ETV Bharat / state

গাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রকের লোগো, ডানকুনি থেকে ধৃত নকল CBI অফিসার - fake cbi officer

ডানকুনির 2 নম্বর জাতীয় সড়কে পাটনা- কলকাতার বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে 11 তারিখে । গতকাল ডানকুনি থেকে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয় । আজ আদালতে তোলা হলে বিচারক তাদের 10 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

উদ্ধার হওয়া অস্ত্র ও টাকা
author img

By

Published : Apr 20, 2019, 7:49 PM IST

Updated : Apr 20, 2019, 8:29 PM IST

ডানকুনি , 20 এপ্রিল : ডানকুনি থেকে ধৃত তিন নকল CBI অফিসার । গতরাতে ডানকুনির মাইতিপাড়া থেকে তাদের আটক করে পুলিশ । ধৃতদের কাছ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বোর্ড লাগানো গাড়ি, টাকা, অস্ত্র ও মোবাইল উদ্ধার করে ডানকুনি থানার পুলিশ । আজ ধৃত প্রতাপ সরকার, কেরামত আলি ও ভরত পালকে শ্রীরামপুর আদালতে তোলা হয় । বিচারক তাদের 10 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

11 তারিখে ডানকুনির 2 নম্বর জাতীয় সড়কে পাটনা- কলকাতার বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে । CBI অফিসারের কার্ড দেখিয়ে বাসে তল্লাশি চালায় দুষ্কৃতীরা । এরপর এক ব্যবসায়ীকে বাস থেকে নামিয়ে স্করপিও গাড়িতে বসিয়ে নিয়ে চলে যায় । জানা যায় তার কাছ থেকে 30 লাখ টাকা নিয়ে ডানলপের কাছে তাঁকে নামিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত । ডানকুনি থানা ও চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা ঘটনার তদন্তে নামে । CCTV ক্যামেরার ছবি দেখে গতকাল সন্দেহের বশেই এই তিনজনকে আটক করে পুলিশ । সঙ্গে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের বোর্ড লাগানো একটি হন্ডা সিটি । তাদের কাছ থেকে পনেরো লাখ টাকা, দুটি সেভেন MM পিস্তল ও 4টি মোবাইল উদ্ধার হয় ।

আজ ধৃতদের তোলা হয় আদালতে

জানা গেছে, পাটনা থেকে ভোটের সময় স্করপিও গাড়ি করে এই টাকা নিয়ে আসা হচ্ছিল । কী কারণে আনা হচ্ছিল তা জানা যায়নি । এই তিনজন একে অপরের পূর্ব পরিচিত বলে মনে করা হচ্ছে । ঘটনার তদন্তে ডানকুনি থানার পুলিশ ।

ডানকুনি , 20 এপ্রিল : ডানকুনি থেকে ধৃত তিন নকল CBI অফিসার । গতরাতে ডানকুনির মাইতিপাড়া থেকে তাদের আটক করে পুলিশ । ধৃতদের কাছ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বোর্ড লাগানো গাড়ি, টাকা, অস্ত্র ও মোবাইল উদ্ধার করে ডানকুনি থানার পুলিশ । আজ ধৃত প্রতাপ সরকার, কেরামত আলি ও ভরত পালকে শ্রীরামপুর আদালতে তোলা হয় । বিচারক তাদের 10 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

11 তারিখে ডানকুনির 2 নম্বর জাতীয় সড়কে পাটনা- কলকাতার বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে । CBI অফিসারের কার্ড দেখিয়ে বাসে তল্লাশি চালায় দুষ্কৃতীরা । এরপর এক ব্যবসায়ীকে বাস থেকে নামিয়ে স্করপিও গাড়িতে বসিয়ে নিয়ে চলে যায় । জানা যায় তার কাছ থেকে 30 লাখ টাকা নিয়ে ডানলপের কাছে তাঁকে নামিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত । ডানকুনি থানা ও চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা ঘটনার তদন্তে নামে । CCTV ক্যামেরার ছবি দেখে গতকাল সন্দেহের বশেই এই তিনজনকে আটক করে পুলিশ । সঙ্গে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের বোর্ড লাগানো একটি হন্ডা সিটি । তাদের কাছ থেকে পনেরো লাখ টাকা, দুটি সেভেন MM পিস্তল ও 4টি মোবাইল উদ্ধার হয় ।

আজ ধৃতদের তোলা হয় আদালতে

জানা গেছে, পাটনা থেকে ভোটের সময় স্করপিও গাড়ি করে এই টাকা নিয়ে আসা হচ্ছিল । কী কারণে আনা হচ্ছিল তা জানা যায়নি । এই তিনজন একে অপরের পূর্ব পরিচিত বলে মনে করা হচ্ছে । ঘটনার তদন্তে ডানকুনি থানার পুলিশ ।

sample description
Last Updated : Apr 20, 2019, 8:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.