ETV Bharat / state

Aparupa Poddar: তৃণমূল সাংসদ অপরূপার স্বামী ও মেয়ে ডেঙ্গিতে আক্রান্ত - Dengue

তাঁরা সপরিবার হায়দরাবাদে গিয়েছিলেন ৷ অক্টোবরের শেষে রাজ্যে ফেরেন ৷ এরপর আরামবাগে তৃণমূল সাংসদের স্বামী ও ছোট মেয়ের ডেঙ্গি ধরা পড়ে (Arambagh Dengue News) ৷

Dengue Infected
ETV Bharat
author img

By

Published : Nov 5, 2022, 11:46 AM IST

Updated : Nov 5, 2022, 2:20 PM IST

রিষড়া, 5 নভেম্বর: ডেঙ্গি আক্রান্ত রিষড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাকির আলী ৷ তাঁর ছোটো মেয়েও ছাড় পায়নি । তিনি আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী । সাংসদের স্বামী ও ছোটে মেয়ে শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ।

তৃণমূলের সাংসদ জানান, তিনি, তাঁর স্বামী সাকির আলী ও ছোটো মেয়ে সম্প্রতি হায়দরাবাদ থেকে ফিরেছেন ৷ 26 অক্টোবর তাঁরা বাড়ি ফেরেন । তখন থেকে গোটা পরিবার অসুস্থ হয়ে পড়ে । 1 নভেম্বরে সাকির আলী ও তাঁর এক মেয়ের ডেঙ্গি পজিটিভ ধরা পড়ে । সাংসদের অনুমান, হায়দরাবাদ থেকেই আক্রান্ত হয়েছেন তাঁর স্বামী ও ছোটো মেয়ে । তিনি বলেন, "হায়দরাবাদ থেকে ফেরার পর হয়েছে বলে মনে হয় । কীভাবে হল বুঝতে পারছি না । এর আগে আমার রক্ত পরীক্ষা করিয়েছিলাম ৷ সেখানে ডেঙ্গি নেগেটিভ এসেছিল । এখন আবার টেস্ট করব ।"

ডেঙ্গিতে আক্রান্ত অপরূপা পোদ্দারের স্বামী রিষড়া পৌরসভার কাউন্সিলর সাকির আলী ও মেয়ে

আরও পড়ুন: ডেঙ্গিতে মৃত বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার

বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকির আলী বলেন, "আমরা হায়দরাবাদ গিয়েছিলাম ৷ সেখান থেকে ফিরেই জ্বর হয়েছে ৷ তারপর সবাই অসুস্থ হয়ে পড়েছে ৷" তিনি জানালেন, তাঁর এবং তাঁর দু'বছরের কন্যা সন্তানের ডেঙ্গি ধরা পড়েছে ৷ স্ত্রী অপরূপা পোদ্দারের একবার রক্তপরীক্ষা হয়েছে ৷ কিন্তু তাতে ডেঙ্গি ধরা পড়েনি ৷ ফের তাঁর রক্তপরীক্ষা করা হবে বলে জানালেন সাকির ৷ তবে ডেঙ্গি যে বাড়ির এলাকা থেকে হয়নি, সে বিষয়ে নিশ্চিত তিনি ৷

রিষড়া, 5 নভেম্বর: ডেঙ্গি আক্রান্ত রিষড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাকির আলী ৷ তাঁর ছোটো মেয়েও ছাড় পায়নি । তিনি আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী । সাংসদের স্বামী ও ছোটে মেয়ে শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ।

তৃণমূলের সাংসদ জানান, তিনি, তাঁর স্বামী সাকির আলী ও ছোটো মেয়ে সম্প্রতি হায়দরাবাদ থেকে ফিরেছেন ৷ 26 অক্টোবর তাঁরা বাড়ি ফেরেন । তখন থেকে গোটা পরিবার অসুস্থ হয়ে পড়ে । 1 নভেম্বরে সাকির আলী ও তাঁর এক মেয়ের ডেঙ্গি পজিটিভ ধরা পড়ে । সাংসদের অনুমান, হায়দরাবাদ থেকেই আক্রান্ত হয়েছেন তাঁর স্বামী ও ছোটো মেয়ে । তিনি বলেন, "হায়দরাবাদ থেকে ফেরার পর হয়েছে বলে মনে হয় । কীভাবে হল বুঝতে পারছি না । এর আগে আমার রক্ত পরীক্ষা করিয়েছিলাম ৷ সেখানে ডেঙ্গি নেগেটিভ এসেছিল । এখন আবার টেস্ট করব ।"

ডেঙ্গিতে আক্রান্ত অপরূপা পোদ্দারের স্বামী রিষড়া পৌরসভার কাউন্সিলর সাকির আলী ও মেয়ে

আরও পড়ুন: ডেঙ্গিতে মৃত বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার

বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকির আলী বলেন, "আমরা হায়দরাবাদ গিয়েছিলাম ৷ সেখান থেকে ফিরেই জ্বর হয়েছে ৷ তারপর সবাই অসুস্থ হয়ে পড়েছে ৷" তিনি জানালেন, তাঁর এবং তাঁর দু'বছরের কন্যা সন্তানের ডেঙ্গি ধরা পড়েছে ৷ স্ত্রী অপরূপা পোদ্দারের একবার রক্তপরীক্ষা হয়েছে ৷ কিন্তু তাতে ডেঙ্গি ধরা পড়েনি ৷ ফের তাঁর রক্তপরীক্ষা করা হবে বলে জানালেন সাকির ৷ তবে ডেঙ্গি যে বাড়ির এলাকা থেকে হয়নি, সে বিষয়ে নিশ্চিত তিনি ৷

Last Updated : Nov 5, 2022, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.