দার্জিলিং, 18 জানুয়ারি : ফের ভাঙন গুরুংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা শিবিরে। এবার গুরুংপন্থী মোর্চা থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় কমিটির সদস্য তথা দার্জিলিং মহকুমার কো-অর্ডিনেটর তিলকচাঁদ রোকা। সোমবার দার্জিলিংয়ে সাংবাদিক বৈঠক করে পদত্যাগের কথা জানান তিনি । আর তার পদত্যাগের পরই পাহাড়ের রাজনীতিতে জোর সমালোচনা শুরু হয়েছে।
তিলকচাঁদ রোকা 2017 সালে পৃথক রাজ্যের দাবিতে সশস্ত্র আন্দোলনের সময় গ্রেপ্তার হন এবং প্রায় 9 মাস জেল খাটেন। ছাড়া পাওয়ার পরও তাঁর বিরুদ্ধে 143টি মামলা এখনও চলছে। তিনি এদিন অভিযোগ করে বলেন, "তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে জেল খেটেছি। আর আচমকা বিমল গুরুং নিজের নীতি, আদর্শ থেকে সরে এসে তৃণমূলের জন্যই ভোট চাইছেন। এটা মেনে নেওয়া যায় না।"
আরও পড়ুন : "স্বাস্থ্যসাথী" কার্ডে মিলল না পরিষেবা, এবার অভিযোগ রানাঘাটে
তিনি বলেন, এখনই তিনি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না। বিনয় তামাং শিবিরেও তিনি যোগ দেবেন না। পাশাপাশি বিমল গুরুং ও রোশন গিরির উদ্দেশে প্রশ্ন তোলেন যে, তিনি যদি সাধারণ নেতা হিসেবে জেলে গিয়ে এখনও লড়াই জারি রেখেছেন তবে অন্য নেতারা কেন করছেন না ? কেন নীতি-আদর্শ বিক্রি করছেন?