ETV Bharat / state

Minor Sexual Abuse : চিপসের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন শিশুকে, গ্রেফতার প্রতিবেশী প্রৌঢ় - 7 years old girl sexually abused by neighbhor in Tarkeshwar

সাত বছরের শিশুকে যৌন নির্যাতনের (Minor Sexual Abuse in Tarkeshwar) অভিযোগ প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে । পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় প্রৌঢ়কে। তার নাম গৌড় মাল। অভিযুক্তকে শনিবার চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

Sexual harassment
যৌন নির্যাতন শিশুকে
author img

By

Published : Mar 20, 2022, 10:49 AM IST

তারকেশ্বর, 20 মার্চ : যৌন নির্যাতনের শিকার এক সাত বছরের শিশু (Minor Sexual Abuse in Tarkeshwar) ৷ মদের নেশায় চুড় হয়ে চিপসের প্রলোভন দেখিয়ে ওই প্রৌঢ় শিশুর ওপর শারীরিক নির্যাতন চালায় ৷ অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ ৷ বছর পঞ্চাশের ওই প্রৌঢ়ের নাম গৌড় মাল ৷ ঘটনাটি তারকেশ্বরের হাউলি এলাকার ৷

পুলিশ সূত্রে খবর তারকেশ্বরের হাউলি এলাকায় গৌড় মালের একটি মুদিখানার দোকান আছে । শুক্রবার দুপুরে ডিম কিনতে দোকানে যায় শিশুটি । তখন মদের নেশায় চুড় ছিল ওই প্রৌঢ়, চিপসের প্রলোভন দেখিয়ে দোকানের ভিতর ঢুকিয়ে নিয়ে যায় । দোকান বন্ধ করে শিশুটির উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত ।

সন্ধ্যায় নির্যাতিতার মা লক্ষ করে মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় কাটা দাগ । জিজ্ঞাসা করতেই মাকে পুরো ঘটনা জানায় মেয়ে । রাতেই পরিবারের তরফ থেকে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । শুক্রবার রাতে পুলিশ গৌড় মালকে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করা হয় ।

আরও পড়ুন : Murder in Panihati : ফের শিরোনামে পানিহাটি, এবার কুপিয়ে খুন যুবককে

শনিবার সকালে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় দু'জনেরই । শিশুটি দোকানে এলে মদের নেশার ঘোরে অপরাধ করে ফেলেছি বলে স্বীকারোক্তি দেয় গৌড় মাল । অভিযুক্তকে শনিবার চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় ।

তারকেশ্বর, 20 মার্চ : যৌন নির্যাতনের শিকার এক সাত বছরের শিশু (Minor Sexual Abuse in Tarkeshwar) ৷ মদের নেশায় চুড় হয়ে চিপসের প্রলোভন দেখিয়ে ওই প্রৌঢ় শিশুর ওপর শারীরিক নির্যাতন চালায় ৷ অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ ৷ বছর পঞ্চাশের ওই প্রৌঢ়ের নাম গৌড় মাল ৷ ঘটনাটি তারকেশ্বরের হাউলি এলাকার ৷

পুলিশ সূত্রে খবর তারকেশ্বরের হাউলি এলাকায় গৌড় মালের একটি মুদিখানার দোকান আছে । শুক্রবার দুপুরে ডিম কিনতে দোকানে যায় শিশুটি । তখন মদের নেশায় চুড় ছিল ওই প্রৌঢ়, চিপসের প্রলোভন দেখিয়ে দোকানের ভিতর ঢুকিয়ে নিয়ে যায় । দোকান বন্ধ করে শিশুটির উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত ।

সন্ধ্যায় নির্যাতিতার মা লক্ষ করে মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় কাটা দাগ । জিজ্ঞাসা করতেই মাকে পুরো ঘটনা জানায় মেয়ে । রাতেই পরিবারের তরফ থেকে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । শুক্রবার রাতে পুলিশ গৌড় মালকে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করা হয় ।

আরও পড়ুন : Murder in Panihati : ফের শিরোনামে পানিহাটি, এবার কুপিয়ে খুন যুবককে

শনিবার সকালে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় দু'জনেরই । শিশুটি দোকানে এলে মদের নেশার ঘোরে অপরাধ করে ফেলেছি বলে স্বীকারোক্তি দেয় গৌড় মাল । অভিযুক্তকে শনিবার চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.