চন্দননগর, 26 অগাস্ট : ছিল লুটের পরিকল্পনা ৷ হাতে ছিল আগ্নেয়াস্ত্র ৷ মুখ রুমাল দিয়ে বাধা ৷ রাতের অন্ধকারে এক বাইক আরোহীর পথও আটকায় তারা ৷ কিন্তু সফল হয়নি ৷ বাইক আরোহীর চিৎকারে পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতী ৷ সম্পূর্ণ ছবিটিই CCTV ফুটেজে ধরা পড়েছে ৷
রাত তখন প্রায় 12 টা ৷ বিপ্লব মুখার্জি প্রতিদিনের মতো চন্দননগর স্টেশনে নেমে বাইকে চেপে গোস্বামী ঘাটে নিজের বাড়ি ফিরছিলেন ৷ পঞ্চাননতলা এলাকায় দুই দুষ্কৃতী তাঁর পথ আটকায় ৷ বন্দুক দেখিয়ে বিপ্লববাবুকে বাইক থেকে নেমে যেতে বলে ৷ চায় টাকা পয়সাও ৷ প্রথমে কিছুটা ভয় পেয়ে যান বাইক আরোহী ৷ তড়িঘড়ি নেমে যান বাইক থেকে ৷ দুষ্কৃতীদের মধ্যে একজন তাঁর বাইক ধরে রাখে ৷ অপরজন বন্দুক তাক করে বিপ্লববাবুর কাছ থেকে টাকা পয়সা চাইতে থাকে ৷ বেগতিক দেখে চিৎকার শুরু করেন ৷ এরপরই বিপ্লববাবুর বাইকটি ফেলে দিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ সেই মুহূর্তে পুলিশকে ফোন করা হলেও ফোনে পাওয়া যায়নি বলে অভিযোগ ৷
এলাকার প্রাক্তন কাউন্সিলর অনিমেষ ব্যানার্জিকে জানানো হলে তিনি ঘটনার CCTV ফুটেজ জোগাড় করে দেন ৷ গতরাতে চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ বিপ্লব মুখার্জি বলেন, "আগে কখনও এরকম পরিস্থিতির সম্মুখীন হইনি ৷ চন্দননগর এলাকায় সচরাচর এই ধরনের ঘটনা ঘটে না ৷ দু'জন দুষ্কৃতী বন্দুক দেখিয়ে আমাকে লুট করার চেষ্টা করে ৷ প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম ৷ আতঙ্কে রয়েছি ৷"