ETV Bharat / state

ফের FIR প্রহৃত তৃণমূল কাউন্সিলরের - BJP

মারধরের ঘটনার জেরে ফের FIR করলেন শিলিগুড়ির প্রহৃত তৃণমূল কাউন্সিলর দুর্গা সিং । তার দাবি আরও কিছু BJP নেতা কর্মী মারধরের ঘটনায় যুক্ত ছিলেন । তাই তাদের নাম যুক্ত করে ফের FIR করেছেন ।

শিলিগুড়ি
author img

By

Published : Sep 11, 2019, 7:17 PM IST

Updated : Sep 11, 2019, 7:38 PM IST

শিলিগুড়ি, 11 সেপ্টেম্বর : রবিবার শিলিগুড়ির 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দুর্গা সিংকে মারধর করে এলাকার কিছু বাসিন্দা । মেয়েকে বাঁচাতে গিয়ে জখম হন দুর্গার বাবা অমরনাথ সিং । এই ঘটনার পিছনে BJP-র ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন দুর্গা । এদিকে BJP-র অভিযোগ, জমি দখল করতে গিয়ে জনরোষে পড়েন কাউন্সিলর ।

আজ এলাকায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস । উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলর । দুর্গা সিং বলেন, "জমি দখল করতে নয়, জমি রক্ষা করতে গেছিলাম । মৌনী বাবার মন্দিরের 17 কাঠা জমি রয়েছে ৷ মন্দিরের পাশে একটি হিন্দিভাষী স্কুল করার ইচ্ছে ছিল মৌনী বাবার ৷ তাই মন্দিরের পাশে 21 কাঠা জমির ব্যবস্থা করেছিলেন তিনি ৷ সেই সময় আমাকে ওই জমির কেয়ারটেকার করে দিয়েছিলেন ৷ এখন ওই মন্দিরের 17 কাঠা জমি ও পাশের 21 কাঠা সহ 38 কাঠা জমি পুরোটাই অরক্ষিত । সেখানেই মদ গাঁজার আসর বসান কিছু BJP নেতা ৷ জমি দেখতে যেতেই আমার উপর আক্রমণ করে BJP আশ্রিত দুষ্কৃতিরা । প্রথমে দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, পরে আরও কয়েকজন BJP নেতার নাম যোগ করেছি ।"

এদিকে দুর্গা সিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় BJP নেতারা ৷ তাঁদের অভিযোগ, মৌনী বাবা মারা যাওয়ার পর মন্দিরে 17 কাঠা জমি দখলের চেষ্টা করেছিলেন কাউন্সিলর । বাকি যে 21 কাঠা জমি স্কুলের জন্য কাউন্সিলরের নামে রয়েছে বলে দুর্গা দাবি করছেন তাও খতিয়ে দেখার দাবি তুলেছে BJP ৷

শিলিগুড়ি, 11 সেপ্টেম্বর : রবিবার শিলিগুড়ির 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দুর্গা সিংকে মারধর করে এলাকার কিছু বাসিন্দা । মেয়েকে বাঁচাতে গিয়ে জখম হন দুর্গার বাবা অমরনাথ সিং । এই ঘটনার পিছনে BJP-র ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন দুর্গা । এদিকে BJP-র অভিযোগ, জমি দখল করতে গিয়ে জনরোষে পড়েন কাউন্সিলর ।

আজ এলাকায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস । উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলর । দুর্গা সিং বলেন, "জমি দখল করতে নয়, জমি রক্ষা করতে গেছিলাম । মৌনী বাবার মন্দিরের 17 কাঠা জমি রয়েছে ৷ মন্দিরের পাশে একটি হিন্দিভাষী স্কুল করার ইচ্ছে ছিল মৌনী বাবার ৷ তাই মন্দিরের পাশে 21 কাঠা জমির ব্যবস্থা করেছিলেন তিনি ৷ সেই সময় আমাকে ওই জমির কেয়ারটেকার করে দিয়েছিলেন ৷ এখন ওই মন্দিরের 17 কাঠা জমি ও পাশের 21 কাঠা সহ 38 কাঠা জমি পুরোটাই অরক্ষিত । সেখানেই মদ গাঁজার আসর বসান কিছু BJP নেতা ৷ জমি দেখতে যেতেই আমার উপর আক্রমণ করে BJP আশ্রিত দুষ্কৃতিরা । প্রথমে দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, পরে আরও কয়েকজন BJP নেতার নাম যোগ করেছি ।"

এদিকে দুর্গা সিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় BJP নেতারা ৷ তাঁদের অভিযোগ, মৌনী বাবা মারা যাওয়ার পর মন্দিরে 17 কাঠা জমি দখলের চেষ্টা করেছিলেন কাউন্সিলর । বাকি যে 21 কাঠা জমি স্কুলের জন্য কাউন্সিলরের নামে রয়েছে বলে দুর্গা দাবি করছেন তাও খতিয়ে দেখার দাবি তুলেছে BJP ৷

Intro:ঘটনার জেরে FIR এর পর ফের FIR করলেন শিলিগুড়িতে জমি দখল ঘিরে গন্ডগোলে প্রহৃত তৃণমূল কাউন্সিলর দুর্গা সিং। তার দাবি আমাদের মারধরে আরো কিছু বিজেপি নেতাকর্মী ছিলেন। তাই তাদের নাম যুক্ত করে ফের FIR করেছি। জমি দখল নয়, রক্ষা করতে গিয়েছিলাম।


শিলিগুড়ি, 11 সেপ্টেম্বর: গত রবিবার শিলিগুড়ির 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দুর্গা সিংকে মারধর করে এলাকার কিছু বাসিন্দা। মার খেয়ে হাসপাতালে ভর্তি হন দুর্গার বাবা প্রাক্তন কাউন্সিলর অমরনাথ সিং। এ নিয়ে বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন দুর্গা সিং। যদিও বিজেপির অভিযোগ জমি দখল করতে গিয়ে জনরোষে পড়েন কাউন্সিলর।

আজ এলাকায় এর প্রতিবাদে মিছিল করে তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলর। দুর্গা সিং বলেন জমি দখল করতে নয়, জমি রক্ষা করতে গিয়েছিলাম।
দুর্গা বলেন, এলাকায় মৌনী বাবার মন্দির 17 কাঁঠা জমিতে অবস্থিত। পাশেই আরো 21 কাঁঠা জমিতে সরকারি হিন্দিভাষী স্কুল করতে ওই জমি আমায় কেয়ারটেকার করে দিয়েছিলেন মৌনিবাবা। তিনি আগেই মারা গিয়েছেন। এখন কার্যত পুরো 38 কাঁঠা জমিই অরক্ষিত। সেখানেই মদ গাঁজার আসর বসান কিছু বিজেপি নেতা। তারাই আক্রমণ করেন। প্রথমে পুলিশে অভিযোগে দুজনের নাম দিয়েছিলাম, পরে আর কয়েকজন বিজেপি নেতার নাম যোগ করেছি।

এদিকে বিজেপির অভিযোগ মৌনিবাবার অবর্তমানে মন্দিরসহ 17 কাঁঠা জমি দখলের চেষ্টা করেছিলেন কাউন্সিলর। বাকি যে 21 কাঁঠা জমি স্কুলের জন্য কাউন্সিলরের নামে রয়েছে বলে দুর্গা দাবি করছেন তাও যথাযথ কিনা তা দেখার দাবিও উঠেছে।




Body:বিজেপির জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী বলেন ওই এলাকায় 38 কাঁঠা জমির দাম কত হিসেব করে দেখুন। সরকার আসল তদন্ত করুক। আমাদের কর্মীদের নামে মিথ্যে অভিযোগ দিয়ে তাদের ফাঁসানো হচ্ছে। ।

এদিন দিনভর এলাকায় মিছিল করেন তৃণমূল কাউন্সিলরের। বিকেলে পুলিশ কর্তাদের ফের ডেপুটেশনে দেয় তৃণমূল শিবির। বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন বিজেপির অভিযোগ মিথ্যে। কাউন্সিলর জমি দখল নয়, রক্ষা করতে গিয়েছিলেন। যাদের নাম পুলিশের কাছে দেওয়া হয়েছে তাদের সকলকেই গ্রেপ্তার করতে হবে।



Conclusion:
Last Updated : Sep 11, 2019, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.