ETV Bharat / state

ISC- তে তৃতীয় স্থানাধিকারী সংস্কারের লক্ষ্য UPSC - sanskar

ISC -তে তৃতীয় স্থানাধিকারী 16 জনের মধ্যে রয়েছে শিলিগুড়ির সংস্কার গুপ্তার নাম । এখন তার লক্ষ্য UPSC-র জন্য নিজেকে তৈরি করা ।

সংস্কার কুমার গুপ্তা
author img

By

Published : May 8, 2019, 1:38 PM IST

শিলিগুড়ি, 8 মে : UPSC লক্ষ্য ISC -তে তৃতীয় স্থানাধিকারী শিলিগুড়ির সংস্কার কুমার গুপ্তার । 99.5 শতাংশ নম্বর পেয়ে দেশে সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করেছে সে । শিলিগুড়ির সেবক রোড এলাকার বাসিন্দা সংস্কার ডন বসকো স্কুলের ছাত্র । ইংরেজিতে 98, গণিতে 100, ইকনমিক্সে 100, কমার্সে 100, কম্পিউটার সায়েন্সে 100 এবং অ্যাকাউন্টেন্সিতে 99 পেয়েছে সে। সংস্কারের এই সাফল্যে খুশি পরিবারের সকলেই।

সংস্কার বলে, "ভালো ফলের আশা করেছিলাম । কিন্তু এতো ভালো হবে তা ভাবিনি । তাই প্রথমে বিশ্বাস হচ্ছিল না । এমনকী এখনও সবকিছু স্বপ্নের মতো লাগছে । এরপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন শ্রীরামপুর কলেজ থেকে ইকনমিক্সে B.com করতে চাই । তারপর UPSC -র জন্য চেষ্টা করব । আর তা না হলে MBA করব ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সংস্কারের মা ললিতা গুপ্তা বলেন, "ছেলে ছোট থেকেই ভালো ফল করে আসছে । কখনও পড়াশোনার জন্য চাপ দিতে হয়নি ৷ আগামীতেও দেব না। ওর যেটা ভালো মনে হবে, সেটাই করবে। ওর ওপর আমাদের কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেব না।"

দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করার পাশাপাশি স্কুলের রেকর্ডও ভেঙেছে সংস্কার ৷ এবিষয়ে স্কুলের প্রিন্সিপাল ফাদার মনোজ জোশ বলেন, "সংস্কার আমাদের স্কুলের গর্ব । পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও খুব ভালো সে।"

শিলিগুড়ি, 8 মে : UPSC লক্ষ্য ISC -তে তৃতীয় স্থানাধিকারী শিলিগুড়ির সংস্কার কুমার গুপ্তার । 99.5 শতাংশ নম্বর পেয়ে দেশে সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করেছে সে । শিলিগুড়ির সেবক রোড এলাকার বাসিন্দা সংস্কার ডন বসকো স্কুলের ছাত্র । ইংরেজিতে 98, গণিতে 100, ইকনমিক্সে 100, কমার্সে 100, কম্পিউটার সায়েন্সে 100 এবং অ্যাকাউন্টেন্সিতে 99 পেয়েছে সে। সংস্কারের এই সাফল্যে খুশি পরিবারের সকলেই।

সংস্কার বলে, "ভালো ফলের আশা করেছিলাম । কিন্তু এতো ভালো হবে তা ভাবিনি । তাই প্রথমে বিশ্বাস হচ্ছিল না । এমনকী এখনও সবকিছু স্বপ্নের মতো লাগছে । এরপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন শ্রীরামপুর কলেজ থেকে ইকনমিক্সে B.com করতে চাই । তারপর UPSC -র জন্য চেষ্টা করব । আর তা না হলে MBA করব ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সংস্কারের মা ললিতা গুপ্তা বলেন, "ছেলে ছোট থেকেই ভালো ফল করে আসছে । কখনও পড়াশোনার জন্য চাপ দিতে হয়নি ৷ আগামীতেও দেব না। ওর যেটা ভালো মনে হবে, সেটাই করবে। ওর ওপর আমাদের কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেব না।"

দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করার পাশাপাশি স্কুলের রেকর্ডও ভেঙেছে সংস্কার ৷ এবিষয়ে স্কুলের প্রিন্সিপাল ফাদার মনোজ জোশ বলেন, "সংস্কার আমাদের স্কুলের গর্ব । পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও খুব ভালো সে।"

Wb_Darj_07May_19_Bimal Gurung_Barta_Sanjib_7205425 ------------- বিনয়কে ভোট দিতে ভয় দেখানো হচ্ছে ভিডিও বার্তায় গুরুঙ দার্জিলিং, ০৭ মে : বিধানসভার উপ নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী বিনয় তামাঙকে ভোট দিতে ভয় দেখানো pহচ্ছে । হুমকীর রাজনীতি চলছে। শিক্ষক থেকে শুরু করে চুক্তিভিত্তিক এবং অস্থায়ী সরকারি কর্মীদের বদলির হুমকী দেওয়া হচ্ছে । মঙ্গলবার রাতে এক নয়া ভিডিওর মাধ্যমে এই অভিযোগ করেন মোর্চার বিমল গুরুঙ। বিনয়ের পক্ষে ভোট কিনতে পাহাড়ে টাকা ছড়ানো হচ্ছে । ভয় দেখানো হচ্ছে । পুলিশকে ব্যবহার করা হচ্ছে । এই অভিযোগ করে গুরুঙ বলেন, টাকা দিলে নিয়ে নিন । কিন্তু টাকার বিনিময়ে ভোট দেবেন না । বাংলার স্বৈরতান্ত্রিক, স্বার্থপর রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানান তিনি । বিজেপির প্রতীকে প্রার্থী হওয়া নিরোজ জিম্বার সমর্থনে এর আগেও অডিও-ভিডিও বার্তা দিয়েছেন বিমল গুরুঙ। অনিত থাপা ও বিনয় তামাঙকে তোপ দেগেছেন । এদিন বলেন, রাজ্যের স্বৈরতান্ত্রিক ও প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে ২২ মাস ধরে পাহাড় ছাড়া হয়েও লরাই চালিয়ে যাচ্ছেন তিনি । সময়ের প্রতিক্ষায় রয়েছেন । এদিকে উপ নির্বাচনে বিনয় তামাঙ, নিরোজ জিম্বা, অমর লামা, স্বরাজ থাপারা জোরদার প্রচার চালিয়ে যাছেন। এদিন বিজেপি-জিএনএলএফ-বিমলপন্থি প্রার্থী নিরোজ জিম্বার সমর্থনে এদিন বাইক মিছিল হয় পাহাড়ে । এই মিছিলে অংশ নেন সুবাস ঘিসিঙ পূত্র তথা জিএনএলএফ সভাপতি মন ঘিসিঙ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.