ETV Bharat / state

গৌতম দেবকে বাজে কোচ বলে কটাক্ষ নান্টু পালের - Nantu paul mocked tmc leader goutam deb

আজ শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ ভাইস চেয়ারম্যান এবং উত্তরবঙ্গের স্পোর্টস বোর্ডের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন নান্টু পাল । তাঁকে প্রার্থী না করে ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী করায় ক্ষুব্ধ নান্টু পাল ৷ এর আগে জানিয়ে দিয়েছিলেন নির্দল হয়েই তিনি লড়বেন ৷

গৌতম দেবকে বাজে কোচ বলে কটাক্ষ নান্টু পালের
গৌতম দেবকে বাজে কোচ বলে কটাক্ষ নান্টু পালের
author img

By

Published : Mar 9, 2021, 5:00 PM IST

শিলিগুড়ি, 9 মার্চ : "ক্যাপ্টেনকে হঠাৎ করে বাদ দিয়ে দেবে ৷ লিস্টে নাম থাকা সত্ত্বেও ওই বাজে কোচ ও দুই-একজন মিলে এক বছর ধরে ওয়ার্ম আপ করাবে ৷ ওয়ার্ম আপ করিয়ে, টিম লিস্টে নাম রেখে বাইরে বসিয়ে রাখা মানা যায় না ।" আজ সরকারি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বললেন তৃণমূল নেতা নান্টু পাল । নাম না করে পর্যটনমন্ত্রী তথা তৃণমূলের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেবকে কটাক্ষ করেন তিনি ।

এদিন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ ভাইস চেয়ারম্যান এবং উত্তরবঙ্গের স্পোর্টস বোর্ডের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন নান্টু পাল । এসজেডিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রিয়াঙ্কা সিঙ্গলার হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি । এরপর দলের কোর কমিটির সদস্য এবং শিলিগুড়ি বিধানসভার কোর কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন বলে সাফ জানিয়ে দেন তিনি ।

তবে নির্দল হয়ে লড়াই করলেও শহরের অন্যান্য অ-রাজনৈতিক সংগঠন থেকে পদত্যাগ করছেন না । এদিন ইস্তফা দিয়ে তিনি বলেন, "গোটা রাজ্যে খেলা হবে স্লোগান দেওয়া হচ্ছে । কিন্তু এখানে খেলা হবের নিয়ম ভাঙা হবে । বহিরাগত প্রার্থী এনে খেলা করানো আর স্থানীয় ভাল খেলোয়াড়কে বসিয়ে রাখা মানা যায় না । তবে এখনও নির্দল হিসেবেই লড়ছি । পরবর্তীতে দেখা যাবে।"

আরও পড়ুন, নান্টু দীর্ঘদিনের সঙ্গী, নির্দল হয়ে দাঁড়ানো দুর্ভাগ্যজনক; বলছেন গৌতম দেব

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর দৌঁড়ে এগিয়ে ছিলেন নান্টু পাল এবং তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার । কিন্তু আচমকা টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হন নান্টু পাল । ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী ঘোষণা করতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নান্টু বলেছিলেন, দল যেভাবে স্থানীয় প্রার্থী না দিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী করল তাতে তিনি মর্মাহত ।

গৌতম দেবকে বাজে কোচ বলে কটাক্ষ করলেন নান্টু পাল

এরপর 7 মার্চ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর মিছিল শুরু হওয়ার আগে নান্টু পাল অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, "দলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে । তবে এই মুহূর্তে দলত্যাগ না করার কথা বলা হয়েছে । আমি দলের রাজ্য নেতৃত্বদের জানিয়ে দিয়েছি আমি নির্দল প্রার্থী হয়ে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে লড়ব ।" অন্যদিকে, নান্টু পালের নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানো দুর্ভাগ্যজনক বলে জানিয়েছিলেন গৌতম দেব ৷

শিলিগুড়ি, 9 মার্চ : "ক্যাপ্টেনকে হঠাৎ করে বাদ দিয়ে দেবে ৷ লিস্টে নাম থাকা সত্ত্বেও ওই বাজে কোচ ও দুই-একজন মিলে এক বছর ধরে ওয়ার্ম আপ করাবে ৷ ওয়ার্ম আপ করিয়ে, টিম লিস্টে নাম রেখে বাইরে বসিয়ে রাখা মানা যায় না ।" আজ সরকারি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বললেন তৃণমূল নেতা নান্টু পাল । নাম না করে পর্যটনমন্ত্রী তথা তৃণমূলের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেবকে কটাক্ষ করেন তিনি ।

এদিন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ ভাইস চেয়ারম্যান এবং উত্তরবঙ্গের স্পোর্টস বোর্ডের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন নান্টু পাল । এসজেডিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রিয়াঙ্কা সিঙ্গলার হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি । এরপর দলের কোর কমিটির সদস্য এবং শিলিগুড়ি বিধানসভার কোর কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন বলে সাফ জানিয়ে দেন তিনি ।

তবে নির্দল হয়ে লড়াই করলেও শহরের অন্যান্য অ-রাজনৈতিক সংগঠন থেকে পদত্যাগ করছেন না । এদিন ইস্তফা দিয়ে তিনি বলেন, "গোটা রাজ্যে খেলা হবে স্লোগান দেওয়া হচ্ছে । কিন্তু এখানে খেলা হবের নিয়ম ভাঙা হবে । বহিরাগত প্রার্থী এনে খেলা করানো আর স্থানীয় ভাল খেলোয়াড়কে বসিয়ে রাখা মানা যায় না । তবে এখনও নির্দল হিসেবেই লড়ছি । পরবর্তীতে দেখা যাবে।"

আরও পড়ুন, নান্টু দীর্ঘদিনের সঙ্গী, নির্দল হয়ে দাঁড়ানো দুর্ভাগ্যজনক; বলছেন গৌতম দেব

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর দৌঁড়ে এগিয়ে ছিলেন নান্টু পাল এবং তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার । কিন্তু আচমকা টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হন নান্টু পাল । ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী ঘোষণা করতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নান্টু বলেছিলেন, দল যেভাবে স্থানীয় প্রার্থী না দিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী করল তাতে তিনি মর্মাহত ।

গৌতম দেবকে বাজে কোচ বলে কটাক্ষ করলেন নান্টু পাল

এরপর 7 মার্চ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর মিছিল শুরু হওয়ার আগে নান্টু পাল অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, "দলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে । তবে এই মুহূর্তে দলত্যাগ না করার কথা বলা হয়েছে । আমি দলের রাজ্য নেতৃত্বদের জানিয়ে দিয়েছি আমি নির্দল প্রার্থী হয়ে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে লড়ব ।" অন্যদিকে, নান্টু পালের নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানো দুর্ভাগ্যজনক বলে জানিয়েছিলেন গৌতম দেব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.