ETV Bharat / state

রাতের চন্দননগরে আতঙ্ক, বন্দুক দেখিয়ে লুটের চেষ্টা বাইক আরোহীকে

চন্দননগরে এক বাইক আরোহীকে লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ সম্পূর্ণ ঘটনাটি CCTV ফুটেজে ধরা পড়েছে ৷

রাতের চন্দননগরে আতঙ্ক, বন্দুক দেখিয়ে লুটের চেষ্টা বাইক আরোহীকে
author img

By

Published : Aug 26, 2019, 10:44 AM IST

Updated : Aug 26, 2019, 2:19 PM IST

চন্দননগর, 26 অগাস্ট : ছিল লুটের পরিকল্পনা ৷ হাতে ছিল আগ্নেয়াস্ত্র ৷ মুখ রুমাল দিয়ে বাধা ৷ রাতের অন্ধকারে এক বাইক আরোহীর পথও আটকায় তারা ৷ কিন্তু সফল হয়নি ৷ বাইক আরোহীর চিৎকারে পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতী ৷ সম্পূর্ণ ছবিটিই CCTV ফুটেজে ধরা পড়েছে ৷

রাত তখন প্রায় 12 টা ৷ বিপ্লব মুখার্জি প্রতিদিনের মতো চন্দননগর স্টেশনে নেমে বাইকে চেপে গোস্বামী ঘাটে নিজের বাড়ি ফিরছিলেন ৷ পঞ্চাননতলা এলাকায় দুই দুষ্কৃতী তাঁর পথ আটকায় ৷ বন্দুক দেখিয়ে বিপ্লববাবুকে বাইক থেকে নেমে যেতে বলে ৷ চায় টাকা পয়সাও ৷ প্রথমে কিছুটা ভয় পেয়ে যান বাইক আরোহী ৷ তড়িঘড়ি নেমে যান বাইক থেকে ৷ দুষ্কৃতীদের মধ্যে একজন তাঁর বাইক ধরে রাখে ৷ অপরজন বন্দুক তাক করে বিপ্লববাবুর কাছ থেকে টাকা পয়সা চাইতে থাকে ৷ বেগতিক দেখে চিৎকার শুরু করেন ৷ এরপরই বিপ্লববাবুর বাইকটি ফেলে দিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ সেই মুহূর্তে পুলিশকে ফোন করা হলেও ফোনে পাওয়া যায়নি বলে অভিযোগ ৷

দেখুন ভিডিয়ো

এলাকার প্রাক্তন কাউন্সিলর অনিমেষ ব্যানার্জিকে জানানো হলে তিনি ঘটনার CCTV ফুটেজ জোগাড় করে দেন ৷ গতরাতে চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ বিপ্লব মুখার্জি বলেন, "আগে কখনও এরকম পরিস্থিতির সম্মুখীন হইনি ৷ চন্দননগর এলাকায় সচরাচর এই ধরনের ঘটনা ঘটে না ৷ দু'জন দুষ্কৃতী বন্দুক দেখিয়ে আমাকে লুট করার চেষ্টা করে ৷ প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম ৷ আতঙ্কে রয়েছি ৷"

চন্দননগর, 26 অগাস্ট : ছিল লুটের পরিকল্পনা ৷ হাতে ছিল আগ্নেয়াস্ত্র ৷ মুখ রুমাল দিয়ে বাধা ৷ রাতের অন্ধকারে এক বাইক আরোহীর পথও আটকায় তারা ৷ কিন্তু সফল হয়নি ৷ বাইক আরোহীর চিৎকারে পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতী ৷ সম্পূর্ণ ছবিটিই CCTV ফুটেজে ধরা পড়েছে ৷

রাত তখন প্রায় 12 টা ৷ বিপ্লব মুখার্জি প্রতিদিনের মতো চন্দননগর স্টেশনে নেমে বাইকে চেপে গোস্বামী ঘাটে নিজের বাড়ি ফিরছিলেন ৷ পঞ্চাননতলা এলাকায় দুই দুষ্কৃতী তাঁর পথ আটকায় ৷ বন্দুক দেখিয়ে বিপ্লববাবুকে বাইক থেকে নেমে যেতে বলে ৷ চায় টাকা পয়সাও ৷ প্রথমে কিছুটা ভয় পেয়ে যান বাইক আরোহী ৷ তড়িঘড়ি নেমে যান বাইক থেকে ৷ দুষ্কৃতীদের মধ্যে একজন তাঁর বাইক ধরে রাখে ৷ অপরজন বন্দুক তাক করে বিপ্লববাবুর কাছ থেকে টাকা পয়সা চাইতে থাকে ৷ বেগতিক দেখে চিৎকার শুরু করেন ৷ এরপরই বিপ্লববাবুর বাইকটি ফেলে দিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ সেই মুহূর্তে পুলিশকে ফোন করা হলেও ফোনে পাওয়া যায়নি বলে অভিযোগ ৷

দেখুন ভিডিয়ো

এলাকার প্রাক্তন কাউন্সিলর অনিমেষ ব্যানার্জিকে জানানো হলে তিনি ঘটনার CCTV ফুটেজ জোগাড় করে দেন ৷ গতরাতে চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ বিপ্লব মুখার্জি বলেন, "আগে কখনও এরকম পরিস্থিতির সম্মুখীন হইনি ৷ চন্দননগর এলাকায় সচরাচর এই ধরনের ঘটনা ঘটে না ৷ দু'জন দুষ্কৃতী বন্দুক দেখিয়ে আমাকে লুট করার চেষ্টা করে ৷ প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম ৷ আতঙ্কে রয়েছি ৷"

Intro:চুঁচুড়ার পর দুষ্কৃতী দৌরাত্ব চন্দননগরেও।রাতের অন্ধকারে বন্দুক দেখিয়ে সর্বস্য লুট করার ছক করেছিল দুই দুষ্কৃতী।সেই ছবিই উঠে এসেছে CCTV ক্যামেরায়।ক্যামেরায় দেখা গেছে 11.30 থেকে 12 টার মধ্যে বাড়ি ফিরছিলেন বিপ্লব মুখার্জি।তিনি কলকাতার একটি প্রাইভেট কম্পানিতে কাজ করেন।বাড়ি গোস্বামী ঘাটে।নিত্য দিনের মতো চন্দননগর স্টেশন থেকে পঞ্চানন তলা হয়ে বাড়ি ফিরছিলেন।সেই সময় দুই দুষ্কৃতী মুখ চাপা দিয়ে বন্দুক নিয়ে বিপ্লবের পথ আটকায়।অটোমেটিক বন্দুক দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে নেয়।এবং টাকা পয়সা যা কিছু আছে দিতে বলে।তাতেই ভয় পেয়ে যায় বিপ্লব ।তড়িঘড়ি বাইক থেকে নেমে যায় তিনি।দুষ্কৃতীদের মধ্যে একজন বাইক চেপে অন্য জন তার কাছে বন্দুক দেখিয়ে টাকা পয়সা লুট করতে যায়।সেই অবস্থায় সে দিতে অস্বীকার করে চিৎকার করে।তখনই দুষ্কৃতীদের হাত থেকে গাড়িটা পরে যায়।তখনই দুষ্কৃতীরা পালিয়ে যায়।তখন অধিকাংশ মানুষ জেগে ছিল ঐ এলাকায় ।সেই ভয়েতেই হতো এ যাত্রায় রক্ষা পায় বিপ্লব।তারপরই পুলিশে ফোন করলেও ফোন পাওয়া যায়নি।পরে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর অনিমেষ ব্যানার্জী কে বিষয়টি জানায়।তিনি CCTV ক্যামেরার ছবি জোগাড় করে দেন।রবিবার রাতে চন্দননগর থানায় বিপ্লব অভিযোগ দায়ের করেন।
বিপ্লব মুখার্জীর বলেন আমি আগে কোন দিন এই রকম পরিস্থিতির মধ্যে পরিনি।আমাদের চন্দননগরে এই অঞ্চলে এই ধরনের ঘটনাও ঘটেনি।ছেলে গুলো কে দেখে মনে হল ওরা হিন্দি ভাষী।চকচকে বন্দুক দেখিয়ে আমাকে ভয় দেখায় ওরা।প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম।এখন রাতে বিরেতে আসতে যথেষ্টই আতঙ্কে আছি এখন।Body:WB_HGL_CHANDANNAGAR INCIDENT_7203418Conclusion:
Last Updated : Aug 26, 2019, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.