটি মনে করে, এই ব্যবস্থা বাধ্যতামূলক করা এখনই উচিত হবে না। কমিটি 2008 সাল থেকে মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের (MNREGA) অধীনে দেওয়া মজুরির হার পর্যালোচনা করে এই মতামত জানিয়েছে।

মঙ্গলবার লোকসভায় গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ সংক্রান্ত স্থায়ী কমিটির একটি রিপোর্ট পেশ করা হয়। কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে যে, মজুরির টাকা দেওয়ার জন্য একটি বিকল্প ব্যবস্থা থাকা উচিত, যাতে মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের মূল লক্ষ্য ব্যর্থ না হয়ে যায়।

এই সংসদীয় কমিটি মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি বাড়ানোর সুপারিশ করেছে। কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে, 2008 সাল থেকে MNREGA-এর অধীনে দেওয়া মজুরির হার পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, শ্রমিকদের মজুরি মুদ্রাস্ফীতির নিরিখে অপর্যাপ্ত। এর ফলে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মেলানো যাচ্ছে না। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 'আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেম' (ABPS) বাধ্যতামূলক করা হয়েছে। যদিও সংসদীয় কমিটির মতে, এখনই এই ব্যবস্থা বাধ্যতামূলক করা উচিত হবে না।

সংসদীয় কমিটি মনে করে, মজুরি সংক্রান্ত কারিগরি সমস্যার এখনও সমাধান হয়নি। ফলে এখনও মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের বাইরে রয়েছে লাখ লাখ শ্রমিক। সুতরাং, এখনই আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেম কার্যকর না করে বিকল্প ব্যবস্থায় মজুরি দেওয়া উচিত বলে জানিয়েছে ওই কমিটি ৷ এই প্রকল্পের সম্পর্কে দেশের লক্ষ লক্ষ শ্রমিকের মধ্যে সচেতনতা বৃদ্ধির দিকেও জোর দিয়েছে সংসদীয় কমিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.