শিলিগুড়ি, 12 মার্চ : নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে চোট পান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ ওঠে তৃণমূলের তরফে ৷ অন্যদিকে বিজেপির দাবি, নাটক করছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী ৷ একই সুর শোনা গেল বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র গলায় ৷ বললেন, নন্দীগ্রামের মানুষের উপর হামলার দোষ চাপিয়েছেন দিদি ৷ আর তাই নন্দীগ্রামের মানুষ দিদির উপর ক্ষুব্ধ ৷
আরও পড়ুন : নজরে পায়ের আঘাত, কবে ছাড়া পাবেন মমতা? আজ বৈঠকে মেডিক্যাল বোর্ড
এবার নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল নেত্রী ৷ তাঁর বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ 10 তারিখ হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী ৷ এবারের নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ 'খেলা' হবে এই আসনে ৷ এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷
আরও পড়ুন : হুইলচেয়ারেই প্রচার করবেন মমতা, চিকিৎসকদের অনুমতির অপেক্ষা
শুক্রবার সকালে শিলিগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । কলকাতা থেকে বিমানে বাগডোগরা পৌঁছান ৷ তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জেলা বিজেপির সভাপতি প্রবীণ আগরওয়াল, সাধারণ সম্পাদক রাজু সাহাসহ অন্যরা ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, নন্দীগ্রামের মানুষের উপর দোষ চাপিয়েছেন দিদি ৷ মানুষ তার জবাব দেবে ৷ নির্বাচনের দিন দিদি বুঝতে পারবেন যে শুধু নন্দীগ্রাম নয়, সারা বাংলা থেকেই তাঁর পায়ের তলার মাটি খসে গেছে ৷