পুরশুড়া, ২০ মার্চ : তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ উঠল যুব তৃণমূল নেতা শেখ ফারহাদসহ আরও চার যুব নেতার বিরুদ্ধে। ঘটনাটি হুগলির পুরশুড়া থানার শ্যামপুর এলাকার।
পুরশুড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। সেই বিবাদকে কেন্দ্র করেই গতকাল আরামবাগের প্রার্থীর দেওয়াল লিখনের সময় তৃণমূল ও যুব তৃণমূলের মধ্যে শুরু হয় বচসা।
অভিযোগ, বচসার সময় পঞ্চায়েত সদস্যের বিবি সামনে এলে তাঁকে ব্যাপক মারধর করা হয়। গলা টিপে খুনের চেষ্টা ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় যুব তৃণমূলের চার নেতার বিরুদ্ধে আরামবাগ SDO-র কাছে অভিযোগ দায়ের হয়েছে।
অন্যদিকে, যুব নেতা শেখ ফারহাদ অভিযোগ অস্বীকার করে বলেন, "ওঁরা দলের নাম ভাঙিয়ে তোলাবাজি করত। উন্নয়নে বাধা দিত। তাই জনরোষের স্বীকার হয়েছেন। আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।"