দার্জিলিং, 14 মার্চ : বাড়িতে ধস ৷ আর সেই ধসে চাপা পড়ে এক শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হল দার্জিলিঙে ৷
দার্জিলিঙের লোধমা থানা এলাকার আপার লিংসেবঙয়ের তামাং গাঁওয়ের ঘটনা । আজ ভোররাতে ওই বাড়িটি ধসে ভেঙে পড়ে ৷ আর এই ধসে চাপা পড়েন একই পরিবারের তিনজন ৷ মৃতদের নাম নিমা দর্জি তামাং (33), পেম দর্জি তামাং(29) এবং তাঁদের 4 বছরের শিশুপুত্র নিহাল তামাং ৷ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন ৷
পুলিশ ও স্থানীয় সুত্রে খবর, গতকাল রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ওই তিনজন ঘরে ঘুমিয়ে পড়েন । আজ আনুমানিক ভোর চারটে নাগাদ ওই বাড়িতে ধসে চাপা পড়েন তাঁরা । সকালে বাড়িটি ধসে ভাঙা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা ওই এলাকায় ভিড় জমান। খবর যায় পুলিশে। এরপর ধস সরিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয় । জানা গেছে, গতকাল রাতে সেভাবে বৃষ্টি হয়নি পাহাড়ে । এক দুই পশলা বৃষ্টি হলেও তাতে ধসের কথা নয় । তাহলে ধস নামল কীভাবে ? এর উত্তরে স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ে পাইপ দিয়ে বাড়িতে বাড়িতে ঝরনার জল সরবরাহ হয় । এই জল বাড়িতে বাড়িতে মজুত করা হয় । গতকাল রাতে কোনওভাবে কলের মুখ খোলা ছিল । রাতভর সেই জল গড়িয়ে পড়ে মাটির বাড়ির দেওয়াল ধসে যায় । এরফলে এই বিপত্তি ।
তামাঙ দম্পতির এক ছেলে ও এক মেয়ে । দম্পতির 12 বছরের মেয়ে সন্ধ্যা তামাং গতকাল রাতে এক আত্মীয়ের বাড়িতে থাকায় প্রাণে বাঁচে ।