ETV Bharat / state

Firhad Hakim : রাজ্যপাল ফাইল ছাড়লেই আসানসোল পুর বোর্ড গঠন হবে, মন্তব্য ফিরহাদের

শ্রীরামপুরে লজিস্টিক হাব ও ড্রেনেজ পাম্পিং স্টেশনের উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim on Asansol Municipal Corporation formation)। আসানসোল পৌরনিগমে বোর্ড গঠন নিয়েও বললেন কথা ৷

Firhad Hakim news
শ্রীরামপুরে লজিস্টিক হাব ও ড্রেনেজ পাম্পিং স্টেশনের উদ্বোধনে মন্ত্রী ফিরহাদ হাকিম
author img

By

Published : May 26, 2022, 9:49 AM IST

হুগলি, 26 মে : আসানসোল পৌরনিগমে ডেপুটি মেয়র নিয়ে জট কাটেনি । সেই ফাইল গিয়েছে রাজ্যপালের হাতে । কিন্তু তিনমাস পেরিয়ে গেলেও ডেপুটি মেয়র পদে কেউ না থাকায় সমস্যায় পড়েছে পৌরনিগম । মেয়র পরিষদ গঠন করে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ পৌরবোর্ড তৈরি হয়নি আসানসোল পৌরনিগমে । তার ওপর জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী আসানসোল পৌরনিগমের বিরোধী দলনেত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি হাইকোর্টে মামলা দায়ের করেছেন । আর এই জটিলতার মধ্যে মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "আসানসোল পৌরনিগমে বোর্ড গঠন নিয়ে কথা চলছে । দ্রুত বোর্ড গঠন হবে । আমরা দু'জন মেয়রের নাম ঘোষণা করেছিলাম । রাজ্যপালের কাছে ফাইল আছে । উনি যত তাড়াতাড়ি ছাড়বেন তত তাড়াতাড়িই বোর্ড গঠন হবে (Firhad Hakim on Asansol Municipal Corporation formation)।"

এছাড়াও জ্ঞানবাপী মসজিদ, কুতুব মিনার, মথুরা, কাশীতে প্রাচীন স্থাপত্য নিয়ে রাজনীতি চলছে । মন্ত্রী বলেন, "শাসক যখন খেতে দিতে পারে না তখন ধর্মান্ধতায় ঠেলে দেয় । খাদ্য-বস্ত্র-বাসস্থান মানুষের প্রাথমিক চাহিদা । মানুষের কাছে খাদ্য নেই । তেলের দাম আকাশ ছোঁয়া । ভারতবর্ষে কুড়ি থেকে চল্লিশ বছরের যুবরা কাজ পাচ্ছে না । বিশ্বের মধ্যে বেকারত্বে এগিয়ে ভারত ।"

শ্রীরামপুরে লজিস্টিক হাব ও ড্রেনেজ পাম্পিং স্টেশনের উদ্বোধনে মন্ত্রী ফিরহাদ হাকিম

আরও পড়ুন : গতবারের মতো জল জমবে না, বর্ষার মুখে খিদিরপুর-বেহালাবাসীকে আশ্বাস মেয়রের

বুধবার শ্রীরামপুরে লজিস্টিক হাব ও ড্রেনেজ পাম্পিং স্টেশনের উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি প্রথমে পিয়ারাপুরে দিল্লি রোডের ধারে 143 একর জমিতে দি ক্যালকাটা ট্রান্সপোর্ট লজিস্টিক হাবের শিলান্যাস করেন । লজিস্টিক হাবের গুরুত্ব বোঝাতে গিয়ে মন্ত্রী বলেন, "আগামিদিনে কলকাতায় কোনও বড় লরি ঢুকবে না । এই লজিস্টিক হাবে পণ্য় খালি হবে । এখান থেকে ছোটো গাড়িতে কলকাতার বাজারগুলোতে পৌঁছে যাবে । এর ফলে দূষন কমবে যানজট থেকেও মুক্তি মিলবে । ধাপে ধাপে সরকারি যানবাহন ইলেকট্রিক করে দেওয়া হবে ।"

অন্যদিকে শ্রীরামপুরের 27 নম্বর ওয়ার্ডে ড্রেনেজ পাম্পিং স্টেশনের উদ্বোধন করেন তিনি । 14 কোটি টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই পাম্পিং স্টেশন । শ্রীরামপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে । বর্ষায় দুর্গতির শেষ থাকে না শহরবাসীর । পাম্পিং স্টেশন তৈরি হওয়ায় সেই সমস্যা দূর হবে ।

হুগলি, 26 মে : আসানসোল পৌরনিগমে ডেপুটি মেয়র নিয়ে জট কাটেনি । সেই ফাইল গিয়েছে রাজ্যপালের হাতে । কিন্তু তিনমাস পেরিয়ে গেলেও ডেপুটি মেয়র পদে কেউ না থাকায় সমস্যায় পড়েছে পৌরনিগম । মেয়র পরিষদ গঠন করে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ পৌরবোর্ড তৈরি হয়নি আসানসোল পৌরনিগমে । তার ওপর জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী আসানসোল পৌরনিগমের বিরোধী দলনেত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি হাইকোর্টে মামলা দায়ের করেছেন । আর এই জটিলতার মধ্যে মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "আসানসোল পৌরনিগমে বোর্ড গঠন নিয়ে কথা চলছে । দ্রুত বোর্ড গঠন হবে । আমরা দু'জন মেয়রের নাম ঘোষণা করেছিলাম । রাজ্যপালের কাছে ফাইল আছে । উনি যত তাড়াতাড়ি ছাড়বেন তত তাড়াতাড়িই বোর্ড গঠন হবে (Firhad Hakim on Asansol Municipal Corporation formation)।"

এছাড়াও জ্ঞানবাপী মসজিদ, কুতুব মিনার, মথুরা, কাশীতে প্রাচীন স্থাপত্য নিয়ে রাজনীতি চলছে । মন্ত্রী বলেন, "শাসক যখন খেতে দিতে পারে না তখন ধর্মান্ধতায় ঠেলে দেয় । খাদ্য-বস্ত্র-বাসস্থান মানুষের প্রাথমিক চাহিদা । মানুষের কাছে খাদ্য নেই । তেলের দাম আকাশ ছোঁয়া । ভারতবর্ষে কুড়ি থেকে চল্লিশ বছরের যুবরা কাজ পাচ্ছে না । বিশ্বের মধ্যে বেকারত্বে এগিয়ে ভারত ।"

শ্রীরামপুরে লজিস্টিক হাব ও ড্রেনেজ পাম্পিং স্টেশনের উদ্বোধনে মন্ত্রী ফিরহাদ হাকিম

আরও পড়ুন : গতবারের মতো জল জমবে না, বর্ষার মুখে খিদিরপুর-বেহালাবাসীকে আশ্বাস মেয়রের

বুধবার শ্রীরামপুরে লজিস্টিক হাব ও ড্রেনেজ পাম্পিং স্টেশনের উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি প্রথমে পিয়ারাপুরে দিল্লি রোডের ধারে 143 একর জমিতে দি ক্যালকাটা ট্রান্সপোর্ট লজিস্টিক হাবের শিলান্যাস করেন । লজিস্টিক হাবের গুরুত্ব বোঝাতে গিয়ে মন্ত্রী বলেন, "আগামিদিনে কলকাতায় কোনও বড় লরি ঢুকবে না । এই লজিস্টিক হাবে পণ্য় খালি হবে । এখান থেকে ছোটো গাড়িতে কলকাতার বাজারগুলোতে পৌঁছে যাবে । এর ফলে দূষন কমবে যানজট থেকেও মুক্তি মিলবে । ধাপে ধাপে সরকারি যানবাহন ইলেকট্রিক করে দেওয়া হবে ।"

অন্যদিকে শ্রীরামপুরের 27 নম্বর ওয়ার্ডে ড্রেনেজ পাম্পিং স্টেশনের উদ্বোধন করেন তিনি । 14 কোটি টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই পাম্পিং স্টেশন । শ্রীরামপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে । বর্ষায় দুর্গতির শেষ থাকে না শহরবাসীর । পাম্পিং স্টেশন তৈরি হওয়ায় সেই সমস্যা দূর হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.