কলকাতা, 10 নভেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার আজ 93 দিন ৷ আর তার মধ্যেই এবার সেই হাসপাতালের আর একটি ঘটনা সামনে এল ৷ শনিবার মধ্যরাতে আরজি করের এক নার্সিং পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে হস্টেলের ঘর থেকে ৷ জানা গিয়েছে, তাঁর হাতের শিরা কাটা ছিল ৷
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জিএনএম নার্সিংয়ের তৃতীয় বর্ষের সেই পড়ুয়া হাসপাতালেই ভর্তি রয়েছেন ৷ শনিবার রাতে হস্টেলের অন্যান্য আবাসিকরা তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে, ট্রমা কেয়ারে নিয়ে আসেন ৷ সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন নার্সিং পড়ুয়া ৷ হাসপাতাল সূত্রে খবর, রাত 1টা 10 মিনিটে ঘটনাটি ঘটে ৷ সেই সময় হস্টেলের রুমে একাই ছিলেন ওই ছাত্রী ৷ নার্সিং পড়ুয়াদের একাংশের দাবি, হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ছাত্রীটি ৷
জানা গিয়েছে, পুরুলিয়ার আদ্রায় বাড়ি আহত ছাত্রীর ৷ তাঁর সহপাঠীদের একাংশের মতে, রুমমেটের সঙ্গে কোনও বিষয়ে মনোমালিন্য চলছিল ৷ সেই কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন ৷ তবে, ঘটনার সময় তাঁর রুমমেট সেখানে ছিলেন না ৷ পাশের ঘরে হস্টেলের অন্যান্য পড়ুয়ারা গল্প করছিলেন ৷ বিষয়টি তাঁদের চোখে পড়ে এবং দ্রুত ওই ছাত্রীকে ট্রমা কেয়ারে নিয়ে যান তাঁরা ৷ হস্টেলের পড়ুয়াদের আরেক অংশ দাবি করেছেন, প্রেমিকের সঙ্গে সম্পর্ক নিয়ে সমস্যা চলছিল তাঁর ৷
যদিও, এই ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে টালা থানা ৷ আহত ছাত্রীর রুমমেট-সহ হস্টেল এবং নার্সিং কলেজের বন্ধুদেরও এ নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ ৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷ জিএনএম নার্সিং কর্তৃপক্ষ এবং পুলিশের তরফে ইতিমধ্যেই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷
(আত্মহত্যা কোনও সমাধান নয়: যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না । জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত । আপনার পাশে দাঁড়াতে তৎপর । সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে । টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন । এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে ।)