ETV Bharat / state

তৃণমূলের পালটা সভা শেওড়াফুলিতে, শিকেয় সামাজিক দূরত্ব ?

বাড়ছে কোরোনা সংক্রমণ । তার মাঝেই সভা, পালটা সভা চলছে । 24 তারিখ শেওড়াফুলিতে সভা করে BJP । আজ তার পালটা সভা করে তৃণমূল ।

after BJP rally TMC held on counter-rally
শেওড়াফুলিতে BJP-র পাল্টা সভা তৃণমূলের
author img

By

Published : Jul 28, 2020, 7:00 AM IST

Updated : Jul 28, 2020, 10:13 AM IST

শেওড়াফুলি, 27 জুলাই : কোরোনা পরিস্থিতিতেই চলছে রাজনৈতিক মিটিং-মিছিল । তৃণমূল ও BJP কেউ কাউকে রাজনৈতিক জমি ছাড়তে নারাজ । তাই শেওড়াফুলিতে অর্জুন সিংয়ের সভার পর পালটা সভা করল তৃণমূল । সেখানে কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিয়ে প্রশ্ন উঠেছে । BJP-র দাবি, তারা সভা করলেও সামাজিক দূরত্ব বজায় ছিল ।

তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "সামাজিক দূরত্ব মানার চেষ্টা করা হচ্ছে । মাস্কও পরা হচ্ছে । কিন্তু রাজনৈতিকভাবে প্রতিবাদ করা প্রয়োজন । তাই আমাদের এই প্রতিবাদ সভা ।"

24 তারিখ শেওড়াফুলিতে সভা করে BJP । সেই সভায় হাজির ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । শেওড়াফুলি পাইকারি বাজারকে আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে, আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে হবে-এই সব একাধিক দাবিতে সভা করে তারা । আজ তার পালটা সভা করে তৃণমূল । শেওড়াফুলি ফাঁড়ি মোড়ে তৃণমূলের সভায় ভিড় উপচে পড়ে । সভায় সামাজিক দূরত্ব বিধি বা মাস্ক পরা নিয়ে প্রশ্ন তোলে BJP ।

দিলীপ যাদব অভিযোগ অস্বীকার করে বলেন, মাস্ক পরেনি এটা হতে পারে না । যদি কেউ না পরে থাকে তাদের নির্দেশ দেওয়া হবে । BJP বিশৃঙ্খলা তৈরি করে । অর্জুন সিং জেতার পর ওপারে কী হচ্ছে সবাই দেখছে । শ্রীরামপুরে সেসব কিছুই হয়নি ।

BJP-র শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল ঘোষ বলেন, "আমরা অর্জুন সিংয়ের সভা করেছিলাম । কিন্তু তৃণমূল আজ GT রোডের উপর সভা করছে । কোনও সামাজিক দূরত্ব মানছে না । তাহলে কোরোনা হবে না তো কী হবে । সেই কারণেই আজ কোরোনা আরও ভয়াবহ রূপ নিচ্ছে । তৃণমূল কিছুই মানছে না ।"

শেওড়াফুলি, 27 জুলাই : কোরোনা পরিস্থিতিতেই চলছে রাজনৈতিক মিটিং-মিছিল । তৃণমূল ও BJP কেউ কাউকে রাজনৈতিক জমি ছাড়তে নারাজ । তাই শেওড়াফুলিতে অর্জুন সিংয়ের সভার পর পালটা সভা করল তৃণমূল । সেখানে কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিয়ে প্রশ্ন উঠেছে । BJP-র দাবি, তারা সভা করলেও সামাজিক দূরত্ব বজায় ছিল ।

তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "সামাজিক দূরত্ব মানার চেষ্টা করা হচ্ছে । মাস্কও পরা হচ্ছে । কিন্তু রাজনৈতিকভাবে প্রতিবাদ করা প্রয়োজন । তাই আমাদের এই প্রতিবাদ সভা ।"

24 তারিখ শেওড়াফুলিতে সভা করে BJP । সেই সভায় হাজির ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । শেওড়াফুলি পাইকারি বাজারকে আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে, আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে হবে-এই সব একাধিক দাবিতে সভা করে তারা । আজ তার পালটা সভা করে তৃণমূল । শেওড়াফুলি ফাঁড়ি মোড়ে তৃণমূলের সভায় ভিড় উপচে পড়ে । সভায় সামাজিক দূরত্ব বিধি বা মাস্ক পরা নিয়ে প্রশ্ন তোলে BJP ।

দিলীপ যাদব অভিযোগ অস্বীকার করে বলেন, মাস্ক পরেনি এটা হতে পারে না । যদি কেউ না পরে থাকে তাদের নির্দেশ দেওয়া হবে । BJP বিশৃঙ্খলা তৈরি করে । অর্জুন সিং জেতার পর ওপারে কী হচ্ছে সবাই দেখছে । শ্রীরামপুরে সেসব কিছুই হয়নি ।

BJP-র শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল ঘোষ বলেন, "আমরা অর্জুন সিংয়ের সভা করেছিলাম । কিন্তু তৃণমূল আজ GT রোডের উপর সভা করছে । কোনও সামাজিক দূরত্ব মানছে না । তাহলে কোরোনা হবে না তো কী হবে । সেই কারণেই আজ কোরোনা আরও ভয়াবহ রূপ নিচ্ছে । তৃণমূল কিছুই মানছে না ।"

Last Updated : Jul 28, 2020, 10:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.