পান্ডুয়া, 11 ডিসেম্বর : জেল থেকে পালানো মুম্বইয়ের এক আসামি ধরা পড়ল পাণ্ডুয়া থেকে । পান্ডুয়া থানার পুলিশ ও মুম্বই পুলিশের যৌথ অভিযানে ওই আসামি গ্রেপ্তার হয় ৷ অভিযুক্তের নাম মহম্মদ বাদশা ।
পুলিশ সূত্রে খবর, এগারো মাস আগে মুর্শিদাবাদের এক নাবালিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করার অপরাধে গ্রেপ্তার হয় বাদশা । সেই সময় তাকে মুম্বই পুলিশ গ্রেপ্তার করেছিল । আদালতে নিয়ে যাওয়ার সময় সে পালিয়ে যায় । এরপর দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে বৈঁচি পূর্বপাড়া এলাকায় গা ঢাকা দিয়ে থাকে ৷ অবশেষে আজ বাদশাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় মুম্বইয়ে । বাদশা pocso কেসে ও 224 জেল পালানোর মামলায় অভিযুক্ত ছিল ।
মুম্বইয়ের আন্ধেরিতে এমব্রয়ডারির কাজ করত বাদশা । ওই একই জায়গায় কাজ করত মুর্শিদাবাদের নাবালিকার মা ৷ সেই সময় ওই নাবালিকাকে নিয়ে পালিয়ে যায় বাদশা । যার কারণে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ ।