ETV Bharat / state

পাণ্ডুয়ায় 12টি চোরাই বাইক উদ্ধার , গ্রেপ্তার 1

আজ পাণ্ডুয়ার জামনা গ্রাম পঞ্চায়েতের গহমী এলাকার বিভিন্ন জায়গা থেকে এই বাইকগুলি উদ্ধার করা হয় ।

Pandua
পাণ্ডুয়া
author img

By

Published : Jul 10, 2020, 8:37 PM IST

পাণ্ডুয়া , 10 জুলাই : জামনা থেকে উদ্ধার হল 12টি চোরাই বাইক । এই ঘটনায় কার্তিক রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাণ্ডুয়া ও ভাতার থানার পুলিশ ।

আজ পাণ্ডুয়ার জামনা গ্রাম পঞ্চায়েতের গহমী এলাকার বিভিন্ন জায়গা থেকে এই বাইকগুলি উদ্ধার করা হয় । ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ৷

পুলিশ সূত্রে খবর, অভিজিৎ শীল নামে বৈচি বেড়েলার এক ব্যবসায়ী কার্তিকের কাছ থেকে এক সপ্তাহ আগে একটি বাইক কেনে । কিন্তু টাকা দিলেও কাগজপত্র দিচ্ছিল না । তাতেই সন্দেহ হয় তাঁর ৷ পুলিশকে জানায় ওই ব্যবসায়ী । জানা গেছে , গাড়ির প্রকৃত মালিকের বাড়ি বর্ধমানের ভাতার এলাকায় । এরপর বুধবার রাতে অভিজিতের বাড়িতে যায় বৈচি ফাঁড়ির ইনচার্জ স্বরূপ মণ্ডল । তাঁকে জিজ্ঞাসা করতেই খোঁজ মেলে কার্তিকের ।

পরে কার্তিককে গ্রেপ্তার করে 12টি বাইক উদ্ধার করে পুলিশ । তিন মাস ধরে চোরাই গাড়ির কারবার করছিল অভিযুক্ত । বাইক চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তার খোঁজ চালাচ্ছে পুলিশ ।

পাণ্ডুয়া , 10 জুলাই : জামনা থেকে উদ্ধার হল 12টি চোরাই বাইক । এই ঘটনায় কার্তিক রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাণ্ডুয়া ও ভাতার থানার পুলিশ ।

আজ পাণ্ডুয়ার জামনা গ্রাম পঞ্চায়েতের গহমী এলাকার বিভিন্ন জায়গা থেকে এই বাইকগুলি উদ্ধার করা হয় । ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ৷

পুলিশ সূত্রে খবর, অভিজিৎ শীল নামে বৈচি বেড়েলার এক ব্যবসায়ী কার্তিকের কাছ থেকে এক সপ্তাহ আগে একটি বাইক কেনে । কিন্তু টাকা দিলেও কাগজপত্র দিচ্ছিল না । তাতেই সন্দেহ হয় তাঁর ৷ পুলিশকে জানায় ওই ব্যবসায়ী । জানা গেছে , গাড়ির প্রকৃত মালিকের বাড়ি বর্ধমানের ভাতার এলাকায় । এরপর বুধবার রাতে অভিজিতের বাড়িতে যায় বৈচি ফাঁড়ির ইনচার্জ স্বরূপ মণ্ডল । তাঁকে জিজ্ঞাসা করতেই খোঁজ মেলে কার্তিকের ।

পরে কার্তিককে গ্রেপ্তার করে 12টি বাইক উদ্ধার করে পুলিশ । তিন মাস ধরে চোরাই গাড়ির কারবার করছিল অভিযুক্ত । বাইক চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তার খোঁজ চালাচ্ছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.