ETV Bharat / entertainment

প্রতিদিন জ্যামিকে ফলো করছেন কেউ ! কারণ কী? - JAMMY BANERJEE

রহস্য-রোমাঞ্চের ঘরনায় অন্য স্বাদের ছবিতে দেখা যাবে জ্যামি বন্দ্যোপাধ্যায়কে ৷ মুক্তির অপেক্ষায় 'জাযা'।

Etv Bharat
মুক্তির অপেক্ষায় 'জাযা'। (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 3 hours ago

কলকাতা, 18 ডিসেম্বর: ফের থ্রিলার ছবি দর্শকের দরবারে। মুখ্য চরিত্রে 'লালবাজার' খ্যাত জ্যামি বন্দ্যোপাধ্যায়। বাংলার পর এবার অভিনেতাকে দেখা যাবে হিন্দি ছবিতে অভিনেতা জ্যামিকে। ছবির নাম 'জাযা'। পরিচালনা করছেন প্রাঞ্জল চক্রবর্তী। গল্পও পরিচালকের নিজস্ব।

জ্যামি ইটিভি ভারতকে বলেন, " আগামী বছর মার্চ বা এপ্রিল মাস নাগাদ মুক্তির সম্ভাবনা আছে ছবিটার। অবিনাশ আমার চরিত্রের নাম। যাকে একজন বয়স্ক লোক দশ বছর ধরে ফলো করে চলেছে। এখানেই রহস্য। একটা পার্টির দৃশ্যে রহস্যের উন্মোচন হবে। ফ্ল্যাশ ব্যাকে আসবে দশ বছর আগের ঘটনা।"

অভিনেতা আরও বলেন, "এই ছবিতে শুধু অভিনয় নয়, আরও অনেকগুলো দায়িত্বে ছিলাম আমি। ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বও সামলেছি। দশ বছর আগের ফ্ল্যাশব্যাকে যে লুকে আমাকে দেখা যাবে সেটা আনতে পাঁচ-ছয় মাস আমাকে অপেক্ষা করতে হয়েছে। কারণ আমার অন্য প্রজেক্ট চলছিল। তাই লুক বদলাতে অনেকটা সময় লেগেছে। আট মাস লেগেছে আমাদের শুটিং করতে। গল্পটা একদম অন্য ধরনের। আশা করব দর্শকের ভালো লাগবে।"

'জাযা' একটি আরবী শব্দ ৷ যার অর্থ প্রতিদান বা বদলা ৷ বলা যায়, ছবির নাম যখন 'জাযা', সেখানে গল্পের মোড়কে নিশ্চই বদলা বা অন্য কিছু নিশ্চই লুকিয়ে রয়েছে ৷ জ্যামির পাশাপাশি ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে বলরাম পাণ্ডে, স্বাতী মুখোপাধ্যায়, রিয়া সাহা, সুমা দে-সহ আরও অনেককে। গল্পের দিকে তাকালে দেখা যাবে, শঙ্কর শর্মা (বলরাম পাণ্ডে) কলকাতার একটি সংস্থায় অ্যাকাউন্ট্যান্টের কাজ করেন।

হঠাতই অবিনাশ নামে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে তিনি ফলো করতে শুরু করেন। একদিন অবিনাশকে ডেকে তাঁর সংস্থায় কাজে যোগ দিতে চান বলে জানান। কাজের মুন্সিয়ানায় ধীরে ধীরে অবিনাশের কাছের মানুষ হয়ে ওঠেন শঙ্কর। এরপর একটি পার্টিতে সামনে আসে শঙ্করের আসল পরিচয়। কে এই শঙ্কর? কেন তিনি ফলো করতেন অবিনাশকে? জানা যাবে 'জাযা' মুক্তির পরেই ।

কলকাতা, 18 ডিসেম্বর: ফের থ্রিলার ছবি দর্শকের দরবারে। মুখ্য চরিত্রে 'লালবাজার' খ্যাত জ্যামি বন্দ্যোপাধ্যায়। বাংলার পর এবার অভিনেতাকে দেখা যাবে হিন্দি ছবিতে অভিনেতা জ্যামিকে। ছবির নাম 'জাযা'। পরিচালনা করছেন প্রাঞ্জল চক্রবর্তী। গল্পও পরিচালকের নিজস্ব।

জ্যামি ইটিভি ভারতকে বলেন, " আগামী বছর মার্চ বা এপ্রিল মাস নাগাদ মুক্তির সম্ভাবনা আছে ছবিটার। অবিনাশ আমার চরিত্রের নাম। যাকে একজন বয়স্ক লোক দশ বছর ধরে ফলো করে চলেছে। এখানেই রহস্য। একটা পার্টির দৃশ্যে রহস্যের উন্মোচন হবে। ফ্ল্যাশ ব্যাকে আসবে দশ বছর আগের ঘটনা।"

অভিনেতা আরও বলেন, "এই ছবিতে শুধু অভিনয় নয়, আরও অনেকগুলো দায়িত্বে ছিলাম আমি। ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বও সামলেছি। দশ বছর আগের ফ্ল্যাশব্যাকে যে লুকে আমাকে দেখা যাবে সেটা আনতে পাঁচ-ছয় মাস আমাকে অপেক্ষা করতে হয়েছে। কারণ আমার অন্য প্রজেক্ট চলছিল। তাই লুক বদলাতে অনেকটা সময় লেগেছে। আট মাস লেগেছে আমাদের শুটিং করতে। গল্পটা একদম অন্য ধরনের। আশা করব দর্শকের ভালো লাগবে।"

'জাযা' একটি আরবী শব্দ ৷ যার অর্থ প্রতিদান বা বদলা ৷ বলা যায়, ছবির নাম যখন 'জাযা', সেখানে গল্পের মোড়কে নিশ্চই বদলা বা অন্য কিছু নিশ্চই লুকিয়ে রয়েছে ৷ জ্যামির পাশাপাশি ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে বলরাম পাণ্ডে, স্বাতী মুখোপাধ্যায়, রিয়া সাহা, সুমা দে-সহ আরও অনেককে। গল্পের দিকে তাকালে দেখা যাবে, শঙ্কর শর্মা (বলরাম পাণ্ডে) কলকাতার একটি সংস্থায় অ্যাকাউন্ট্যান্টের কাজ করেন।

হঠাতই অবিনাশ নামে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে তিনি ফলো করতে শুরু করেন। একদিন অবিনাশকে ডেকে তাঁর সংস্থায় কাজে যোগ দিতে চান বলে জানান। কাজের মুন্সিয়ানায় ধীরে ধীরে অবিনাশের কাছের মানুষ হয়ে ওঠেন শঙ্কর। এরপর একটি পার্টিতে সামনে আসে শঙ্করের আসল পরিচয়। কে এই শঙ্কর? কেন তিনি ফলো করতেন অবিনাশকে? জানা যাবে 'জাযা' মুক্তির পরেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.