শিলিগুড়ি, 5 এপ্রিল : উত্তরবঙ্গে উদ্ধার হওয়া ক্যাঙারুগুলিকে বেঙ্গল সাফারিতেই রাখার দাবি উঠছে (will rescued three kangaroo get shelter in bengal safari park) । সব ঠিক থাকলে শুধু উত্তরবঙ্গই নয় । গোটা উত্তর-পূর্ব ভারতের মধ্যে স্থায়ী ঠিকানায় নাম জুড়বে বেঙ্গল সাফারি পার্কের (Bengal Safari Park) । তবে বাধ সাধছে বেঙ্গল সাফারি পার্কের পরিকাঠামো ও প্রশিক্ষিত কর্মীর অভাব । যার ফলে, এখন বেঙ্গল সাফারি পার্কে ক্যাঙারুগুলির ভবিষ্যৎ অনিশ্চিতের মুখে দাঁড়িয়ে রয়েছে ।
তবে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় প্রশিক্ষিত বনকর্মী থাকায় শিলিগুড়ি ও গজলডোবা থেকে উদ্ধার হওয়া তিনটি ক্যাঙারুর সেখানে চিকিৎসা ও দেখাশোনা চলছে সাফারি পার্কে (Three Kangaroo Rescued from Siliguri) । পাচারকারীরা তাদের পর্যাপ্ত খাবার ও জল দেয়নি । ফলে খাবার না পেয়ে অপুষ্টির কারণে দুর্বল হয়ে পড়েছে প্রাণীগুলো । তাই তাদের রসালো ফল এবং ঘাস পাতা দেওয়া হচ্ছে । নিয়মিত চলছে স্যালাইন এবং ভিটামিন । প্রতিদিন সকালে এবং বিকেলে নিয়ম করে দিনে দু’বার খেতে দেওয়া হচ্ছে । তাদের উন্নত চিকিৎসার জন্য আলিপুর চিড়িয়াখানা থেকে চারজনের একটি বিশেষজ্ঞর দল আগামী সপ্তাহে আসতে চলেছে সেখানে ।
তবে ক্যাঙারুগুলিকে কোথায় রাখা হবে, তা নির্ভর করছে জু অথরিটি ও আদালতের উপর । যদিও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও বন দফতর আধিকারিকদের মতে, পরিকাঠামো তৈরি করে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে রাখা হলে ওই ক্যাঙারুদের বেঁচে থাকতে কোনও সমস্যা হবে না । আপাতত ক্যাঙারুগুলিকে লেজার ক্যাটের একটি এনক্লোজারে রাখা হয়েছে । সেই এনক্লোজারটি খালি থাকায় ক্যাঙারুগুলিকে সেখানে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।
প্রসঙ্গত, গাজলডোবা রোড এবং শিলিগুড়ির ফারাবাড়ি নেপালি বস্তি থেকে শুক্রবার রাতে তিনটি ক্যাঙারু উদ্ধার করেন বনদফতরের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা । যদিও শনিবার সকালে ফারাবাড়িতে একটি ক্যাঙারুর মৃতদেহ উদ্ধার করে বনদফতর । ক্যাঙারু মূলত অস্ট্রেলিয়ার প্রাণী । তবে শিলিগুড়ির ও সংলগ্ন এলাকায় এই ক্যাঙারু উদ্ধারকে ঘিরে উঠছে নানা প্রশ্ন ।
যদিও উদ্ধার হওয়া ওই ক্যাঙারু রাখা হলে উত্তরবঙ্গের মানুষের পাশাপাশি পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে বলে আশাবাদী পর্যটনমহল । বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর দাওয়া শেরপা বলেন, "বেঙ্গল সাফারি পার্কে ক্যাঙারুর চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসক এবং বনকর্মী রয়েছে । ফলে এই ক্যাঙারুগুলিকে এখানে রাখলে কোনও সমস্যা হবে না । তবে এখানে থাকতে না পারলে আলিপুর চিড়িয়াখানায় পাঠানো হবে । তাদের জন্য লেজার ক্যাটের এনক্লোজারে আপাতত রাখা হয়েছে ।"
সোসাইটি ফল অ্যানিমেল অ্যান্ড নেচার প্রোটেকশন নামে একটি সেচ্ছাসেবীর আহ্বায়ক কৌস্তভ চৌধুরী বলেন, "ক্যাঙারু ভারতের প্রাণী নয় । এগুলিকে হয়তো পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল । তবে আলিপুর চিড়িয়াখানায় ইতিমধ্যেই ক্যাঙারু রয়েছে, ফলে এখানে থাকতে পারে । ভৌগলিক দিক দিয়ে বেঙ্গল সাফারি পার্কে রাখতে তাদের কোনও অসুবিধা নেই । তবে পরিকাঠামোগত উন্নয়ন ও প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন হবে ।"
আরও পড়ুন : Kangaroo Rescue : এবার শিলিগুড়িতেও উদ্ধার ক্যাঙ্গারু