ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে ধরনা তৃণমূলেরই এক নেত্রীর, সরাল পুলিশ

উমা গোস্বামীর বক্তব্য, তিনি নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন । কিন্তু তা সম্ভব হয়নি । তাই তিনি ধরনায় বসেন ।

TMC
TMC
author img

By

Published : Oct 1, 2020, 8:15 AM IST

শিলিগুড়ি, 1 অক্টোবর : চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে উত্তরকন্যার সামনে ধরনায় বসলেন তৃণমূলেরই এক নেত্রী । তাঁকে সেখান থেকে টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ । পরে তাঁর আবেদন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে নিউ জলপাইগুড়ি থানা থেকে ছেড়ে দেওয়া হয় ।

দীর্ঘদিন আগেই গ্রন্থাগার বিভাগে চাকরির জন্য আবেদন করেছিলেন আলিপুরদুয়ারের বাসিন্দা উমা গোস্বামী। অভিযোগ, আবেদন করেও কোনও লাভ হয়নি । এই অবস্থায় মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে উত্তরকন্যার সামনে পৌঁছান তিনি ৷ তড়িঘড়ি তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় । এরপর গতরাল ফের সেখানে যান তিনি । তাঁর বক্তব্য, তিনি নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন । কিন্তু তা সম্ভব হয়নি । তাই তিনি ধরনায় বসেন ।

এদিকে ধরনায় বসতেই NJP থানার পুলিশ তাঁকে সরে যেতে বলে । রাজি না হওয়ায় তাঁকে একপ্রকার টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ।

শিলিগুড়ি, 1 অক্টোবর : চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে উত্তরকন্যার সামনে ধরনায় বসলেন তৃণমূলেরই এক নেত্রী । তাঁকে সেখান থেকে টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ । পরে তাঁর আবেদন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে নিউ জলপাইগুড়ি থানা থেকে ছেড়ে দেওয়া হয় ।

দীর্ঘদিন আগেই গ্রন্থাগার বিভাগে চাকরির জন্য আবেদন করেছিলেন আলিপুরদুয়ারের বাসিন্দা উমা গোস্বামী। অভিযোগ, আবেদন করেও কোনও লাভ হয়নি । এই অবস্থায় মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে উত্তরকন্যার সামনে পৌঁছান তিনি ৷ তড়িঘড়ি তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় । এরপর গতরাল ফের সেখানে যান তিনি । তাঁর বক্তব্য, তিনি নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন । কিন্তু তা সম্ভব হয়নি । তাই তিনি ধরনায় বসেন ।

এদিকে ধরনায় বসতেই NJP থানার পুলিশ তাঁকে সরে যেতে বলে । রাজি না হওয়ায় তাঁকে একপ্রকার টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.